নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া\nআমি ভালোবাসি মানুষকে। তুমি ভালোবাসো আমাকে।

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাস আমাকে

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

আমার বন্ধু রবীন্দ্রনাথ

০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৩

আমার বন্ধু রবীন্দ্রনাথ
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

বন্ধু যদি হয় নির্ভরতার নাম, বন্ধু যদি হয় ভালোবাসার নাম, বন্ধু যদি হয় কাছে পাওয়ার নাম। তবে আমার বন্ধু রবীন্দ্রনাথ। ছোটবেলায় বৃষ্টি পড়ে টাপুর টাপুর ছড়া দিয়ে আমার আর রবীর বন্ধুত্বার শুরু। তারপর বড় হয়ে কবিতা, গান, নাটক, উপন্যাস, প্রবন্ধ, সিনেমা, চিত্রকলা আরও কতকিছুতে যে আমাদের বন্ধুত্ব রচিত হয়েছে তা লিখে শেষ করা যাবেনা। ভাবনা, মনন, মেধা সবকিছুতেই ছিল আমার আর রবীর বন্ধুতা। শুধু একসঙ্গে দুষ্টুমি, একসঙ্গে খেলাধুলা একসঙ্গে বাঁদরামি করতে পারিনি এই হল না পাওয়ার বেদনা। কারণ আমি যতদিনে তার বন্ধু হয়েছি সে আমার বন্ধুতাকে ছেড়ে এই ভুবন ছেড়ে পাড়ি দিয়েছেন অন্য ভুবনে। এখনও আমাদের কথা হয়, এই ভুবনে ওই ভুবনে। আমি গানে গানে ডাকি, কবিতায় কবিতায় ডাকি, নাটকে নাটকে ডাকি, ছড়ায় ছড়ায় ডাকি, গল্পে গল্পে ডাকি, চিত্রে চিত্রে ডাকি। কিন্তু সে সাড়া দেয় না, কিন্তু ছায়ার মতো আমার পাশে পাশেই থাকে। বন্ধু মানেই তো ছায়ার মতো পাশে পাশে থাকে। বাঙালির জাগরণে, বাঙালির ঘুমে, বাঙালির উৎসবে, বাঙালির সংস্কৃতিতে, বাঙালির প্রতিটি ঘরের সেলফে সেলফে সে তো ছায়ার মতো মায়ার মতো আছে। তাই আমার পরম বন্ধু রবীন্দ্রনাথ। হয়তো আপনারও। বন্ধু দিবসে তাই আমার বন্ধু রবীন্দ্রনাথকে সবার চাইতে বেশি ভালোবাসি এখনও। আমার প্রিয় বন্ধু রবীন্দ্রনাথ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:


গুরুর বন্ধুকেও নিশ্চয় গুরু মানতে হয়!

০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০২

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: আমি গুরুর চাইতে বন্ধুতায় বেশি বিশ্বাসি। পড়েছেন ও মন্তব্য করেছেন বলে ধন্যবাদ।

২| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৮

অপর্ণা সেন বলেছেন: ভালো লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.