নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া\nআমি ভালোবাসি মানুষকে। তুমি ভালোবাসো আমাকে।

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাস আমাকে

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

টাকা তোকে নিয়ে

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

কবিতা : টাকা তোকে নিয়ে
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া


টাকা আয় তোকে নিয়ে একটি জলরঙের ছবি আঁকবো
তারপর তোকে আমার ড্রয়িংরুমে টাঙিয়ে রাখবো
অথবা বিশ্বের নামকরা জাদুঘরে দিয়ে দেব।
পৃথিবীর সব মানুষের কাছে তোর চাহিদা একনম্বরেে
আবার দারিদ্রের প্রধান কারণও তুই।
তাহলে ধনী গরিব ভালো মন্দ সব মানুষ তোকেই চায়
আয় তোকে আমার প্রেমিকা বানিয়ে শো কেসে রেখে দেব।
সব কিছুর হাত পা মাথা আছে তোর নেই
টাকা তোকে দেখলে আমার মনে পড়ে শাড়ির কথা
কারণ তোর গড়ন অনেকটা শাড়ির মতো
আবার তোকে দেখলে মনে হয় জাদুকরের ম্যাজিক কার্পেট
তুই আসলেই ম্যাজিক্যাল।
তুই যার কাছে বেশি বেশি থাকবি তারা বড়লোক মানে টাকাওয়ালা
আর যার কাছে তুই থাকবিনা তারা ফকির
তাহলে গরীব বড়লোক মাপার মিটার হচ্ছিস তুই।
আই লাভ ইউ টাকা। কারণ তুই ছাড়া সব ফাঁকা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:


জল রং নয়, সঠিক রংগে, সঠিক মাপে তৈরি করুন

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

মলাসইলমুইনা বলেছেন: এতো বলার পর "আই লাভ ইউ টাকা। কারণ তুই ছাড়া সব ফাঁকা।" ! বাক্সটা ভাঙুন | আরো কিছু বলুন |নতুন কিছু | যা বলেছেন তার সাথে একমত হয়েছি কিন্তু, তবুও...|

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪৭

মিরোরডডল বলেছেন: money is honey its true but money cant buy everything
there's something much more important than money in life
I believe you know that

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.