নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্বীন

জ্বীন › বিস্তারিত পোস্টঃ

নাস্তিকতা মানে কি ইসলাম বিরোধিতা ?

১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:১৭

নাস্তিকতা মানে কি ইসলাম বিরোধিতা ?



যারা নাস্তিক – এক হিসাবে দেখলে তারা হয়তো সত্যের সন্ধানে/খোজে গবেষনারত । একদিন হয়ত সত্যের সন্ধান পাবে ।



আমি যে নাস্তিকদের কথা বলছি- এই ব্লগে যা দেখি আর কি- নাস্তিকতা মানে ইসলাম বিরোধিতা ।



এরা শুধুমাত্র ইসলাম বিরোধিতায় লিপ্ত ।



আমি জানতে চাই ঃ-



(১)নাস্তিকতা মানে কি ইসলাম বিরোধিতা ?

(২) অন্য ধর্মের বিরোধিতা করে এদের কোনো লেখা আছে কিনা ?

(৩) এদের ‘Christian’, ‘Jews’- দের বিরোধিতা করে লেখার সাহস আছে কিনা ?

(৪) আমি আসলে জানতে চাই এরকম একচোখা লেখার কারন কি ?

(৫) বেশ কিছুদিন আগে ইসরাইলের এক গর্বিত বন্ধু শিরনামে একটি লেখা পড়েছিলাম এরকম কিছু নাকি ?

(৬) নাকি অন্য কিছু ?





মন্তব্য ৪৪ টি রেটিং +১১/-৮

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:২১

আইলা বলেছেন: (২) এর উত্তর ব্লগার লালসাগরের ব্লগ দেখেন।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৩৪

জ্বীন বলেছেন: ধন্যবাদ ।
link দেন

২| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:২৫

সামছুল আরেফিন বলেছেন: ইসলামের বিরোধিতাই বেশী, এর কারণ,
১. ইসলামের অগ্রসরমানতা
২. ইসলামের সাথে যুক্তিতে পেরে উঠছেনা
৩. শয়তানের তো অন্য ধর্মের বিরোধিতার দরকার নাই, কারণ সে ভালমতই জানে কোনটা সঠিক

১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৩৫

জ্বীন বলেছেন: ধন্যবাদ

৩| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৩৫

সত্যান্বেষী বলেছেন: সব ধর্মই নির্বোধদের আফিম।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৩৯

জ্বীন বলেছেন: আমি আসলে জানতে চাচ্ছি নাস্তিকতা মানে কি ইসলাম বিরোধিতা ?
এই ব্লগে যা দেখি আর কি- নাস্তিকতা মানে ইসলাম বিরোধিতা ।


৪| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৩৬

ইসটুপিড বলেছেন: কিছু কিছু পোস্ট দেখলে মাঝে মাঝে মনে হয় সব দোষ আসলে আল্লাহপাকের....এজন্য বলা হয়েছিল কোরানে, যাদের জন্য নেই তাদের যতই মাজেজা দেখানো হোক, তারা ইসলামের বিরুদ্ধেই রয়ে যাবে.....১৪০০ বছর পর তার জলজ্যান্ত প্রমান পাচ্ছি এই ব্লগের কয়েকজনের খিস্তি খেউর দেখে, ভালমত পড়াশুনা পর্যন্ত করেনি, শুধুই স্মার্টনেসের জন্য নাস্তিকতা, আর ইসলাম বিদ্বেষ। অবশ্য ব্যাতিক্রমও আছে যেমন, নাস্তিকের ধর্মকথা ব্লগার, উনি আর যাই হোক, যুক্তি দেখানোর চেষ্টা করেন, বাকিরা গালি ছাড়া কিছুই পারেনা, হা হা হা :)

১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:১০

জ্বীন বলেছেন: ধন্যবাদ

৫| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৩৬

জুল ভার্ন বলেছেন: আমি ব্যাক্তিগত ভাবে অনেক নাস্তিকের সাথে পরিচিত হয়েছি। সত্যিকথা বলতে কি-বেশীর ভাগ নাস্তিকেরা অনেক সাদাসিধা অনাড়ম্বর জীবন যাপনে অভ্যস্ত। অনেক পড়াশুনা করেন। উদার মনের তথা বড় মনের মানুষ।

