নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অাসাদ

"প্রচার কর, যদি একটি মাত্র আয়াতও হয়"

provat

http://www.facebook.com/asad.rahman.7906

provat › বিস্তারিত পোস্টঃ

যে লোকটা কোরঅান শরীফে অাগুন দিল, তার চেহারাটা অাল্লাহ তুমি কুত্তার চেহারা বানায়ে দে

০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৫

যে লোকটা কোরঅান শরীফে অাগুন দিল, তার চেহারাটা অাল্লাহ তুমি কুত্তার চেহারা বানায়ে দে, যেন অামরা সকলে তাকে চিনতে পারি । তার দলের প্রধানের চেহারাটাবি কুত্তার চেহারা বানায়ে দে । কারন, অামাদের মান্যবর সরকার কোনটা যে সত্য কথা কয় ,অার কোনটা যে মিথ্যা কথা কয়, তা অামরা বুঝবার পারি না । অার, তাদের কাছে জনগন যে কারা, তাবি বুঝবার পারি না । হে অাল্লাহ, অামার দোয়াটা কবুল কর ।

অামিন ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৭

আহসান২২ বলেছেন: amin

২| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৫১

দূর আকাশের নীল তারা বলেছেন: আমিন।
যারা চাদেঁ সাঈদীর মুখ দেখা যায় বলে মিথ্যা কথা বলেছিল, কাবা শরীফের গিলাফ পরিবির্তনের ছবিকে সাঈদীর জন্য প্রতিবাদ সমাবেশ বলে কাবা শরীফ নিয়ে মিথ্যাচার করেছিল, তাদের মুখও কুত্তার মত বানিয়ে দাও। - আমিন।
@লেখক: এখন কি আপনি আমিন বলবেন?

৩| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৬

রিফাত হোসেন বলেছেন: ধুর মিয়া, আল্লাহ এটা করবে না। আল্লাহ ই শয়তান তৈরি করেছে! রোজ কেয়ামত এ জবাবদিহি করবে করবে তারা , এমন হইলে তো দুনিয়াতে ইস্লাম ই থাকত! বাকি সব অমুসলিম অত্যাচারী কুকুর ই হত!

৪| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৮

সাধারণ মুসলমান বলেছেন: আমিন। View this link

৫| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৫:০০

যোগী বলেছেন:
ঐ মিয়া ঐ সব পাগলা কুত্তা পালবেন কেমনে?

৬| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৫:০৯

সাইবার অভিযত্রী বলেছেন: হেপাজতীরা আগুন দিলে তো অভিসার-জোনাকীতে দিবে,
কুরান শরীফে ক্যান ? বুঝে আসছে না ।

আর বিল্ডিং আগুন দিলে এ্যালিকো - সোনালী বা বাংলাদেশ ব্যংকে দিবে, এগুলো তো ওদের দখলেই ছিল, লীগের অফিসের কাছে, সমাবেশের বাইরে অন্যদের দখলে থাকা জায়গায় কেন আগুন দিল বুঝে আসছে না!

৭| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৪

জাহাঙ্গীর জান বলেছেন: আমিন ইয় রর্ব ।

৮| ০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

টেকনিসিয়ান বলেছেন: দূর আকাশের নীল তারা বলেছেন: আমিন।

যারা চাদেঁ সাঈদীর মুখ দেখা যায় বলে মিথ্যা কথা বলেছিল, কাবা শরীফের গিলাফ পরিবির্তনের ছবিকে সাঈদীর জন্য প্রতিবাদ সমাবেশ বলে কাবা শরীফ নিয়ে মিথ্যাচার করেছিল, তাদের মুখও কুত্তার মত বানিয়ে দাও। - আমিন।
@লেখক: এখন কি আপনি আমিন বলবেন?


আমার একটি প্রশ্ন ছিল? কুত্তার কোন রকমের হবে? দেশী প্রজাতী নাকি বিলাতী?

