| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের শঙ্খচিল
আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !
বই : টক অব দ্য টাউন
একটি বই হঠাৎ করে এতটা আলোচনায় আসবে আমরা কি ভাবতে পেরেছি ?
বাংলাদেশের মানুষ অতি আবেগপ্রবন , বর্তমান রাজনৈতিক অস্হিরতার মধ্যে ও
বাঙালীর স্বভাবসুলভ অনুসন্ধানী মনোভাব দেখলে মনটা শৈশবের নির্ভেজাল আনন্দময়
দিন গুলোর কথা মনে পড়ে যায় ।
বলছিলাম "দ্য পেঙ্গুইন বুক অফ বেঙ্গলি শর্ট স্টোরিজ" বইটির কথা ।
বিশ্বের খ্যাতনামা প্রকাশণী পেঙ্গুইন র্যান্ডম হাউস এর বইটি বর্তমানে বাংলাদেশের নেটিজমের
চোখে আগ্রহের ঝলকানি ।
বইটির সংক্ষিপ্ত পরিচিতি :
বইয়ের নাম: দ্য পেঙ্গুইন বুক অফ বেঙ্গলি শর্ট স্টোরিজ
(The Penguin Book of Bengali Short Stories)।
প্রকাশনা সংস্থা: পেঙ্গুইন র্যান্ডম হাউস (ভারত)।
অনুবাদক ও সম্পাদক: অরুণাভ সিনহা।
ধরন: ছোটগল্পের সংকলন (ইংরেজি অনুবাদ)।
সময়কাল: গত ১০০ বছরের বাংলা সাহিত্যের সেরা গল্পগুলোর সংকলন।
লেখকবৃন্দ: দুই বাংলার (বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ) ৩১ জন দিকপাল লেখকের গল্প।
মূল বিষয়: দেশভাগ, মুক্তিযুদ্ধ, সমাজবাস্তবতা এবং আধুনিক মানুষের মনস্তাত্ত্বিক জটিলতা।
বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যান্ডম হাউস থেকে প্রকাশিত
সংকলনটি সম্পাদনা ও অনুবাদ করেছেন প্রখ্যাত ভারতীয় অনুবাদক অরুণাভ সিনহা।
এক কথায় বলা যায় ,গত এক শতাব্দীর দুই বাংলার (বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ) সেরা গল্পগুলোর একটি ইংরেজি সংকলন।
এই প্রকাশনার আরও কিছু আকর্ষনীয় বই আছে যেমন :-
The Greatest Bengali Stories Ever Told (Kindle Edition)
Rabindranath Tagore (Kindle Edition)
The Greatest Indian Stories Ever Told (Hardcover )
The Book of Indian Queens: Stories & Essays
I Remember Abbu (Kindle Edition,by Humayun Azad ),
এই প্রকাশনা সংস্হায় আরও কিছু বিখ্যাত লেখক /লেখিকার বই পাবেন ,
১) Mother Mary Comes to Me (Arundhati Roy )
২) The Dorothy L. Sayers Collection: 5-Book Paperback Boxed Set (Dorothy L. Sayers )
৩) Interpreter Of Maladies: A Novel (by Jhumpa Lahiri )
৪) Super-Frog Saves Tokyo Hardcover (by Haruki Murakami ),
৫) Schattenfroh Paperback ( by Michael Lentz ),
৬) Interpreter Of Maladies: A Novel (by Jhumpa Lahiri )
INTERNATIONAL BESTSELLER • WINNER OF THE PULITZER PRIZE • PEN/HEMINGWAY AWARD WINNER.
বইটিতে কী আছে?
বইটির উল্লেখযোগ্য গল্প সমূহ :
রবীন্দ্রনাথ ঠাকুর: জীবিত ও মৃত।
সত্যজিৎ রায়: পিকুর ডায়েরি।
মানিক বন্দ্যোপাধ্যায়: প্রাগৈতিহাসিক।
হুমায়ূন আহমেদ: খেলা।
শহীদুল জহির: আগারগাঁও কলোনিতে নয়নতারা ফুল কেন নেই।
আখতারুজ্জামান ইলিয়াস: রেইনকোট (মুক্তিযুদ্ধভিত্তিক)।
সেলিনা হোসেন: মৃত্যুর নীলপদ্ম।
এই বইটি নিয়ে কেন আগ্রহ ?