দুইজনের নাম স্বসম্মানে প্রকাশ করছি-একজন ডঃ আহমেদ শরীফ এবং অন্যজন কমরেড মোহাম্মদ ফরহাদ। আমি ওনাদের মত ভালো মানুষ খুব কম দেখেছি। কমরেড ফরহাদ এক সময় আমাদের বাসায়(এখন যেখানে আমার অফিস) ভাড়া থাকতেন। ওনাদের সাথে অনেক কথা বলার এবং মেলামেশার সুযোগ আমি পেয়েছিলাম। ওনাদের সাথে কথা বলে অনেক কিছু জেনেছি, বুঝেছি-কিন্তু কখনো কারো ধর্মের বিরুদ্ধে ওনাদের কোন আক্রশ দেখিনি। কারো ব্যাক্তিগত মতাদর্শের উপড় কখনো চড়াও হতে দেখিনি। সত্যিকথা বলতে কি-ওনাদের জ্ঞানের কোন সীমাবদ্ধতাছিলনা। আমি সব সময় ওনাদের মিস করি।

কিন্তু এই ব্লগে যেসব নাস্তিকের বিচরণ-তাদের বেশীর ভাগই অত্যন্ত নোংড়া এবং নীচু মনের মানুষ। তারা মনে করে নাস্তিকতা মানেই শুধু মাত্র "ইসলাম ধর্মের বিরোধীতা"!

১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪২

জ্বীন বলেছেন: ভাইয়া ধন্যবাদ ।

আপনার উল্লেখিত নাস্তিকরা আসলেই উদার মনের তথা বড় মনের মানুষ।

আপনি বলেছেনঃ 'কিন্তু এই ব্লগে যেসব নাস্তিকের বিচরণ-তাদের বেশীর ভাগই অত্যন্ত নোংড়া এবং নীচু মনের মানুষ। তারা মনে করে নাস্তিকতা মানেই শুধু মাত্র "ইসলাম ধর্মের বিরোধীতা"!'।

আমি এদের কথাই বলছি

৬| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৩৬

তামীম বলছি বলেছেন: বাংলাদেশের বেশীরভাগ নাস্তিকই কুপমুন্ডক। তারা ইসলাম ছাড়া আর কিছুই দেখেনা বিরোধিতা করার জন্য।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫২

জ্বীন বলেছেন: না জানা অন্য ব্যপার ।
পরিকল্পিতভাবে ইসলাম ধর্মের বিরোধীতা করার কারণ কি ?

৭| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪৩

রেহনুবানিজাম ইভা বলেছেন: এরা ইসলামের বিরোধীতা করতে পারলেই নিজেদের নাস্তিক মনে করে।

খোঁজ নিয়ে দেখেন এরা কেউ আল কুরআন আজঅব্ধি অধ্যয়ন করেনি।
শুধুই আন্দাজের ওপর কথা বলে।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫৪

জ্বীন বলেছেন: হতে পারে ।
এদের আসল উদ্দেশ্য কি ? জানা দরকার ।
এদের আসল চেহারা সবার দেখা দরকার ।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫৩

অরণ্য আশরাফ বলেছেন:

ফালতু পোষ্ট দিয়ে সকলকে বিভ্রান্ত করার এই অপচেষ্টা বন্ধ করুন।

একই ব্যাপারে আগেও লেখা হয়েছে। আপনি দেখে থাকলে পুনরায় লেখার প্রয়োজন ছিলনা।

সকল ধর্মের বিরুদ্ধে বললে ইসলামের উপকার কি হয় শুনি । আপনার মতো এসলামীরা ব্লগে আছেন যারা এসব নিয়ে নিজেদের মহত্ব প্রকাশে ব্যস্ত থাকেন। আবার ফতোয়া দেন। কুমিল্লায় দোররা মারেন। হুমায়ুন আজাদকে ছুরি মারেন। তসলিমাকে দেশান্তুরি করেন। ইত্যাদি ইত্যাদি.................

আমাদের দেশরে প্রেক্ষাপটে অন্য ধর্মালম্বীরা প্রতিনিয়ত এসব নোংরামি ছড়াচ্ছে না। আপনার চোখ থাকলে দেখতে পেতেন কলকাতার নাস্তিকরা আপনার এসলাম নিয়ে কথা বলেনা। তারা তাদের দেশের প্রভাবশালী ধর্মের বিরুদ্ধেই কথা বলে।

বার্টান্ড রাসেল কোন ধর্ম নিয়ে কথা বলেছিলেন জানে কি?











