নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া\nআমি ভালোবাসি মানুষকে। তুমি ভালোবাসো আমাকে।

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাস আমাকে

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প : ফেলুমামা

০৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৭

অনুগল্প : ফেলুমামা
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

জীবনে কোন পাশ নেই তাই নাম তার ফেলু মামা। পড়ালেখা, কাজকর্ম থেকে গানবাজনা, খেলাধুলা, আড্ডাবাজি সবকিছুতে ফেলুমামা নামের সার্থকতা প্রমাণ করেছে। শুধু একটি বিষয়ে সে পিএইচডি অর্জন করেছে, তা হলো সরলতা। এতো সরল মানুষ ফেলুমামা পৃথিবীর কোন গরলতা তাকে স্পর্শ করেনা। পৃথিবীর জটিল যত নিয়ম ফেলুমামার মাথায় ঢুকে না। জটিল যত অংক তাও ফেলুমামার মগজে কুলায় না সমাধান করতে। ফেলু মামা আর একটা বিষয়ে খুব পটু সেটা হলো নানা রকমের ফলের প্রতি তার ভালোবাসা। আম, জাম, লিচু, আনারস, করমচা, কলা, কাঁঠাল, আতা, পেয়ারা যখন যে ঋতুতে যা পাওয়া যায় সব ফল কিভাবে কোন পদ্ধতিতে খেলে রসনা তৃপ্ত হবে সে বিষয়ে সে অতিপণ্ডিত। অতিথি আপ্যায়নে সে এত নিপুণ যে তাকে সেখানে কেউ ফেলু মামা বলতে পারবে না। একটি সাধারণ সরল মানুষ ফেলু মামা, ফলের প্রতি যার এত অনুরাগ সেই ফেলু কিনা কাঁঠাল খেয়ে পড়েছে বিপাকে। আজ সকাল থেকে কাঁঠাল খেতেই আছে ফেলু খেতে খেতে কখন যে পুরো একটি কাঁঠাল সবাড় করে দিয়েছে তা সে মালুম পায়নি। কিন্তু পেট যে আর ধারণ করতে পারছে না সেটাও বুঝতে পারছিল না ফেলু। অবশেষে যা হবার তা হলো সরল ফেলুকে হাসপাতালে নেয়া হলো। যথারীতি স্যালাইন ট্যালাইন দিয়ে ঠিক করতে হলো। আর কি ফেলু মামা সারাজীবন সবকিছুতে ফেল করতে করতে অবশেষে বিয়ে নামের প্রহসনে পাশ করে গেল। এরপর তার জীবনের অন্য অধ্যায় শুরু হলো। ফেলু মামার জীবন এবার বদলে গেল। এমন বদলালো সে ফেলু থেকে পাশু হয়ে গেল।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪০

রাজীব নুর বলেছেন: ফেলু মামার জন্য মায়া লাগছে।

২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: পৃথিবীতে মায়াই সব মনে হয় আমার কাছে।

২| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৭

আহমেদ জী এস বলেছেন: স্বীকৃতি প্রসাদ বড়ুয়া ,



তেমন ভালো হয়নি ।
শুভেচ্ছান্তে ।

২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: তবুও ভালো থাকুন। ভালো হয়নি জানানোর জন্য ধন্যবাদ।

৩| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৬

ওয়াইল্ড বিল বলেছেন: পাশুর কাহিনী কি... শেষ করলেন না যে,অপেক্ষায় থাকলাম

৪| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৩

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: এতো কম সময়ে গল্পটি পড়ার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.