নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া\nআমি ভালোবাসি মানুষকে। তুমি ভালোবাসো আমাকে।

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাস আমাকে

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

অণুগল্প

২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

অণুগল্প
আয়না
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

লোকটি কোনদিন আয়নায় তার মুখ তো দূরের কথা শরীরও দেখেনি। তার কাছে মনে হতো, সে তেমন স্মার্ট না। তার খালি ভাবনায় আসতো আমরা যেভাবে সিনেমার নায়কদের মতোন করে স্মার্ট নির্ণয় করি আর কি। মানুষের মুখ বা শরীর দেখতে আকর্ষণীয় না হলে যে সে মনে স্মার্ট হতে পারেন, এমন কিন্তু আমরা ভাবতে পারি না। আমরা সিনেমার মতো করে প্রেমিক প্রেমিকা নির্ণয় করি। অর্থাৎ সিনেমা দেখতে দেখতে যে নায়ক বা নায়িকাদের আমাদের ভালো লাগে তাদেরই মতো দেখতে মানুষদের আমরা ভালোবাসি। এখানে সেলুলয়েডের দেখা জীবনের একটা পরোক্ষ প্রভাব কাজ করে। অথচ আমরা নিজেরা নিজেদের আয়নায় প্রত্যেকেই নায়ক ছাড়া ভিলেন কখনোই ভাবতে পছন্দ করিনা। অথচ এই নায়ক নায়ক চেহারা নিয়েই বাস্তব জীবনে কত ভিলেন সুলভ কাজ করি তার কিন্তু খবরই রাখি না। অথচ প্রত্যেক মানুষেরই একটা লুকানো আয়না আছে, যেটাতে দেখে নেয়া যায় নিজের সবকিছু। সেই আয়নাটা হলো মন। আমরা মনের খবর ক’জন রাখি। অথচ বাস্তবের আয়নায় নিজেকে দেখে নিই প্রায় প্রত্যেক দিনই। আর অন্য আয়নাটা পড়ে থাকে তার মনের মানুষের খবর নেয়ার জন্য। আমরা কজনই বা তার খবর রাখি?। এইসব ভাবনা লোকটিকে প্রায় আকঁড়ে থাকতো। তাই লোকটি কোনদিন আর আয়নায় নিজের মুখ দেখেনি। কারণ তার কাছে আয়নার কোন মূল্য নেই।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

ফেনা বলেছেন: কোন দিক থেকে এইটা গল্প হল!!!

২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: ফেনা, আপনার কাছে এটা গল্প মনে হয় নি। তাতে আমার কিছু যায় আসে না। আমি গল্পের ছলে আয়নার কথা মানে মনের কথা বলতে চেয়েছি। অনেক গল্পের শুরু থাকে কিন্তু শেষ থাকে না। এটা একটি অসমাপ্ত গল্প..............।তবুও ধন্যবাদ। পড়ার জন্য।

২| ২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

ফেনা বলেছেন: কোন দিক থেকে এইটা গল্প হল!!!

২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: ফেনা : আপনাকে ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য। ভালো থাকুন।

৩| ২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বেশীর ভাগ মানুষই আয়নায় নিজেকে দেখে না! দেখলে এত ঘুষ, দুর্নীতি, লুটপাট হতো না দেশে...

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:০০

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: বিচার মানি তালগাছ আমার, আপনি বুঝতে পেরেছেন গল্পটা। আপনাকে ধন্যবাদ।

৪| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:১২

রাজীব নুর বলেছেন: পড়লাম।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:২৮

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: রাজীব নূর। ধন্যবাদ। পড়ার জন্য। আরো উৎসাহ দেবেন আশাকরি। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.