১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১০

জ্বীন বলেছেন: ধন্যবাদ ।

সকল ধর্মের বিরুদ্ধে না বলেন । আমি তা চাইও না ।

নাস্তিকতা মানেই শুধুমাত্র "ইসলাম ধর্মের বিরোধীতা" ?
এই প্রশ্নের উত্তর চাই ।

নোংরামি ছড়াচ্ছে কারা ? শুধু ইসলাম ধর্মের বিরোধীতা একরকম
নোংরামি কি বলেন ?

যারা ইসলামের অপব্যাখ্যা করে তারাও ইসলামের শত্রু ।


যারা জেনেশুনে এসব করে তারা সবাই নোংরামি করছে । এরমধ্যে একচোখা ইসলাম ধর্মের বিরোধীতাকারী নাস্তিকরা যেমন আছে তেমনি যারা ইসলামের অপব্যাখ্যা করে সেইসব ধর্ম ব্যবসায়ীরাও আছে ।


৯| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫৮

ক্লান্ত দুচোখ বলেছেন: এইটা (আস্তিকতা ও নাস্তিকতার মেরুকরণ - দুরের পাখি) পড়েন। আশা করি আপনার ধারনা আরো পরিষ্কার হবে...




নাস্তিক মানে ইসলামের বিরোধিতা নয়, সব নাস্তিকরাই ফিলোসফী(দর্শন) তত্ত্বে বিশ্বাসী।

এই ব্লগে অন্য কোন ধর্মকে কেন বিরোধিতা করা হয় না?
কারন, এই ব্লগে ইসলাম ছাড়া আর কোন ধর্ম নিয়ে মাইকিং করা হয় না, একটা পোষ্ট ও কি দেখাইতে পারবেন যেখানে বলা হয়েছে, বাইবেলের অলৌকিকত্ব কোনদিনই শেষ হবে না এবং পুরোটা জুড়ে থাকবে সব গাঁজাখুড়ি কথাবার্তা ???

১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:০৮

জ্বীন বলেছেন: "নাস্তিক মানে ইসলামের বিরোধিতা নয়, সব নাস্তিকরাই ফিলোসফী(দর্শন) তত্ত্বে বিশ্বাস"- এরকম হলে ভাল হতো ।
নাস্তিকতা মানেই শুধুমাত্র "ইসলাম ধর্মের বিরোধীতা" ?
আস্তিক, নাস্তিক সবার মতামতের প্রতি আমার শ্রদ্ধা আ্ছে -অশালিন, একচোখা না হলে ।

১০| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:০১

সত্যান্বেষী বলেছেন: "নাস্তিকতা মানে কি ইসলাম বিরোধিতা?" এই প্রশ্নের উত্তর বহুবার এই ব্লগে দেয়া হয়েছে। এর উত্তর পাওয়ার জন্য কেবল কমনসেন্সই যথেস্ট।

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠের ধর্ম ইসলাম হওয়ার দরুন এখানে লেখেন এমন নাস্তিকদের অধিকাংশই মুসলিম পরিবার থেকে আগত। তাই তারা বাইবেল, বেদ, তোরা, গ্রন্থসাহেবের চেয়ে কোরান-হাদিসের সান্নিধ্যে (পরিবার, সমাজ, ওয়াজ, পাঠ্যবই ইত্যাদি) এসেছে বেশী। আর তাই তাদের মনে প্রশ্ন জেগেছে কোরান-হাদিস নিয়ে বেশী। এসবের প্রশ্নের উত্তর খুজেছে বিভিন্নভাবে। খুজতে গিয়ে যা যা পেয়েছে তাই তারা ব্লগে লিখছে। আবার আমেরিকার নাস্তিকটি কিন্তু যিশু খৃষ্ট আর তার কথিত পিতাকেই তুলাধুনা করছেন, মোহাম্মদ বা আল্লাকে নয়। কারন তারা একটি খৃষ্টান পরিবেশের ভিতর দিয়ে বেড়ে উঠেছেন। আবার ব্লগে যারা হিন্দু ধর্ম থেকে নাস্তিক হয়েছেন তারা কিন্তু হিন্দু ধর্ম নিয়ে পোস্ট দিচ্ছেন। এটিই কি স্বাভাবিক নয়?

