নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া\nআমি ভালোবাসি মানুষকে। তুমি ভালোবাসো আমাকে।

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাস আমাকে

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

অণুগল্প

২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২০

অণুগল্প
বইয়ের তাক ও বই
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

হঠাৎ করে ভুমিকম্পের স্টাইলে বাসার বইয়ের তাকটি প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে উঠল। পাশেই বসেছিলাম চেয়ার নিয়ে, একটি বই মনপ্রাণ দিয়ে পড়ছিলাম। হঠাৎ এমন বিভ্রাটে তাকিয়ে দেখি তাকের দিকে, আশ্চর্য হয়ে গেলাম। দুটো পাশাপাশি রাখা বই ঝগড়া করছে। একটি এ সময়ের জনপ্রিয় লেখকের গল্পের বই, অন্যটি অনেক আগের সময়ের জনপ্রিয় লেখকের গল্পের বই। বইদুটো কবে কিনেছি ঠিক মনে নেই। তবে আগের সময়ের জনপ্রিয় লেখকের গল্পের বইয়ের চেয়ে যে এ সময়ের জনপ্রিয় লেখকের গল্পের বই পরে কিনেছি সেটা মনে আসছে। ওদের ঝগড়ার বিষয়টা লক্ষ্য করলাম, পুরোনো লেখকের বই নতুন লেখকের বইকে বলছে : তোর বইয়ের কয়েকটি গল্পের নাম আমার গল্পের নামের সঙ্গে মিলে গেল কেন?। নতুন লেখকের বই বলছে : তাতে কি হয়েছে, গল্পের নাম মিল আছে, কিন্তু বিষয়বস্তু কি মিল আছে হুবহু?। পুরোনো লেখকের বই : কিন্তু মিলবে কেন?। নতুন লেখকের বই : মিলবে কারণ তোমার লেখকও বাঙালি, আমার লেখকও বাঙালি আর দু’জনেই ভাত খায়, একই দেশে থাকে, একই রকম সংস্কৃতি সুতরাং গল্পের থিমও নাম অনেক সময় একই রকম হতে পারে। পুরনো লেখকের বই : আমার লেখক বহু আগে জন্মাইছে, ভাত খাইলেও সে আসল চালের ভাত খাইতো, এখনকার সময়ের নকল চালের না। তখন নতুন লেখকের বই বললো : ঘটনাটা বোধহয় এখানেই প্যাঁচ খাইছে, আমার লেখক এসময়ের নকল চালের ভাত খাইয়া, নকল গল্প লিখছে মনে হয়। আপনারা কি বলেন???!!!

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৮ রাত ৮:১০

রাজীব নুর বলেছেন: গরুর পিঠে গাধা চড়ে, গাধার পিঠে হাতি,
কি আর করা এমন ভাবেই চলছে এখন জাতি।

২১ শে জুলাই, ২০১৮ রাত ৮:২২

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: রাজীব নুর। আপনাকে অনেক ধন্যবাদ। কম সময়ে গল্পটি পড়ে মন্তব্যের জন্য। গল্প কেমন হচ্ছে জানাবেন। আরো দীর্ঘ সমালোচনা করবেন। ভালো থাকুন সবসময়।

২| ২১ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৭

ঋতো আহমেদ বলেছেন: অণুগল্প ভালো লাগলো। বক্তব্য ও চিত্রকল্প ভালো হয়েছে। শুরুর দিকে কথার প্রকাশ ও বাক‍্য পরম্পরায় গাঁথুনি কিছুটা দূর্বল। যেহেতু অল্প কথায় অনেক বলা তাই এ বিষয়ে নজর রাখতে হবে। ++

২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৪

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: ঋতো আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। গল্পটি পড়ে মন্তব্য করার জন্য। আমি লিখে যাচ্ছি। দিনে দিনে ঋদ্ধ হচ্ছি আপনাদের মতো সমালোচক মন্তব্য পড়ে পড়ে। নিজেকে এগিয়ে নেয়ার চেষ্টা করছি। ভালো থাকবেন।

৩| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৬

কাইকর বলেছেন: সুন্দর

২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৫

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: কাইকর। ধন্যবাদ। আপনাকে, গল্পটি পড়ে মন্তব্য করার জন্য।

৪| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নকল চাল না বলে ভেজাল খাবার বলা যেতে পারে। 'চাল' নকল হয় না...

২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৬

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: বিচার মানি তালগাছ আমার। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আরো মন্তব্য করুন। আর প্রেরণা দেবেন ভালো লেখার।

৫| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১:১১

সুমন কর বলেছেন: দিলেন তো শেষে একটা প‌্যাঁচ লাগাইয়া........!! বিষয়টি ভালো ছিল।
+।

২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৭

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: সুমন কর। ভালো থাকুন। গল্প পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.