বিগত ২৫শে ডিসেম্বর একটি ছবি দেখতে পাই তারেক জিয়া সহ জাইমা রহমানের. উক্ত ছবিতে
বইটি ছিল জাইমা রহমানের পিছনের টেবিলে যা উনার ভ্রমন সঙ্গী হিসাবে পড়ছিলেন বিমান ভ্রমনের সময় ।
বর্তমান প্রজন্মের একজন ব্যারিষ্টার যিনি লন্ডনে বড় হয়েছেন ,স্বাভাবিক ভাবেই ইংরেজী ভাষায়
লেখাপড়া করেছেন, তিনি বাংলা সাহিত্যর উপর (ইংরেজীতে লেখা ) আগ্রহ ও জ্ঞান লাভ করছেন দেখে সকলের
হৃদয় ছুঁয়ে গেছে । উনার প্রিয় বিড়ালটি "জেবু " এটি ও প্রচুর আগ্রহ সৃষ্টি করেছে 'নূতন প্রজন্মর ' মাঝে ।
জাইমা রহমানের জেবু , জনসাধারনের আগ্রহর কারনে, ফেষ্টুন, ব্যানার এমনকি ফেসবুক একাউন্ট পর্যন্ত
খোলা হয়েছে ।
বিভিন্ন তথ্য সুত্রে থেকে জানা যায় যে ,
আবেগ প্রবণ মানুষ স্বাভাবিকভাবেই বিএনপি (BNP) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী
ডা. জোবাইদা রহমান (Dr. Zubaida Rahman) এবং তাদের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান (Zaima Rahman)-
এর কাছ থেকে সরাসরি খবর পেতে আগ্রহী।
জনসাধারণের এই আবেগ এবং দ্রুত তথ্যের প্রয়োজনীয়তাকেই পুঁজি করে একদল ফেসবুক লেখক সোশ্যাল মিডিয়া
(Social Media)-কে ব্যবহার করছে। ফলে ইতিমধ্যেই ডা.জোবাইদা রহমান এবং ব্যারিস্টার জায়মা রহমানের নামে
১৩৫টিরও বেশি ‘ভুয়াপেজ’-এ অনলাইনে ঘুরে বেড়াচ্ছে ।
ফলে সাধারন জনগণ বিভ্রান্ত হয়ে ভূল তথ্য বিশ্বাস করতে শুরু করেছে ।
ফ্যাক্ট চেক বলছে :
জাইমা রহমানের (Zaima Rahman) নামে ভুয়া পেজের সংখ্যা: ১২০টি
Zaima Rahman নামে পরিচালিত একটি পেজের ফলোয়ার সংখ্যা ২ লাখ ৯২ হাজার,
আরেকটি ভুয়া পেজের ফলোয়ার সংখ্যা ১ লাখ ৫৯ হাজার,
ডা. জোবাইদা রহমানের (Dr. Zubaida Rahman) নামে ভুয়া পেজের সংখ্যা: ১৫টি
ডা. জোবাইদা রহমানের নামে ১২ বছর ধরে সক্রিয় ভুয়া পেজ আছে ,৮২ হাজার ফলোয়ার বিশিষ্ট
এই পেজটি করা হয়েছিল বিগত ৩ মার্চ ২০১২ সালে।
অফিসিয়াল সূত্র বলছে, এই দুজনের নামে এখনো কোন ফেসবুক খোলা হয় নাই ।
(তথ্যসুত্র : [email protected])
সুতরাং এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলছি ।
ইতিমধ্যেই জেবুর একাউন্টে ২৫০০০ এর উপর ফলোয়ার এসে গেছে এবং তার কর্মকান্ড প্রচারিত হচ্ছে
যা কোন অফিসিয়াল ফেসবুক একাউন্ট নয় । শুধুমাত্র জনতার উচ্ছাস আকাঙ্খার প্রতিফলন মাত্র।

২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:১১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একটি প্রাণী,
কত সহজেই মানুষের মন জয় করে নেয় ।
...............................................................................
