নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অাসাদ

"প্রচার কর, যদি একটি মাত্র আয়াতও হয়"

provat

http://www.facebook.com/asad.rahman.7906

provat › বিস্তারিত পোস্টঃ

" এ কেমন নীতি আমাদের ?"

০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫

সরকারীদল আওয়ামীলীগ চায়- বিরোধীদল ব্যাপকভাবে দেশে নাশকতা চালাক,ব্যাপকভাবে জনগনের উপর হত্যাযজ্ঞ চালাক, আরো বেশী করে হরতাল- অবরোধ দিয়ে দেশের অর্থনীতির ব্যাপক ক্ষতিসাধন করুক, সংখ্যালগুদের বাড়ি-ঘরে বেশী করে আক্রমন করে এই দেশে সংখ্যালগুদের বসবাস করাকে কঠিন করে তুলুক, দেশের শিল্পকারখানা আগুন দিয়ে পুড়িয়ে দিক । কারন,তাদের ধারনা -বিরোধীদল যতবেশী দেশে অনুরুপ ধ্বংসযজ্ঞ চালাবে, সরকারীদল আওয়ামীলীগের ততবেশী জনসমর্থন বাড়বে এবং সরকারীদলের বিগত দিনে করা ব্যাপক দূর্নীতি আর দু:শাসনের কথা জনগন তাড়াতড়ি ভুলে যাবে । বর্তমান সরকারের বিগত পাঁচ বছরের শাসনামলে নেওয়া বিভিন্ন পদক্ষেপ থেকেই আমার উপরোক্ত ধারনা জন্মেছে

বিরোধীদল বিএনপি চায় -সরকার, বিরোধীদলের আন্দোলন ঠেকাতে ব্যাপকভাবে প্রানহানী ঘটাক, বিরোধীদলের নেতাকর্মিদের উপর আরো বেশী করে জুলুম-অত্যাচার করুক,বিরোধীদলের নেতাকর্মিদের বাড়িঘর আওয়ামী ক্যাডারদের দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিক, এমনকি বিরোধীদলের শীর্ষপর্যায়ের কোন নেতাকে খুন-গুম করে ফেলুক ।কারন, তাদের ধারনা-সরকারীদল যতবেশী বিরোধদলের নেতাকর্মিদেরকে হত্যা করবে, যতবেশী বিরোধীদলীয় নেতাকর্মিদের উপর অত্যাচার-নির্যাতন-জুলুম করবে- বিরোধীদলীয় নেতাকর্মীরা ততবেশী সরকারের বিরুদ্ধে আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করে তুলবে । ফলে সরকার তাড়াতাড়ি বিরোধীদলের দাবী মেনে নিতে বাধ্য হবে এবং বিরোধীদলের স্বপ্ন পূরন হবে ।

অথচ আমরা জনগন- সরকারীদল ও বিরোধদলের এইসব কর্মকান্ডের উদ্দেশ্য বুঝতে পেরেও আবার আমারা তাদেরকেই নির্বাচিত করি, সরকার পরিচালনার জন্য এবং উপরোল্লিখিত জনগনের স্বার্থবিরোধী কর্মকান্ডে সহযোগিতাও করি । এ কেমন নীতি আমাদের ?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬

আহমেদ আলিফ বলেছেন:
কাথা সত্য!
ভাববার বিষয়!!!

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

ঢাকাবাসী বলেছেন: তোরা যে যা বলিস ভাই আমার গদী পাওয়া চাই!

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

এম আর ইকবাল বলেছেন:
জনগণ কিছু নয় ।
শুধু ক্ষমতা চাই আমার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.