৯| ০৮ ই মে, ২০১৩ রাত ৮:১৮

provat বলেছেন: বলেছেন: যারা সাঈদীর মুখ চাদেঁ দেখা যায় বলে মিথ্যা কথা বলেছিল, তাদেরসহ যাদের দায়িত্ব ছিল অপপ্রচারকারীদের আইনের আওতায় আনা ,অথচ আনেন নাই, তাদেরও অনুরুপ শাস্তি চাই ।

১০| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৩:২৩

দূর আকাশের নীল তারা বলেছেন: @টেকনিসিয়ান: আমার জন্য যে কোন কুত্তা হইলেই হইল। আসল কথা শাস্তি পাইল। আপনের যদি বিশেষ প্রজাতির প্রতি বিশেষ টান থাকে, তাইলে আল্লাহর দরবারে বিশেষভাবে ফরিয়াদ জানাইয়া দেখেন।

@লেখক: আমি প্রথমেও "আমিন" বলছি, এইবারও "আমিন" বললাম। আপনার "আমিন" বলতে বাধা আসতেছে কোথা থেকে।
কাবা শরীফের গিলাফ নিয়া মিথ্যাচার যারা করল, ওদের ব্যাপারেও কিছু বললেন না। কারণটা কি নিজেই বুঝে নেব, আপনি নিজেই না ব্যাখ্যা করে বলবেন।

১১| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

provat বলেছেন: যে ব্যাপারে আমার সন্দেহ থাকে, সে ব্যাপারে আমি মতামত প্রকাশ করি না । কোরআন পোড়ানোর অপরাধের সাথে কোন অপরাধের তুলনা হয়না । আর আপনি আমার রাজনৈতিক পরিচয় জানতে চাচ্ছেন ? আমি বাংলাদশের বর্তমানের কোন রাজনৈতিক দলকেই সমর্থন করি না এবং তাদের কার্যকলাপ খুবই অপছন্দ করি । আমি নূতনের প্রত্যাশায় ।

১২| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ@ দূর আকাশের নীল তারা...

একজন হলেও স্বীকার করলেন আগুন সরকারের প্ররোচনায়, ইন্ধনে, পরিকল্পনায় বিশেষ বাহিনী দিছে, হেফাজত না।

ভাই যেই সত্য আপনি স্বীকার করলেন- তার জন্য জোরে আমিন।

১৩| ১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২১

দূর আকাশের নীল তারা বলেছেন: @বিদ্রোহী ভৃগু: আমি কোথাও বলি, একাজ সরকারী দল বা হেফাজত করেছে। আমি বলেছি, যারাই করেছে, তাদের মুখ কুত্তার মত হয়ে যাক। এখন আপনি যদি চাদেঁ সাঈদীর মুখ দেখার মত নিজে থেকে কোন কিছু কল্পনা করে নেন, সেটা আপনার ব্যাপার।

@লেখক: আপনার রাজনৈতিক পরিচয় জানার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। আমার জানার ইচ্ছা ছিল, ইসলামের ব্যাপারে আপনি কতটুকু সৎ। একজন মুসলমান হিসাবে কোরান পুড়ানো যেমন সহ্য করতে পারি না, তেমনি কাবা শরীফ নিয়ে মিথ্যাচারও সহ্য করতে পারি না। যেহেতু কারা এ ঘটনাদুটি ঘটিয়েছে, আমি নিশ্চিত নই, তাই আমার মত হল, যারাই করে থাকুক, তাদের মুখ যেন কুত্তার মত হয়ে যায়। আপনি কোন রাজনৈতিক দলের সর্মথক হন অথবা না হন, ইসলামের প্রশ্নে আপনার কাছেও এরকমই একটি বক্তব্য আশা করি।

আমার দেশ পত্রিকায় ভুয়া প্রকাশিত ছবিটি ফেবুর এই পেইজের নিচের দিকে পাবেন:
Click This Link


আসল ছবি:
Click This Link
Click This Link

আপনার সোজা সাপটা মতামত শোনার আশায় থাকলাম।

১৪| ১০ ই মে, ২০১৩ রাত ৯:০৯

provat বলেছেন: ভাইজান, রাজনৈতিক দলগুলির পত্রিকা আমি পড়িনা, কারন তাদের পত্রিকাগুলিতে সত্যের লেশমাত্র থাকে না । ইসলাম নিয়ে মিথ্যাচারের , ইসলামকে শুধু ক্ষমতায় যাবার সিড়ি হিসাবে ব্যবহারের আমি ঘোর বিরোধী । কাবা ঘরের গিলাপ নিয়ে যদি কেহ মিথ্যাচার করে, তবে অবশ্যই তার যথোপযুক্ত শাস্তি হওয়া খুবই দরকার । আমি আবারও বলছি ,কোরআন পোড়ানোর অপরাধ, আর কাবা ঘরের গিলাপ নিয়ে মিথ্যাচার করা সমান অপরাধ না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.