আমরা এক বৎসর ধরে চেষ্টা করলে ও এত ফলোয়ার হবে না ।
তবে আমি মক্কায় দেখেছি বিড়ালকে সবাই আদর করে
খাবার দেয়, কিন্ত মজার ব্যাপার বিড়াল ইদুঁর ধরেনা ।
২|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:১৭
মেঠোপথ২৩ বলেছেন: জেবুর আদর আপ্যায়নে কেমন ব্যবস্থা নেয়া হয়েছে , এ ব্যপারে জানেন কিছু?
২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৩৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইউরোপ বা যুক্তরাজ্যে যে কোন প্রাণী পালন করতে হলে
যথেষ্ট নিয়ম কানুনের মাঝ দিয়ে যেতে হয় ।
.................................................................................
এই যে বিশ্ব ভ্রমন,
তার জন্য একটি আর্ন্তজাতিক সংস্হা দিন রাত কাজ করেছে ।
বিড়াল অন্ধকার বা নিসঙতা পসন্দ করেনা ,
এত ঘন্টার ভ্রমন ও তার জন্য আরামদায়ক নয় ।
তাই তার ভ্রমনের পূর্বে ডাক্তার নিয়োগ,স্বাস্হ্য পরীক্ষা, ইনজেকশন গ্রহন, ইমিগ্রেশন ব্যবস্হা
পাসপোর্ট তৈরী, বিমানে শান্ত থাকা নানাবিধ কার্যক্রম নিতে হয়েছে ।
ইচ্ছে করলেই আপনি তাকে খাবার দিতে পারবেন না ।
...................................................................................................
প্রতিদিন তার জন্য নির্দিষ্ট সময়ে বাছাই করা খাবার আছে
যা অনুমোদিত দোকান থেকে কিনতে হয় ।
৩|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:২৫
সৈয়দ কুতুব বলেছেন: বই পড়া ভালো গুণ ।
২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৪৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বইটি ৫ তারকা প্রাপ্ত ।
এর বাজার মূল্য : ৩১.৫২ ইউরো (হার্ডকভার)
.............................................................................
ব্রিটিশ উপনিবেশবাদীদের আবির্ভাবের পর বাংলায় গদ্য ছোটগল্পের আগমন ঘটে এবং
বাঙালি লেখকরা দ্রুত এই র্চচ্চাটি তাদের নিজস্ব করে তোলেন।
বিংশ শতাব্দীর মধ্যে সাহিত্য পত্রিকা এবং জার্নালের প্রাচুর্যের ফলে লক্ষ লক্ষ লোক
সেগুলি আগ্রহের সাথে পড়তে শুরু করে।
লেখকরা শব্দের এই শক্তির সাথে সাড়া দিয়েছিলেন যা তাদের সময়ের অস্থিরতাকে প্রতিফলিত করেছিল;
এই গল্পগুলিতে ভূমি যুদ্ধ, দুর্ভিক্ষ, বর্ণ ব্যবস্থা, ধর্মীয় সংঘাত, পিতৃতন্ত্র, দেশভাগ এবং মুক্তিযুদ্ধ অন্তর্ভুক্ত ছিল ।
৪|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৩৯
মেঠোপথ২৩ বলেছেন: জেবুর টেক কেয়ারের বর্ননা পড়েতো তব্দা খাইলাম। ![]()
২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:০৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি ইউরোপে দেখেছি প্রতিটি বাড়ীতে বিড়াল পোষা হয়
ফলে তার আদর যত্ন, ডাক্তার,ঔষধ এবং খাবারের পিছনে যে খরচ হয়
তা দিয়ে আমাদের দেশে ৫টি গরীব পরিবার অনায়াসে
মাস কাটাতে পারবে ।
৫|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৪৭
মেঠোপথ২৩ বলেছেন: দেশি বিলাইগুলার আন্দোলনে নামা দরকার। তাগোর এইরকম খেদমতের ব্যবস্থা করন লাগবো। জেবু এখন দেশে , যুক্তরাজ্যে না। এই বৈষম্য কুন অবস্থাতেই মাইনা নেওন যায় না ![]()
২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:১০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
এই যে দেখুন মিছিল শুরু হয়ে গিয়েছে ।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০১
মেঠোপথ২৩ বলেছেন: জেবু এখন বিশিষ্ট সেলিব্রিটি
বানান বিভ্রাটের আগের কমেন্ট মুছে দিন প্লিজ ।