নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবাজ

স্বপ্নবাজ

্বপ্নবাজ

স্বপ্নবাজ তরুণ। স্বপ্ন দেখি দেশকে নিয়ে, দেশের মানুষ নিয়ে।

্বপ্নবাজ › বিস্তারিত পোস্টঃ

ফেলানী রোড - যৌক্তিকতা এবং অপ্রিয় সত্য

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১১

ফেলানি রোড নিয়ে উৎসাহের কমতি দেখছি না অনলাইনে। ব্যাপারটা ইউনিক তাতে সন্দেহ নেই তবে এই ইস্যুর শেষ টা দেখার ইচ্ছে মনে জাগছে। আমরা জাতগত ভাব হুজুগে জাতি। বিপুল বিক্রমে কাহিনী শুরু করি কিন্তু কয়েকদিন পর ভুলেই যাই কিসের জন্যে কি করছি? বেশি দুরে যাবার দরকার নেই, শাহাবাগ আন্দোলন তো সামনেই আছে।



যেই দাবী তে গর্জে উঠেছিল শাহাবাগ তার কি হাল? উত্তর সন্তোষজনক অবশ্যই না। তাও আমরা প্রায় ভুলে বসে আছি শাহাবাগ কে! আমরা খুব সহজে ভুলতেপারি যেকোন কিছু। আর ফলাফল তাই প্রায় শুন্য। যাক মূল কথা ফেলানীর বিষয়ে আসি।



গুলশানের একটি রাস্তা যার উপর ভারতীয় দূতাবাস অবস্থিত তার নাম ফেলানী রোড রাখার যৌক্তিকতা কতটুকু?- এই প্রশ্নের উত্তর জরুরী।



বাংলাদেশের উপর যেই দেশটির প্রভাব সবচাইতে বেশি সেটা ভারত। শক্তির বিচারে ভারত যেকোন মানদন্ডে বাংলাদেশের চাইতে বহুগুনে শ্রেয়তর। ইতিহাস ঘটলে স্পস্ট বোঝা যাবে ভারত কতটা গুরুতবপূর্ন আমাদের জন্যে।



সেই ভারত কে চটানো কতটুকু যৌক্তিক হবে? এটা চরম সত্যি ৭৫ এর পর ভারত আমাদের দিয়েছে যত তার চাইতে বেশি নিয়েছে। ইন্দিরা গান্ধির মত বাংলাদেশ অকৃত্তিম বন্ধু আমরা আর পাই নি ভারতের কাছ থেকে। আরো হাজারো অপ্রাপ্তি। সীমান্ত হত্যা, ছিটমহল সমস্যা, তিস্তা পানি বন্টন এর মত বড় বিষয় গুলি ভারত ঝুলিয়ে রেখেছে যুগ যুগ ধরে। আবার এর মাঝে সীমান্ত হত্যা সবচাইতে মর্মান্তিক এবং যুগপৎ ভাবে অপমানজনক।



আমরা দুর্বল দেশ তাই হয়তো এসবের শক্ত প্রতিবাদ করতে সাহস পাই না, তাই বলে কি এই অনাচার চলবে? অবশ্যই না। একদল তরুন ফেলানী হত্যার অন্যায় বিচারের ক্ষোভে একটি বিশেষ রাস্তার নাম বদলে হতভাগা কিশোরী ফেলানীর নামে রাখতে চাইছে যা অবশ্যই অন্যায় কিছু নয় তবে তা যদি হুজুগের বশে হয়? তাহলে কি হবে তা কি কেউ ভেবেছেন

ভারতের সাথে সম্পর্ক শীতল হলে ক্ষতি টা কার বেশি। দয়া করে হিসেব টা কষুন। যুদ্ধে জয়ীরাই ইতিহাস গড়ে পরাজিত রা নয়। রাস্তার নাম পরিবর্তন একরকম ভারতে বিরুদ্ধে যুদ্ধ ঘোষনার মতই। তার চাইতে কি ভাল নয় আমাদের দেশের বাজারে ভারতীয় পন্যকে পর্যদুস্ত করে দেশি পন্যকে সামনে আনা? স্টার চ্যানেল গুলি কে বদলে নতুন করে টিউন করা। শাহারুখ খানের বদলে জলিলের মুভি দেখা? এয়ার টেল বাদ দিয়ে টেলিটক ব্যাবহার করা? এ তালিকা অনেক লম্বা। আর এর প্রতিটি থেকেই ভারত ব্যাবসা করে নির্মম ভাবে। ফেলানীদের আত্মা শান্তি এতেই খুজে পাবে। একটা সাইনবোর্ড ঝুলিয়ে যদি মর্যাদা খুজে পাওয়া যেত তাহলে তো কথাই ছিলনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.