নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অাসাদ

"প্রচার কর, যদি একটি মাত্র আয়াতও হয়"

provat

http://www.facebook.com/asad.rahman.7906

provat › বিস্তারিত পোস্টঃ

"ইতর প্রানী কুকুর"- একটি অবুঝ শিশুর অনুভূতিও বুঝে ! অথচ রাজনীতিবিদেরা--?

১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

"ইতর প্রানী কুকুর"- একটি শিশুর অনুভূতিও বুঝে ! অপরদিকে দেখতে মানুষের মতো, নাম তাদের "রাজনীতিবিদ "কিন্ত তারা মানুষের অনুভূতি বুঝতে পারে না । বলুন তো , তাদেরকে কোন ধরনের প্রানী হিসেবে অভিহিত করা যায় ? এই অনুভূতিহীন মানুষগুলিই নাকি আবার আমাদের নেতা, মানে তাদেরকে অনুসরন করে দেশের সকল জনগোষ্ঠিকে চলতে হবে । জনগনকে তারা যখন যা ই বলবে, জনগনকে তখন তা ই করতে হবে । আমরা কিন্ত করছিও তাই । সেই অনুভূতিহীন নেতাদের কথায় চলছে সকল রাষ্ট্রযন্ত্র, চলছে পুলিশ,বিজিবি, রেব এবং চলছে সকল শ্রেনী-পেশার জ্ঞানী-গুনী আর বুদ্ধিমান মানুষগুলি । তাই তো আজ আমরা সকলেই অনুভূতিহীন এক আজব ধরনের প্রানীতে রুপান্তরিত হতে চলেছি । সুতরাং চোখের সামনে মানুষ পুড়ে শরীর থেকে রক্ত-মাংস আর চর্বি গলে গলে পড়বে, কিন্ত কোন প্রতিক্রিয়া হবে না আমাদের এই সব দেখে ,কারন -আমরা তো হলাম অনুভূতিহীন এক আজব প্রানী ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই চপেটাঘাত তাদের কিছূই হবেনা!!!!

কারণ তারা এমনই!!!!!!!

রিপ্লেসমেন্ট ছাড়া অন্য কোন পথ নেই !!!!

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৮

mrof বলেছেন: আপনি কি কুকুরজাতিকে রাজনৈতিক দলের সাথে তুলনা করে তাদের অপমানিত করলেন?
তারা তো এরচেয়ে অনেক নিচু স্থরের।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৬

মোঃ আনারুল ইসলাম বলেছেন: গণতন্ত্র আছে,গণতন্ত্র'র দেশ আছে, গণতন্ত্রনীতি নাই!

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

রিয়াদ হাকিম বলেছেন: বাচ্চাটি দেখি একদম ভয় পায়না...আর কুকুরটি ও মনে হচ্ছে বাচ্চাটি কে পিঠে নিয়ে ঘোড়া সেজেছে

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬

ভিটামিন সি বলেছেন: কিছু মনে করবেন না ভাই দুঃখের সাথে বলছি। আপনার উপমায় ভুল আছে। বাচ্চাটি নিস্পাপ। কিন্তু যেহেতু উপমায় ব্যবহার করেছেন সেহেতু বিষয়টা এমন হবে- বাচ্চাটি আমাদের আমাদের মহান/মহিয়সী/মহামতি রাজনীতিবিদ আর কুকুরটি হচ্ছি আমরা / সরকারী কর্মকর্তা/ কর্মচারীরা। রাজনীতিবিদরা আমাদের পিঠি চড়ে আমাদেরই দুই কান ধরে রক্তাক্ত দাঁত কেলিয়ে হাসি দিচ্ছে আর আমরা চোখ বোঝে দু্ হাত সামনে জোড় করে তাদের পায়ের কাছে শুয়ে আছি।
বাবু তোমাকে কিছু বলিনি। তোমার উজ্জল ভবিস্যত কামনা করি। ভালো থেকো্।

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮

ভিটামিন সি বলেছেন: ওই মিয়া, আপনার নাম আবার প্রভাত হয় কেমনে? আপনার নাম তো হওয়া উচিত দুপুর / বিকেল / সন্ধ্যা। নাম আপডেট করেন মিয়া। বড় বেডায় নাম রাখছে প্রভাত। দুঃখে কই যাই??

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫

ঢাকাবাসী বলেছেন: একটু ডিফার করতে হচ্ছে। রাজনীতিবিদ দুনিয়াতে আরো আছে তবে এত নীচু স্তরের, অর্থলোভী, স্বার্থপর, মহা দুর্নীতিবাজ, সংকীর্ণমনা, কাপুরুষ, জঘন্য জাতের রাজনীতিবিদ দুনিয়াতে আর নেই!

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৮

কামরুল ইসলাম রুবেল বলেছেন: বাচ্চাটার চেহারা একদম আমার ছেলেটার মত (আমার নিক ফটো), কার ছবি জানিনা কিন্তু দোয়া রইল।

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৪

বেলা শেষে বলেছেন: but i like to much The Picture of Baby & Dog- & i respect The Dog , because Doge is better then "me"!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.