নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া\nআমি ভালোবাসি মানুষকে। তুমি ভালোবাসো আমাকে।

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাস আমাকে

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প : শিল্পী

০৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৬

অনুগল্প : শিল্পী
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

নতুন গান শিখছেন শিল্পী। সে কি রেওয়াজরে বাবা। পাড়ার মানুষ সবাই জানে এই বাড়িতে একজন গান শেখে। একজন অনেক বড় শিল্পী হবে। সকাল বেলা থেকে শুরু হয় রেওয়াজ। আহা কী বাজখাই গলা শিল্পীর। একবার মনে হয় গুলাম আলীর কন্ঠ, আবার মনে হয় জগজিৎ সিং। আবার মনে হয় কিশোর কুমার। কিন্তু যেদিন প্রথম পাড়ার ফাংশানে গাইতে গেল শিল্পী সেদিনের ঘটনাটা টেলিনাটকের মতোই হয়েছিল। উপস্থাপক শিল্পীর নাম ডাকতেই শিল্পী হারমোনিয়ার কাঁধে ঝুলিয়ে মাইক্রোফোনের সামনে গাইতে এসে সে যে কি গান করেছিল দর্শক যারা ছিল শুধু তারাই অনুভব করতে পেরেছে গান কাকে বলে। শিল্পী কি গান করছে দর্শক বুঝছে না। অবিরত চোখ মুখ বন্ধ করে হারমোনিয়ার টেনে টেনে কিযে সুরে বেসুরে গান পরিবেশন করছে শিল্পী। আহা একেই বলে তবে জগাখিচুড়ি সংগীত। যে ওস্তাদ গান শেখাতেন শিল্পীকে তিনিও দর্শকদের সারিতে ছিলেন। মনেকরেছিলেন তার শিষ্য একসময় দেশবিখ্যাত একজন সংগীত শিল্পী হবেন। আহা চোখের সামনে শিষ্যের এমন পরিণতি দেখে গুরুর চোখে জল চলে আসছে। বলছে আহা সংগীতের নামে সময়ের কী অপচয়! আহা সে তো বাড়িতে ভালোই গায়, আজ ‍ফাংশানে কি হলো তার, মাথা টাথা ঘুরে পড়ে যাবে না তো। উপস্থাপক ধন্যবাদ দেয়ার পরও শিল্পী আরও একটি বেসুরো গান গেয়ে যাচ্ছে। দর্শকদের ধৈর্যের বাঁধ আর থাকলোনা, যে যা হাতের কাছে পেলো ছুঁড়ে মারলো। ডিম, চপ্পল , কোকের বোতল কোনটাই বাদ গেল না। মনে হল শিল্পীর গানের চাইতে দর্শকের ছোঁড়া জিনিসগুলোর আওয়াজও একটা মধুর টুং টাং শব্দের সংগীত সৃষ্টি হল। কাহাতক আর এমন অসুর সংগীত শোনা যায়। শিল্পীকে বাধ্য করা হলো মঞ্চ থেকে নেমে যেতে। শিল্পী হারমোনিয়াম সহ নীচে নেমে এল। এরপর কান্না আর কান্না। প্রথম ফাংশানে এসে এরকম অবস্থা হবে শিল্পী কল্পনা করেনি। তবে দর্শক যে সংগীতের নামে অসুর সংগীত পছন্দ করেনা সেটা হাড়ে হাড়ে বুঝলো শিল্পী। এরপর শিল্পী প্রতিজ্ঞা করলো আর কখনো ভালোমতে না শিখে ফাংশানে গাইবে না। এরপর সারাজীবন শিল্পী শুধু গান শেখে রেওয়াজ করে, ফাংশানে আর কখনও তাকে দেখা যায়নি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.