আরেকটি ব্যপার হলো সকল নাস্তিকই সাধারন অর্থে যে কোন ব্যক্তি ঈশ্বরের অস্তিত্ত্বকে অস্বিকার করেন। তাই তারা মূলগতভাবেই সকল ঈশ্বরময় ধর্মের বিরুদ্ধে।

পরিশেষে একটি প্রশ্ন করে বিদায় জানাই। অন্যান্য সব ধর্ম যদি মিথ্যা প্রমানিত হয় তাহলে কি ইসলাম অটোম্যাটিক্যালি সত্য প্রমান হয়ে যাবে? আর তাই যদি না হয় তাহলে ইসলামের অসাড়তা প্রমাণের জন্য অন্যান্য ধর্মের ভুলত্রুটি আলোচনা কতখানি জরুরী?

১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:০২

জ্বীন বলেছেন: আপনারা ইসলামের অপব্যাখ্যাকারী সেইসব ধর্ম ব্যবসায়ী আর ইসলাম ধর্মকে এক করে ফেলছেন কেন ?
গবেষনা করুন,পড়ুন, জানুন ।
পরিকল্পিতভাবে ইসলাম ধর্মের বিরোধীতা করার কারণ কি ?
অন্যান্য সব ধর্ম যদি মিথ্যা প্রমানিত করা আমার উদ্দেশ্য না ।
আস্তিক, নাস্তিক সবার মতামতের প্রতি আমার শ্রদ্ধা আ্ছে -অশালিন, একচোখা না হলে ।

ইসলাম ধর্মের বিরোধীতা কতখানি জরুরী?
নাস্তিক হলে সব কিছুই আলোচনা করুন ।

১১| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:০৩

অরণ্য আশরাফ বলেছেন: রেহনুবানিজাম ইভা বলেছেন: এরা ইসলামের বিরোধীতা করতে পারলেই নিজেদের নাস্তিক মনে করে।
খোঁজ নিয়ে দেখেন এরা কেউ আল কুরআন আজঅব্ধি অধ্যয়ন করেনি।
শুধুই আন্দাজের ওপর কথা বলে।




আপনার হয়তো জানা নাই যে আস্তিক হওয়ার জন্য কোন জ্ঞানের দরকার নেই। একজন হাবাগোবা, ছাগল গরু সাবাই আস্তিক হতে পারে। কিন্তু নাস্তিক কারা হয় জেনে নেবেন।
আপনি এপর্যন্ত ধর্ম বিষয়ে কি পড়েছেন একটু জানাবেন। শুধো যদি কোরআন পড়েই থাকেন তাহলে কয়েক জন তাফসিরকারকের নাম জানবেন। আপনি নিজেই যদি তাফসির করে থাকনে তবে আপনার তফসিরুল কোরআন এর নাম কি দিয়েছেন জানাবেন।

রেহনুবানিজাম ইভা আশাকরছি আপনার সাথে আবার মত বিনিময় হবে।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৮

জ্বীন বলেছেন: আপনি বলেছেন ' আস্তিক হওয়ার জন্য কোন জ্ঞানের দরকার নেই। একজন হাবাগোবা, ছাগল গরু সাবাই আস্তিক হতে পারে। কিন্তু নাস্তিক কারা হয় জেনে নেবেন।'

এই আপনার জ্ঞানের বহর ?


যারা ইসলামের অপব্যাখ্যা করে সেইসব ধর্ম ব্যবসায়ীরা এবং একচোখা ইসলাম ধর্মের বিরোধীতাকারী নাস্তিকরা একই রকম অপরাধী ।

১২| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২৩

অন্তীম বলেছেন: এরা আসলে নাস্তিক না ওদের একটা নিজস্ব ধর্ম আছে সেটা লুকিয়ে রেখে ব্লগে এসে নাস্তিক সাজেন... এই ব্লগে নাস্তিকতার নামে ইসলাম বিরোধিতা করেন।

ভাল করে খোজ নিলে দেখা যাবে তাদের বাবা ওমুক খন্দকার আর মা তমুক বালা সুতরাং খচ্চর দিয়ে আর যাই হোক রেস জেতার আশা করা, বোকামী তারা পানি ঘোলা করেই পান করবে।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৫

