![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যালো লেখকগণ,
আপনাদের কে প্রথমেই স্বাগত জানাই আমার লিখা প্রথম ব্লগে। প্রথমেই আমি একদম নতুন, তাই চাচ্ছি আপনারা আমার ব্লগ যদি পড়ে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ আমাকে একটা মতামত শেয়ার করবেন, সেটা হচ্ছে, " ব্লগ পড়ার ক্ষেত্রে কি ধরনের লিখা আপনারা পড়তে পছন্দ করেন? "
আপনাদের পরিচয় দিবেন আশা করছি আপনাদের সবার সাথে পরিচিত হতে পারবো। লেখালিখি আমার স্বাভাবিক গুণগুলোর মধ্যে একটি। আশা করি আমার লিখা কেমন লাগছে সেটাও মন্তব্যের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।
০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৫
মাশফিক হোসেন বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনার উৎসাহের জন্য। হ্যা যথারীতি প্রতি রাতেই কিছু লেখালিখি করি। এই প্লাটফর্ম টা আমার খুব ভালো লেগেছে। লেখকরা আছেন, পড়ছেন। আপনাকে ধন্যবাদ। অবশ্যই আমার কাছ থেকে গঠনমূলক আর সুন্দর লেখা পাবেন। ভালো লাগবে আশা করি আপনার বা আপনাদের।
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ২:০০
অনল চৌধুরী বলেছেন: দেশ-জাতি বিশ্বমানবতার জন্য কল্যাণমূলক লেখা।
০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৬
মাশফিক হোসেন বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ২:২২
মিথী_মারজান বলেছেন: আমার পছন্দ কবিতা আর ছোটগল্প।
হ্যাপি ব্লগিং।
শুভেচ্ছা।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ২:২৩
নিউজপ্রিন্ট বলেছেন: যা বলবো তা নিয়েই লিখবেন ? ভাই আপনি তো বিড়াট জ্ঞানের জাহাজ, আপাতত কপি পেষ্ট করেন আর কি করবেন, আর কেয়ামত, ইসলাম ধর্ম, দোযখ, সুন্দরী হুর নিয়ে লিখেন। তাও না পারলে মেয়েদের নামে নিক করে লিখেন কমেন্ট পাবেন বেশী বেশী, শুধু নামটা “মাশফিকা করে সুন্দর মেয়ের ছবি দিয়ে শুরু করেন দেখেন ব্লগে আপনার লিলাখেলা !
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ২:৪৭
আরিশা আলী বলেছেন: ব্লগে বার রকমের মানুষ বার রকমের পছন্দ। আপনি একা সবার পছন্দের মত লিখবেন কেমন করে ? আপনি আপনার পছন্দের মত লিখেন যার পছন্দ হবে পড়বে।
৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:১৩
কাওসার চৌধুরী বলেছেন:
প্রথম পাতায় আপনাকে স্বাগতম। আপনি যা লিখতে পছন্দ করেন তাই লিখুন। ব্লগে সব রকমের পাঠক আছেন। লেখা পাঠকপ্রিয়তা পেতে হলে লেখার মান যতটুকু সম্ভব উন্নত করতে হবে। বানান ঠিকঠাক হতে হবে। পাশাপাশি, সহ ব্লগারদের যে লেখাগুলো আপনার ভাল লাগবে সেগুলো মনযোগ দিয়ে পড়ে গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করতে হবে। ব্লগে সময় দিতে হবে। নিজের লেখার মান প্রতিনিয়ত উন্নত করার মানসিকতা থাকাটাও বাঞ্ছনীয়। গঠনমূলক সমালোচনা হলো লেখকের জন্য আশীর্বাদ স্বরূপ। এগুলোকে ইতিবাচক ভাবে দেখতে হবে। কমেন্টে ও প্রতি উত্তরে ভদ্রতা, স্বকীয়তা আর বিচক্ষণতার সাক্ষর রাখতে হবে।
হ্যাপি ব্লগিং। গুড লাক।
০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩
মাশফিক হোসেন বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যটির জন্য।
৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৫১
অধৃষ্য বলেছেন: প্রথমেই শুভকামনা।
আপনি যা লিখবেন পাঠক তাই পড়বে। এখানে ৪০ রকম পাঠক ৪২ রকম লেখা পছন্দ করে। আমি ব্যক্তিগতভাবে ছোটগল্প পছন্দ করি। বড় গল্প আপনি লিখতে পারলে পড়ার ধৈর্য আমার আছে। সমসাময়িক বিষয়াদিও পড়ি, রাজনৈতিক পোস্টে কম যাই।
