নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া\nআমি ভালোবাসি মানুষকে। তুমি ভালোবাসো আমাকে।

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাস আমাকে

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

মতামত

০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪১

মতামত
একজন লেখকের ভূমিকা
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

শিক্ষা জাতির মেরুদন্ড। এ উক্তিটি শেখানো হতো আমাদের স্কুলে। কিন্তু স্কুল ব্যাগের ভারে সেই মেরুদণ্ডটি আজ সোজা থাকছে না। সেদিন একজন লেখক বলছিলেন এই কথাগুলি। লেখকরাই এই সমাজের তৃতীয় নয়ন। আবার কিছু কিছু লেখক নামের কলঙ্কও আছেন সমাজে। একজন সত্যিকারের লেখক ছিলেন যিনি শিল্পের জন্য শিল্পতে বিশ্বাসী ছিলেন না। তিনি ছিলেন মানুষের জন্য শিল্প এই নীতিতে বিশ্বাসি। সেই লেখক যখন জীবিত ছিলেন তখন তিনি সমাজের অনেক গুরু দায়িত্ব পালন করেছিলেন। যখন শিক্ষা সামগ্রীর দাম ব্যবসায়িরা বাড়িয়ে দিলেন, কোচিং সেন্টারের দৌরাত্ম বেড়ে যাচ্ছিল সেই দিনগুলোতে লেখক একটি স্বনামধন্য বহুল প্রচারিত দৈনিকে কলাম লিখে তার বিরোধিতা করেছিলেন। জাতির নানা রকম সংকটে সেই বিশেষ লেখকের একটি লেখাই অনুপ্রেরণা জোগাতো বাঁচার আশা নিয়ে যারা বাংলাদেশে বসবাস করছেন তাদের। আর এখন জাতীয়, উপজাতিয় কত ধরণের কত রকমের অধ্যাপক এবং স্বনামধন্য সিন্ডিকেট লেখক আছেন তাদের কলমে এ সময়ের কোন উত্তাপ দেখি না। উনারা জাতির শিক্ষা ও সাহিত্যের উন্নতি কল্পে খালি প্রকল্প আর প্রকল্প করে যাচ্ছেন কিন্তু সাহিত্যের সুবাতাস আর জাতি পাচ্ছে না। একসময় বিদ্যাসাগরের মতো শিক্ষক লেখক ছিলেন বলেই আমরা বাঙালিরা বর্ণপরিচয় শিখতে পেরেছিলাম। আর একসময় সত্যিকারের কিছু লেখক ছিলেন যাঁদের লেখা পড়ে কিছু জ্ঞান অর্জন করে সঠিক পথে জীবন চালিয়ে নিয়ে যাওয়ার শিক্ষা পেয়েছিলাম। আর এখন সমাজে দেশে সব জায়গায় খালি ছদ্মবেশী। এ সমস্ত মুখোশপরা লেখক আর ছদ্মবেশী মানুষের কি বেশী প্রয়োজন আছে সোনার বাংলাদেশে?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: একজন লেখককের অনেক দায় দায়িত্ব।
কিন্তু সব লেখক তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ৮:১৩

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: রাজীব নুর। একজন লেখকের অনেক দায়িত্ব সমাজের প্রতি দেশের প্রতি। আপনার কথাই সত্যি সবাই সব দায়িত্ব পালন করেন না। ধন্যবাদ লেখাটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।

২| ০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার সব লেখাই অণুগল্প হিসাবে দিলে তো হবে না। কারণ এটা তো গল্প না। এটা আপনার মতামত...

০১ লা আগস্ট, ২০১৮ রাত ৮:১৪

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: বিচার মানি তালগাছ আমার। ভাই আপনার পরামর্শ মতো এটার শিরোনাম দিলাম মতামত। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.