জ্বীন বলেছেন: এরা ঘৃণার যোগ্য ।

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৭

পদ্মাচরের লাঠিয়াল বলেছেন:
@অরণ্য আশরাফ+সত্যান্বেষী+ক্লান্ত দুচোখ-
এইসব গোড়াদের সাথে কথা বইলা কোনো লাভ নাই। যতই বুঝান তালগাছ আগে থেকেই নিয়া বারবার ত্যানা পেঁচাইবো-
নাস্তিকতা মানেই শুধুমাত্র "ইসলাম ধর্মের বিরোধীতা"
নাস্তিকতা মানেই শুধুমাত্র "ইসলাম ধর্মের বিরোধীতা"
নাস্তিকতা মানেই শুধুমাত্র "ইসলাম ধর্মের বিরোধীতা"
নাস্তিকতা মানেই শুধুমাত্র "ইসলাম ধর্মের বিরোধীতা"
নাস্তিকতা মানেই শুধুমাত্র "ইসলাম ধর্মের বিরোধীতা"
নাস্তিকতা মানেই শুধুমাত্র "ইসলাম ধর্মের বিরোধীতা"
নাস্তিকতা মানেই শুধুমাত্র "ইসলাম ধর্মের বিরোধীতা"
নাস্তিকতা মানেই শুধুমাত্র "ইসলাম ধর্মের বিরোধীতা"
নাস্তিকতা মানেই শুধুমাত্র "ইসলাম ধর্মের বিরোধীতা"
নাস্তিকতা মানেই শুধুমাত্র "ইসলাম ধর্মের বিরোধীতা"
...............................................................ইনফিনিটি

১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪০

জ্বীন বলেছেন: যুক্তি দিয়ে জবাব দিন

১৪| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫

শয়তান বলেছেন: মুক্ত/ নাস্তিক/ সংশয়ী/ ধর্মদ্রোহী'দের যুদ্ধটা ... আসলে কাদের বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে ?

১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৩

জ্বীন বলেছেন: কমেন্ট ৮ -এর জবাব দেখুন ।
যারা জেনেশুনে এসব করে তারা সবাই নোংরামি করছে । এরমধ্যে একচোখা ইসলাম ধর্মের বিরোধীতাকারী নাস্তিকরা যেমন আছে তেমনি যারা ইসলামের অপব্যাখ্যা করে সেইসব ধর্ম ব্যবসায়ীরাও আছে ।

১৫| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০০

প্রচ্ছদ বলেছেন: ইবা আফা, বেগানা পুরুষগো সামনে আফনে বেফর্দা আইছেন কেন?
..............................................................................................

@লেখক: সত্যান্বেষীর ১০নং কমেন্টে উত্তর চলে এসেছে। আশাকরি বুঝতে পেরছেন।

নাস্তিকগো কাছে সব ধর্মই সমান। সব ধর্মই আফিম। সেটা হিন্দু হোক মুসলিম হোক কিম্বা অন্যান্য ধর্ম। নাস্তিকগো আসল চেহারা হইছে
কোন নাস্তিক মসজিদ ভাঙ্গে না, কোন নাস্তিক মন্দির ভাঙ্গে না ...


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
আর এক্টা হিসাব দেনতো রাজাকার আলবদরগুলা আস্তিক না নাস্তিক? আবার শুনলাম এই আলবদরগো এক নেতা নাকি মুসলিম জাহানের প্রভাবশালী নেতাগো একজন।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩৯

জ্বীন বলেছেন: রাজাকার আলবদরগুলা আস্তিক না নাস্তিক তা আমার এই আলোচনার বিষয় না ।

রাজাকার আলবদর সম্পর্কে এটা পড়তে পারেন
Click This Link

১৬| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৫

পদ্মাচরের লাঠিয়াল বলেছেন: " style="border:0;" />

১৭| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৭

পদ্মাচরের লাঠিয়াল বলেছেন: আপনার সন্তান নাস্তিক হলে তা মেনে নেবেন কি? (একটি জরিপ পোস্ট)

১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:০৪

জ্বীন বলেছেন: এই link কাজ করে না ।

১৮| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১৫

ক্লান্ত দুচোখ বলেছেন: লিঙ্কের মাঝে থকে http// টা মুছে ট্রাই করুন...

১৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:১৪

জ্বীন বলেছেন: দেখা যাক ।
ফলাফল প্রকাশের অপেক্ষায় থাকলাম ।

১৯| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৮

ধীবর বলেছেন: অন্তর্জালে বাংলায় নাস্তিকতা প্রচারে যে সাইটটি খুব কুখ্যাত, সেখানকার সম্পাদক সাহেব একজন মুসলমান না হয়েও মুসলমান নিক ধারণ করে অজস্র বাজে কথা লিখতেন। ইরাক আক্রমনের পর ঐ সাইটটিতে চরম ক্রিস্টান সাম্প্রদায়িক মিথ্যাবাদি বুশকে সমর্থন করেও অনেক লেখা প্রকাশিত হয়েছিল। সেখানে যে সব লেখক আছেন, তাদের বেশিরভাগই একটি বিশেষ ধর্মের মানুষ। আর বিচ্ছিন্ন ঘটনাকে বড় করে দেখিয়ে তাদের কাজ হলো বাংলাদেশের মানুষকে ইসলামিক জঙ্গি হিসেবে প্রমান করা। মুখে চেতনার কথা বললেও, প্রতিবেশি দেশের সব আগ্রাসি পদক্ষেপের বিরুদ্ধে এরা মুখে কুলুপ এটে থাকে।

শুধু বাংলায় কেন, ইংরেজিতেও ওরা নাস্তিকতার নামে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায়। মজার ব্যাপার হলো, পরিচয় খুজতে গেলে দেখা যায়, এরা স্বীয় ধর্মটি বেশ ঘটা করেই পালন করে থাকে।

ব্লগে যে সব ঘৃণাবাদি আছে, তাদের বেশিরভাগই মিথ্যুক এবং প্রতারক শ্রেণীর। একবার এই রকম একটি প্রতারক বোখারি হাদিস বলে কুখ্যাত ইসলাম বিদ্বেষি ইবনে ওয়ারাকের হাদিস রেফারেন্স হিসেবে দিয়েছিল। সেটি ধরিয়ে দেয়াতে, আমার যে কোন পোস্টেই ব্যাটা চোরের মত চুপি চুপি মাইনাস দিয়ে যায়।

অরণ্য আশরাফ সাহেব, নামের সাথে কিঞ্চিত কাব্য যোগ করলেই কেউ কেউকেটা হয়ে যায় না। কথায় আছে খালি কলসি বাজে বেশি। তাই নিজেকে বিদ্যান প্রমান করতে আস্তিকদের চতুস্পদি জন্তর সাথে তুলনা করেছেন। আর কোথাকার কোন হুমায়ুন আযাদকে এত্ত মহান বানানোর কিছু নেই। কারণ ও ছিল ঘৃণাবাদি। নইলে কৌশলে কেন ধর্ম পালন করা সবাইকে সে রাজাকার বানিয়ে ছাড়বে? কেনই বা পবিত্র কোরান নাযিলের রাত্রির নামটি সে একটা বারবনিত গোছের নারী চরিত্রে যোগ করবে। হু আজাদ যে নাস্তিক নয়, বরং একটি বিশেষ ধর্মের প্রতি অনুরক্ত, সেটা তার বই পড়লেই বোঝা যায়। জ্ঞানের এর অল্প পরিধি, সাথে মনে শুধু ইসলামের বিরুদ্ধে চরম ঘৃণা পোষন করে আর যাই হোক, মানুষ হওয়া যায় না।

১৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:১১

জ্বীন বলেছেন: এইসব বর্নচোরাদের কথাই আমি বলতে চাই ।
যাদের বেশীর ভাগই মিথ্যুক এবং প্রতারক শ্রেণীর ।

২০| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:০৩

পদ্মাচরের লাঠিয়াল বলেছেন: আপনার সন্তান নাস্তিক হলে তা মেনে নেবেন কি? (একটি জরিপ পোস্ট)

২১| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:০৭

জ্বীন বলেছেন: দেখা যাক ।
ফলাফল প্রকাশের অপেক্ষায় থাকলাম ।

২২| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:২১

আমি রোদের ছেলে বলেছেন:
পোস্ট হিটও হৈছে, প্রশ্নের জবাবও পাইছেন... এবার খুশিতো? পোষ্ট মুছাইলান। এ বাল আর ঝুলাইয়া রাখনের দরকার নাই।

নাস্তিকতো আর মায়ের পেট থেকেই নাস্তিক হইয়া জন্মায় না। কোন না কোন ধর্মের গায়ে হাত মুছে বেরিয়ে আসে। যে যে ধর্ম থেকে বেরিয়ে আসে, সে ওই ধর্ম নিয়েই বেশি লিখবে। এটাই স্বাভাবিক।

