![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাস আমাকে
শিরোনামহীন
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া
কেউ কথা রাখেনি, তাই আমিও কথা রাখিনি
তবুও কথাগুলো ঘুরে ফিরে আমার দিকেই আসে।
কথাগুলো জানতে চায়, কি কথা ছিল তার সাথে,
তাহার সাথে?
কি কথা ছিল, যার সঙ্গে ছিল সেই শুধু জানে।
সে এখন অন্যঘরে অবিরত কথা বলে কথা দেয়
কথা রাখে না।
আমরা সবাই কথা না রাখার দলে।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৬
আরণ্যক রাখাল বলেছেন: আমরা সবাই কথা না রাখার দলে.... ভাল লাগা