যদি কিছু মনে না করেন: "লিখা" শব্দটি শ্রুতিকটূ। "আমি লিখছি/লিখি", "তুমি লিখছো", "তুমি লিখবে/লিখছিলে", কিন্তু "তোমার লেখা কবিতা (লিখা নয়)", "আমার লেখা", "লেখাটি খুবই সুন্দর (লিখাটি নয়)" ইত্যাদি। "রবিন, পাঁচটি ফুলের নাম লিখ (লেখ নয়)", "প্রতিদিনের হিসাব কে লেখে (বা লিখে রাখে)? তুমি লেখ (লিখ নয়)।" আবার "তুমি এখনই ছয়ের নামতা লিখ (আদেশ)", কিন্তু "তুমি প্রতিদিন ডায়রি লেখ (সাধারণ বা নিত্যদিনের ঘটনা)।"
৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মন যা চায় তাই লিখুন। পাঠক পাবেন।
৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪২
ল বলেছেন: আজব প্রশ্ন ---
আপনার যে শাখায় দক্ষতা সেডাই লেখেন জনাব।
১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমি আর কী বলবো? সবাই তো সব বলেই দিল। আমি শুধু এটাই বলবো, জোর করে কিছু লিখতে যাবেন না, মনে আসলেই তবে লিখবেন।
১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৯
দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: যারা পড়ার খাদক, তারা কমবেশি সব ধরনের লিখা পড়তে ভালবাসেন।
১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৫
রাজীব নুর বলেছেন: আমার নাম রাজীব।
ঢাকা থাকি।
আমরা চার ভাই।
আমি ভাবছি ব্যবসা শুরু করবো।
আমার ভালো লাগে অজানা বিষয় জানতে। সস্তা প্রেম ভালোবাসার কবিতা ভালো লাগে না। আজাইরা ট্যানা প্যাচানো টাইপ লেখা ভালো লাগে না।
১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২২
চাঁদগাজী বলেছেন:
ব্লগে স্বাগতম।
আপনি যেই ৫ লাইন লিখেছেন, এই ৫ লাইনের উপর মতামত চেয়েছেন; মতামত ভালো নয়।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৪
মাশফিক হোসেন বলেছেন: প্রথমত ধন্যবাদ।
দিতীয়ত, আমি অই ৫ লাইনের ওপর কোন মন্তব্য চাই নাই। কারণ অইটা আমার কোন প্রসঙ্গ নিয়ে লেখা না। সেটা দেখতে পাচ্ছেন আশা করি। আমি পরবর্তী লেখার কথা বলেছিলাম। ধন্যবাদ।
১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ব্লগে স্বাগতম। আরেকজনের মগজ কি চায় না দেখে। নিজের মগজে যা আছে উপস্থাপন করুন। যা আপনি জানেন। যা আপনার জীবনে আছে। আর যে বিষয়ে আপনি দক্ষ।
চাদ গাজী দাদু ভাইয়ের সাথে আমিও একমত।।
১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৫
খায়রুল আহসান বলেছেন: ব্লগে আপনাকে সুস্বাগতম জানাতে এখানে এলাম! এখানে প্রকাশিত আপনার প্রথম পোস্টটা পড়ে গেলাম। আপনি আপনার পাঠকদের কাছ থেকে তাদের পরিচয় পাবার আশা করেছেন। পরিচয় পেতে হলে তাদের লেখায় যান, তাদের লেখাই তাদের বড় পরিচয়। এখানে অন্য পরিচয়ের প্রয়োজন নেই।
আর হ্যাঁ, সময় করে আপনার লেখায় পাওয়া পাঠকদের মন্তব্যগুলোর উত্তর দিয়ে যাবেন। নতুন লেখা পোস্ট করার আগে পুরনো লেখার মন্তব্যগুলোর প্রতিমন্তব্য দেয়ার চেষ্টা করবেন।
৭ নং মন্তব্যে 'লেখা' এবং 'লিখা' এর পার্থক্যটুকু সুন্দর করে উদাহরণসহ বুঝিয়ে দেয়ার জন্য ব্লগার অধৃষ্য কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
এখানে আপনার বিচরণ দীর্ঘস্থায়ী হোক, আনন্দময় ও স্বচ্ছন্দ হোক, নিরাপদ হোক!
হ্যাপী ব্লগিং!
১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫০
নতুন নকিব বলেছেন:
ব্লগে স্বাগত।
আপনার যা লিখতে স্বাচ্ছন্দ্, লিখে যান। সবার পছন্দ নিশ্চয়ই এক নয়। আর সে কারনে আপনার একার পক্ষে সকলের মন রক্ষা করে লেখালেখি করাও সম্ভব নয়। লিখতে লিখতে, অপরের ব্লগ পড়তে পড়তে সকলের লেখার সাথে, সকলের সাথে পরিচয় হয়ে যাবে।
১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭
পদ্মপুকুর বলেছেন: আশা করি বুঝতে পেরে গিয়েছেন যে কি ধরণের লেখা এখানে প্রযোজ্য....
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫৯
দিপু দিপু বলেছেন: আপনি আপনার পছন্দের সাবজেক্ট নিয়ে লিখে যান। লিখা ভাল হলে পাঠকের অভাব হবে না। এখানে সব রকমের পাঠক বিদ্যমান। স্বাগতম