@ ইভাপা... আপনার খোমাখানা বড়োই সোন্দর্য... ঢাইকা না রাখা কইলাম কবিরা গুনাহ। আমাগো নজর খারাপ করার কোন হকই আপনার নাই। আমার আগুনেতো আর আপনি ঝলবেন না। সতর ঢাইকা আসার অনুরোধ করছি।

১৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:২০

জ্বীন বলেছেন: পোস্ট হিটের জন্য আমি লিখি না ।
নাস্তিকতো আর মায়ের পেট থেকেই নাস্তিক হইয়া জন্মায় না। এটা সত্য । তবে অল্প বিদ্যা ভয়ঙ্করী । আর জেনে বা Intentionally

বিদ্বেষ ছড়ানো ঠিক না । সবারই মত প্রকাশের অধিকার আছে , শালিনতা বজায় রেখে ।

@ প্রচ্ছদ , বলেছেন "নাস্তিক মানে ইসলামের বিরোধিতা নয়, সব নাস্তিকরাই ফিলোসফী(দর্শন) তত্ত্বে বিশ্বাসী। "এরকম হলে ভাল হত ।

আস্তিক, নাস্তিক সবার মতামতের প্রতি আমার শ্রদ্ধা আ্ছে -অশালিন, একচোখা না হলে ।

যারা ইসলামের অপব্যাখ্যা করে সেইসব ধর্ম ব্যবসায়ীরা এবং একচোখা ইসলাম ধর্মের বিরোধীতাকারী নাস্তিকরা একই রকম অপরাধী ।

কমেন্ট ৫ এবং জবাব দেখুন । একচোখা না হলে নাস্তিকরা আসলেই বড় মনের তথা উদার মনের মানুষ। এরকম এই ব্লগে কমই পাওয়া যায় ।আমি এটাই বলতে চেয়েছি ।


২৩| ১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১২

অরণ্য আশরাফ বলেছেন:
লেখক বলেছেন: আপনি বলেছেন ' আস্তিক হওয়ার জন্য কোন জ্ঞানের দরকার নেই। একজন হাবাগোবা, ছাগল গরু সাবাই আস্তিক হতে পারে। কিন্তু নাস্তিক কারা হয় জেনে নেবেন।'


যিনি নাস্তিক তিনি নিশ্চয় জানেন কারা নাস্তিক হয় আর কারা আস্তিক থাকে। নিশ্চয় আপিনি আমার কথায় একমত।
এই আপনার জ্ঞানের বহর ?
এবার আপনার জ্ঞানের বহর দেখান? আপনি নাস্তিক সম্পর্কে কি জানেন?

২৪| ২০ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৪৪

জ্বীন বলেছেন: @জুল ভার্ন , কমেন্ট-৫ দেখুন । আমি এরকমই ভাবতে চাই । যারা সত্যের সন্ধানে ব্যস্ত রয়েছে ।

যারা ইসলামের অপব্যাখ্যা করে সেইসব ধর্ম ব্যবসায়ীরা এবং একচোখা ইসলাম ধর্মের বিরোধীতাকারী নাস্তিকরা একই রকম অপরাধী ।

ডঃ আহমেদ শরীফ এবং কমরেড মোহাম্মদ ফরহাদ না হোক, "নাস্তিকরা ফিলোসফী(দর্শন) তত্ত্বে বিশ্বাসী " এরকমই ভাবি।

একচোখা না হলে নাস্তিকরা আসলেই বড় মনের তথা উদার মনের মানুষ। এরকম এই ব্লগে কমই পাওয়া যায় । এটাই সমস্যা ।

২৫| ২৪ শে মে, ২০১২ দুপুর ২:৪৭

তোফায়েল তালহা বলেছেন: দাদা, ধার্মিকের মাঝে যেমন মৌলবাদী আছে তেমনি আছে নাস্তিকদের মাঝেও। আর ইসলামের বিরোধিতা আপনি দেখছেন কারণ ইসলাম প্রধান রাষ্ট্রে আছেন তাই। যে দেশের যে ধর্ম শক্ত সেই ধর্মের লোকেদের বিশ্বাস ভাঙ্গাটাই তখন বড় কথা। মুসলিমের সামনে যদি একজন খ্রিস্টানের সমালোচনা করা হয় তখন কী বা লাভ বলেন ? ইন্ডিয়াতে হিন্দুদের বিরুদ্ধে লেখা হয়, পশ্চিমা দেশগুলোতে লেখা হয় খ্রিস্টান, জিউসদের বিরুদ্ধে। যেখানে যেটা কাজের !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.