নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অাসাদ

"প্রচার কর, যদি একটি মাত্র আয়াতও হয়"

provat

http://www.facebook.com/asad.rahman.7906

provat › বিস্তারিত পোস্টঃ

দেশে কি আবার একদলীয় শাসন কায়েম হতে যাচ্ছে, আর শেখ হাসিনা আমৃত্যু সরকার প্রধান ?

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৭

আজ ১৩ই নবেম্বর বুধবার অপরাহ্নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাগেরহাটের জনসভায় বেশ দৃঢ়তার সাথে ঘোষনা করলেন যে, তিনি তাঁর পিতা বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো দেশের জন্য জীবন দেবেন । আমি এই যাবৎকাল ইতিহাসের পাতা ঘাটাঘাটি করে বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর কারন হিসাবে যা পেয়েছি, তা হলো-সকল দল নিষিদ্ধ করে একদলীয় শাসন কায়েম অর্থ্যাৎ বাকশাল গঠন, আজীবন নিজেকে রাষ্ট্রপতি হিসাবে ঘোষনা এবং নির্বাচন ব্যতীত সকল সংসদ সদস্যদেরকে পরবর্তি মেয়াদের জন্য নির্বাচিত ঘোষনা করা । উপরোক্ত তিনটি প্রধান কারনেই মূলত বংগবন্ধুকে ইতিহাসের সবচেয়ে নির্মম পরিনতি ভোগ করতে হয়েছিল । সুতরাং প্রধানমন্ত্রী যেহেতু তার পিতার মতো বুকের রক্ত ঢেলে দিয়ে দেশের জন্য এবং বংগবন্ধুর স্বপ্নপূরনের জন্য জীবন দিতে দৃঢ় সংকল্প ঘোষনা করেছেন, তাহলে স্বাভাবিকভাবেই যে কারোরই মনে প্রশ্ন জাগা স্বাভাবিক যে, প্রধানমন্ত্রী কি তাহলে আবার সেই পদক্ষেপগুলি নিতে চলেছেন, যে পদক্ষেপগুলি নেওয়ার কারনে বংগবন্ধুকে নির্মমভাবে জীবন দিতে হয়েছিল ? তাছাড়া, দেশের উন্নয়নের জন্য, জনগনের কল্যানের জন্য কাজ করলে তো কারো জীবন যাওয়ার কথা নয় । অধিকন্ত, দেশে তো কোন রুপ যুদ্ধাবস্থাও বিরাজমান নয় ! সুতরাং এই প্রশ্ন করা কি বড় বেশী ভূল হবে যে, দেশে কি আবার একদলীয় শাসন কায়েম হতে যাচ্ছে এবং সেইসাথে শেখ হাসিনা হতে যাচ্ছেন আমৃত্যু সরকার প্রধান ?

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই সীমা কি অলরেডি পার হয়ে যায় নি?

মন্ত্রীসভা বিহীন দেশ চলছে!!! শুধূ এক প্রধানমন্ত্রী নিয়ে!!!!!!!!!
রাষ্ট্রপতিন কোন বক্তব্য নেই!!!

সবিধান বিশেষজ্ঞরা চোকে আঙুল দিযে সংবিধানের আলোকে দেখিয়ে দিচ্ছেন- তারা শুধূ অবৈধ মন্ত্রীসভা চালাচ্চে না সংসদের অধিবেশনকেও স্বেচ্ছাচারিতায় প্রলম্বিত করছে!!!!
এবং পঞ্চদশ সংশোধনি অনুযায়ীই সংবিধান লংঘনের মতো গুরুতর অণ্যায় করে চলছে!!!!!!!!!!!!!!!!!!


দেশবাসী দেখছে শুনছে জানছে!!!!!!!!!!!!!!!!!!!!

এরপর কি? উনার জালালি ইচ্ছা পূরণ????????
সুতরাং এই প্রশ্ন করা কি বড় বেশী ভূল হবে যে, দেশে কি আবার একদলীয় শাসন কায়েম হতে যাচ্ছে এবং সেইসাথে শেখ হাসিনা হতে যাচ্ছেন আমৃত্যু সরকার প্রধান ?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

উত্তর দেবে কে?

২| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২২

ভালোরনি বলেছেন: হইলে কি করবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.