নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া\nআমি ভালোবাসি মানুষকে। তুমি ভালোবাসো আমাকে।

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাস আমাকে

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

আবার এলো যে বইমেলা......

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০২

আবার এলো যে বইমেলা.......
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

বইমেলা নামটা এত মধুর লাগে, বিশেষ করে বইপ্রেমীদের, বই পড়ুয়া এবং বই পাগলদের জন্য। আর লেখক, কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, প্রকাশকরা তো এই একটি মেলার জন্য অপেক্ষা করেন পুরোটা বছর। কবে আসবে ফেব্রুয়ারি মাস, কবে হবে বইমেলা, কবে যাবো ধুলোওড়া মাঠে একটু বাতাসা খাবো একটু বাদাম পড়বো প্রিয় লেখকের প্রিয় বইটি। প্রেমিকার হাত ধরে পায়ে পায়ে এগিয়ে চলা স্টল থেকে স্টলে, প্রচ্ছদে প্রচ্ছদে মুগ্ধতা, প্রচ্ছদে প্রচ্ছদে রঙের বাহারি নৃত্য, কতো বই, কতো রঙের ঢঙের প্রচ্ছদ হতে পারে তা দেখার জন্যও একবার যেতে মন চায় বইমেলায়। বইকেনাই কি সব? বই দেখা, বই স্পর্শ করে ছাপা খানার গন্ধ নেয়া, টাটকা টাটকা বইয়ের আহা কি সুন্দর সুগন্ধ, যেন শীতের দিনের চিতই পিঠার স্বাদ। একটি বই, এর পেছনে কত মানুষের শ্রম ঘাম দর্শন, ভালোলাগা মন্দলাগা আহা পুরো যেন একটা নতুন ভুবন সৃষ্টি করার মতো ব্যাপার। লেখক লিখলো, প্রকাশক পাণ্ডুলিপি পেল, কম্পিউটার কম্পোজ হলো বইয়ের। তারপুর প্রুফ দেখা, ফাইনাল প্রুফ দেখে ট্রেসিং এর পর ছাপা খানায়। প্রচ্ছদ শিল্পী প্রচ্ছদ করে দিল, তা কম্পিউটার থেকে প্রেসে চলে গেল। হয়ে গেল কাভার আর বই। এবার দুটো কে মেলানোর পালা। তারপর আছে বাইন্ডিং এর কাজ। সুন্দর সুচারুভাবে কাভার, পুরো বইয়ের বাইন্ডিং তারপর সদ্যজাত শিশুর মতো একটি সদ্যজাত বই যখন লেখকের হাতের কাছে আসে। তার প্রথম যে স্পর্শ প্রথম যে বইকে দেখা আহা যেন প্রেমিকাকে প্রথম দেখছে, বা তার সদ্যজাত শিশুটিকে যেভাবে দেখে সেই প্রথম স্পর্শের মতো ঐশ্বরিক একটা ব্যাপার ঘটে যায় যা একমাত্র জানেন লেখক। বইটির লেখক। বই কেউ কিনুক আর নাই কিনুক লেখকের প্রকাশেই যে আনন্দ তা আর কোন আনন্দের সঙ্গে ভাগ করতে পারবেন না অন্তত পক্ষে লেখকরা। প্রতি বছর বইমেলায় নতুন নতুন লেখক আসে, আবার নতুন নতুন লেখকরা প্রতিবছর পাতাঝরার মতো ঝরেও যায় কিন্তু তবুও বইয়ের উৎপাদন কমে না প্রতিটি বইমেলায়। কারণ সব লেখক সে নতুন হোক আর পুরনো হোক মনে করে যে তিনি যা লিখছেন সেটাই অমৃত। আসলে বাস্তবে তো তা নয়। অল্পকিছু বই ভালো লাগে পাঠকের। পূজো পায় পাঠকের। আর গাদা গাদা বই শুধু লিফলেট এর মতো অনাদরে অবহেলা ধুলোয় লুটায়। একসময় ধুলো জমতে জমতো বইয়ের লেখকও তা মনে করতে পারেনা। এতকিছুর পরও কিন্তু বই মেলায় যাওয়ার যে আনন্দ, লেখার যে আনন্দ, বই পড়ার যে আনন্দ সেটা থাকুক সবার। সবাই অন্তত পক্ষে একটি হলেও বই কিনুন। বই পড়ুন, ভালো বই পড়ুন। যার যে সাবজেক্ট ভালো লাগে সেই বইই পড়ুন। তবুও বই পড়ুন। বই কিনুন। জয়তু বইমেলা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২০

ধ্রুবক আলো বলেছেন: হা ভাই বই মেলায় যাবো, তবে ভাই প্রেমিকা নাই আমার!! হয় একা আর না হয় বন্ধুদের সাথে যেতে হবে!
যাই হোক লেখা খানা ভালো লাগলো, শুভ কামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.