নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া\nআমি ভালোবাসি মানুষকে। তুমি ভালোবাসো আমাকে।

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাস আমাকে

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

কেনারাম বেচারাম

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৮

কেনারাম বেচারাম
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

আমি কেনারাম। কারণ আমি কিনি, আপনি কেনেন আপনিও কেনারাম। ওরা কেনে ওরাও কেনারাম। আবার অন্যরা বেচে তাই ওরা বেচারাম। এই কেনারাম আর বেচারামদের নিয়ে চলছে বাণিজ্য, জীবন, দেশ, পৃথিবী, ভালোবাসা মন্দবাসা, টেলিভিশন, সিনেমা, পড়াশোনা, প্রেম ভালোবাসা, রাজনীতি মায় অর্থনীতি। মনে হয় পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে এই কেনারাম বেচারামের পাল্লায় পড়ে। সকালে উঠেই আমাকে কিনতে হয়, বিকালে কিনতে হয়, সন্ধ্যায় কিনতে হয়। আবার কাউকে বেচতে হয় সকাল দুপুর সন্ধ্যা। সে বেচচে আমি কিনছি, আমি কিনছি সে বেচছে। এইভাবে কেনারাম আর বেচারামের দিন যাচ্ছে মাস যাচ্ছে বছর যাচ্ছে। চুল পাকছে, মরার বয়স হচ্ছে। এই কেনাবেচার মধ্যেই শিশু তরুণ হচ্ছে, যুবক হচ্ছে, বয়োপ্রাপ্ত হচ্ছে, বালবৃদ্ধ হচ্ছে, আবার স্বর্গবাসীও হচ্ছে। কেনারাম কিনছে বেচারাম বেচছে এভাবে পৃথিবীট ঘুরপাক খাচ্ছে। তো একটা কথা কি জানেন, তারা কিন্তু কিছু কিছু জিনিস এখনও বেচার আওতায় আনতে পারেননি। অনেক চেষ্টা করছে বেচারামরা বেচে দিতে। কিন্তু পারছে না এই মুহুর্তে। পরে হয়তো পারতেও পারে। তারা ভালোবাসা বেচে দিচ্ছে, বন্ধুত্ব বেচে দিচ্ছে, চোখের পানি, মায়ের ভালোবাসা, প্রেমিকের উষ্ণতা বেচে দিচ্ছে। কবিতা বেচে দিচ্ছে, আদব কায়দা, নিয়ম কানুন, দেশপ্রেম সব বেচে দিচ্ছে এক শ্রেণীর বেচারামরা। ওরা তোমার বর্তমান, অতীত, ভবিষ্যৎ সব বেচে দিচ্ছে তুমি হয়তো টের পাচ্ছো না। ওরা জাল ফেলেছে এই পৃথিবীজোড়া তাদের জাল, সেই জাল থেকে বেরুনো আমাদের কারোই কোন সাধ্য নেই। তুমি কোন না কোন জালে আটকানো। এখানে আছে ভালোবাসার জাল, বন্ধুত্বের জাল, প্রেমের জাল, বড়হওয়ার জাল, নেতৃত্বের জাল, বলবান হওয়ার জাল, নেতা হওয়ার জাল, কর্তৃত্বের জাল, মায়ার জাল, মমতার জাল, দোস্ত দুশমনের জাল আরও কত কত জাল যে ছড়ানো ছিটানো আছে তোমার আশেপাশে তুমি হয়তো সেটা টেরও পাচ্ছো না। তোমাকে কেনারাম বানিয়ে ফেলাই হলো ওদের কাজ। ওরা যদি পারতো তোমার স্বপ্ন, তোমার চিন্তাকেও বেচে দিতি। সূর্যকে নতুন মোড়কে জড়িয়ে ব্র্যান্ড বানিয়ে একটু একটু করে আলো বেচতো, অক্সিজেন বেচতো, হাওয়া বেচতো। যত টাকা তত আলো, যত টাকা তত অক্সিজেন, যতক্ষণ টাকা আছে ততক্ষণ তুমি বেঁচে থাকতে পারবে। এইভাবে বেচারামরা পুরো পৃথিবীটাকেই আস্তে আস্তে ওদের করে ফেলছে। আর আমরা কেনারামরা শুধুই কিনে যাচ্ছি কিনে যাচ্ছি। মৃত্যুর পর খাটিয়া, সাদাথান, মোমবাতি, ধুপ থেকে শুরু করে কবরের একখন্ড মাটি তাও কিনতে হচ্ছে আমাদের, কারণ আমরা কেনারাম। আর ওরা সব বেচচে তাই বেচারাম। যারা কেনারাম এরা দিনের পর দিন গরিব থেকে গরিবের দিকে যাচ্ছে, আর বেচারামরা অর্থ বিত্ত ক্ষমতায় বড় থেকে আরো বড়, বহু বড় হচ্ছে। এভাবেই হয়তো পৃথিবীতে একদিন কোনদিন জানিনা, অসাম্যের একটা বিশাল পাহাড় জন্ম নেবে। তার থেকে জন্ম নেবে জটিলতা। আবার পৃথিবী ধ্বংসের কিনারায় যাবে, আবার নতুন কোন পৃথিবী সৃষ্টি হবে। কিন্তু কেনারাম বেচারামরা সবসময় থাকবে আমার মনে হয়। আপনি কি বলেন??????????

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.