![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Click This Link
Click This Link
যানজট সমস্যা- ঢাকা মহানগরীর একটি বিরাট সমস্যা । ঢাকা মহানগরীর যানজট নিরসনের জন্য, আমার কিছু চিন্তাভাবনা বিভিন্ন সময়ে, আমি বিভিন্ন ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি । ব্লগ থেকে আবার, আমার এই লেখাগুলি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হইয়াছে । পত্রিকা থেকে আবার 'চ্যানেল আই' কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হইয়াছে । "চ্যানেল আই" কর্তৃপক্ষ, 'দি ট্রাফিক সিগনাল' নামক, তাদের একটি সাপ্তাহিক অনুষ্ঠানের মাধ্যমে, আমার যানজট নিরসনের পরিকল্পনাটি জাতির সামনে তুলে ধরার প্রয়াস নেয় । তারই ধারাবাহিকতায় গত ৯ই ডিসেম্বর, রোজ শনিবার সন্ধ্যা ৬টা ২০মিনিটে "দি ট্রাফিক সিগনাল" এর ৪৭তম পর্বের মাধ্যমে সম্প্রচার করে । সকলের দেখার সুবিধার্থে, আমার অংশ গ্রহনের সেই পর্বের দুইটি ভিডিও ক্লিপের লিংকস, উক্ত পোষ্টে সংযুক্ত করা হইল । যানজট নিরসনের, আমার পরিকল্পনার উপর যোগাযোগ বিশেষজ্ঞ ড সালেউদ্দীন আহমেদ এর মতামত পাবেন, ২য় লিংকটিতে । ভিডিও ক্লিপ দুইটি দেখার জন্য সকলের প্রতি রইল সবিনয় অনুরোধ ।
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩০
provat বলেছেন: ভিডিও দুইটি সম্পূর্ন দেখলে, অবশ্যই আমাকে খুজে পাবেন । ধন্যবাদ শুভকামনার জন্য ।
২| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: উনার সাথে সাথে আমরাও সাধুবাদ এবং ধন্যবাদ জানালাম।
কনগ্রাচুলেশন।
কিন্তু দু:ক আমাদের শতকোটি টাকা ভ্যায়ের পরিকল্পনার কত মন্ত্রনালয় কত বিভাগ অনুবিভাগ...
ভেবে পাইনা তারা করেটা কি?????
তারা না পারলে জনগন তেকেতো উন্মুক্ত প্রস্তাব বা আইডিয়া আহবান করতে পারে--- যেখান থেকে সেরা গুলো বেছে নিয়ে বাস্তবায়ন করা যেতে পারে।
আবারো ধন্যবাদ আপনার অব্যহত প্রচেষ্টার জন্য।
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৫
provat বলেছেন: আপনার মতামত, আমাকে খুব উৎসাহ যোগায় । দোয়া করি, আপনি যাতে সব সময়, সবদিকে ভালো থাকেন ।
৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩
খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ লিঙকগুলো শেয়ার করার জন্য। বাসায় গিয়ে দেখবো।
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৩
provat বলেছেন: দেখার আগ্রহ প্রকাশ করার জন্য, আপনাকে ধন্যবাদ ।
৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৮
চেরু বলেছেন: সাধুবাদ এবং ধন্যবাদ জানালাম।
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৪
provat বলেছেন: আপনার প্রতি রইল আমার কৃতজ্ঞতা ।
৫| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:১২
জাহাঙ্গীর জান বলেছেন: আপনার পরিকল্পনা, যোগাযোগ মন্ত্রী অবশ্যই বিবেচনা নেওয়া উচিত । আগের অপরিকল্পীত যোগাযোগ ব্যবস্থা পুরো জাতিকে অনেক পিছিয়ে রেখেছে, আপনাকে ধন্যবাদ আপনি জাতিকে দেওয়ার চেষ্টা করছেন । ভাল থাকুন ।
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪১
provat বলেছেন: বাংলাদেশে ভালো কিছু করা, খুবই কঠিন । তারপরও চেষ্টা চালিয়ে যাবো । দোয়া করবেন, হতাশায় যেন- না পেয়ে বসে ।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৮
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
ইউটিউবের ভিডিওর সাথেতো আপনার চেহারা মিলছেনা। যাহোক, বহু পরিশ্রম করেছেন। শুভকামনা রইলো।