নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অাসাদ

"প্রচার কর, যদি একটি মাত্র আয়াতও হয়"

provat

http://www.facebook.com/asad.rahman.7906

provat › বিস্তারিত পোস্টঃ

"আমাদের দাবী- মানতে হবে,মানতে হবে"

১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০



প্রধানমন্ত্রীর নিকট দাবী‌:সকল দলের অংশ গ্রহনে একটি অবাধ,সুষ্ঠু ও সকলের কাছে গ্রহনযোগ্য নির্বাচনের স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহন করতে হবে । এর জন্য যা যা পদক্ষেপ গ্রহন করার প্রয়োজন, তার প্রয়োজনীয় সকল ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীকে গ্রহন করতে হবে । কোন অজুহাতেই এর কোন ব্যাতিক্রম করা যাবে না ।

বিরোধীদলীয় নেত্রীর নিকট দাবী:জনগনের জান-মালের ক্ষয়-ক্ষতি হয়, এমন কোন কর্মসূচী,যেমন-হরতাল,অবরোধ ইত্যাদি কোন অজুহাতেই দেওয়া যাবে না । আলোচনা,আলোচনা এবং আলোচনাই হতে হবে সকল সমস্যা সমাধানের একমাত্র পন্থা । প্রয়োজনে মতবিরোধ নিরসনে বিরোধপূর্ন সমস্যা সমাধানে জনগনের মতামত নেওয়ার ব্যবস্থা গ্রহন করতে হবে । জনগনের ভোটে যদি সরকার পরিবর্তন হতে পারে, তবে যে কোন মতবিরোধ নিরসনে জনগনের মতামত কেন নেওয়া যাবে না ?

আমাদের দাবী উভয়কেই একইসাথে মানার ঘোষনা দিতে হবে । দাবী না মানলে, আপনাদের উভয়ের থেকে আমরা সকল জনগন সমর্থন প্রত্যাহার করে নিব ।

দ্রুত সমস্যা সমাধানের লক্ষ্যে, আজ অথবা কালই আমাদের বাসায় আলোচনায় বসার জন্য আপনাদের উভয়কেই আমি সবিনয় আমন্ত্রন জানাচ্ছি ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: জনগনের ভোটে যদি সরকার পরিবর্তন হতে পারে, তবে যে কোন মতবিরোধ নিরসনে জনগনের মতামত কেন নেওয়া যাবে না ?

দারুন কথা।

নির্বাচনকালীন পদ্ধতি কি হবে তা নিয়ে একটা গণভোট আয়োজন করা হোক।

জনরায় সকলকে মেনে নিতে হবে।

১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫১

provat বলেছেন: ব্যক্তিগত বা দলীয় স্বার্থের উর্ব্ধে দেশের বা জনগনের স্বার্থকে স্থান দিতে পারলেই কেবল সকল রাজনৈতিক সংকটের শান্তিপূর্ন সমাধান বের করা সম্ভব । যতদিন না রাজনীতিবিদেরা তাদের ব্যক্তিগত বা দলীয় স্বার্থের উর্ব্ধে ,দেশের বা জনগনের স্বার্থের স্থান দিতে পারবে, ততদিন পর্যন্ত অামাদের দেশের রাজনৈতিক সংকট ঘোচবে না ।

২| ১৪ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

এম আর ইকবাল বলেছেন:
আমরা শান্তি চাই ।

১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৫

provat বলেছেন: যতদিন না জনগন তাদের রাজনৈতিক অধিকার অাদায়ে সোচ্চার হবে, ততদিন দেশে শান্তি অাসবে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.