![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রাম,,, আমার ভালো লাগে
ভালো লাগে এর মিষ্টি বাতাস।
গ্রাম আমার ভালো লাগে,
ভালো লাগে মাটির গন্ধ,,
কিংবা পাখির ডাক।।।
গ্রাম,,, আমার মায়ের মতো
গ্রামের মাটি
পুকুরের পানি
গাছের ছায়া
এ সবকে অঙ্গে মেখে রাখতে ভালো লাগে।।।
গ্রাম,,, ভালোবাসি
ভালোবাসি এখানকার মানুষ
বা সবুজকে
ভালোবাসি সকালের ঘুম ভাঙ্গানো পাখিকে
রাতের ঝিঁঝিঁ পোকার ডাককে।।।
যদিও সব-সময় থাকি শহরের
ইট-পাথরের দালানকোঠা তে
চড়ি লোহালক্কড় এর যানবাহনে,,,
তবুও মন পড়ে থাকে
এই সবুজের মাঝে,,,
এই ভালোবাসার গ্রামে।।।
©somewhere in net ltd.