নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া\nআমি ভালোবাসি মানুষকে। তুমি ভালোবাসো আমাকে।

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাস আমাকে

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

অণুগল্প

১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

অণুগল্প
রঙ পেন্সিল
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

মামা আসবে এবার ঈদে আমেরিকা থেকে। লাভুকে মামা একদিন টেলিফোন করেছে। লাভু মামার একমাত্র ভাগ্নে। দামী ব্র্যান্ড ছাড়া লাভুর মামা কোন জিনিসই কিনেন না বলে লাভু তার মামার নাম দিয়েছে ব্র্যান্ড মামা। টেলিফোনে ভাগ্নের কাছে ব্র্যান্ড মামা জানতে চাইল এবার আমেরিকা থেকে আসার সময় লাভুর জন্য কি আনবে?। লাভু অনেক ভেবেচিন্তে বললো মামা আমার তো সবকিছুই আছে। ট্যাব, সেলফোন, ডেস্কটপ থেকে শুরু করে টেলিভিশন সবই আছে। কারণ লাভুর বাবাও অনেক বড় ব্যবসায়ি। ছেলের কোন শখ তিনি আবার ফেলে রাখেন না। যা চায় লাভু সব দেয় বাবা। পারলে হেলিকপ্টার থেকে শুরু করে সাবমেরিন পর্যন্ত লাভু চাইলেই বাবা দিতে রাজী। এতে আবার লাভুর মা জিনিয়ার আপত্তি আছে। সন্তান যা চায় তা যদি সঙ্গে সঙ্গেই বাবা মা দিয়ে দেয় তাহলে সেই সন্তান একসময় মা বাবার মৃত্যুও চাইতে পারে এই লজিকে চলে জিনিয়া। সুতরাং যা চাইবে তা দিতে হবে সঙ্গতি থাকলেও তা কিন্তু ঠিক নয়। যাই হোক আমরা লাভু আর ব্র্যান্ডমামার কাছেই ফিরে যাই। লাভু মামাকে বললো মামা: আমার জন্য আমেরিকা থেকে সুন্দর সুন্দর অনেক রঙের রঙ পেন্সিল আনবে। আমি সেই রঙ পেন্সিল দিয়ে মজার মজার ছবি আঁকবো। অপর প্রান্তে ব্রান্ডমামা লাভুর এই প্রস্তাব শুনে খুবই মন খারাপ করলো। কারণ একমাত্র ভাগ্নে ভালো কিছু, ব্র্যান্ডের দামী কিছু না চেয়ে চায় কি না রঙ পেন্সিল। ভাগ্নে কি আমার এস এম সুলতান হবে নাকি, শুধু রঙ পেন্সিল চায়। আচ্ছা ঠিক আছে তোর জন্য আমি দামী ব্র্যান্ডের রঙ পেন্সিল নিয়ে আসবো। ভালো থাকিস লাভু দেখা হবে ঈদের আগে। লাভুর তো দিন আর কাটে না, মামা আসবে রঙ পেন্সিল নিয়ে। এতো এতো মজার মজার ছবি আঁকবো, সারাদিন খালি ছবি আঁকবো। এই চিন্তাতেই নাওয়া খাওয়াও অনেক সময় ভুলে যায় লাভু। মা বাবা চিন্তা করে লাভুর কি হলো? খাওয়া দাওয়ায় মন নেই, লেখা পড়ায় ও তেমন মন নেই। শুধু খালি কি জানি চিন্তা করে। আর মা বাবাকে বলে ঈদ আর কয়দিন বাকী। মা বলে আর মাত্র পনের ষোল দিন পরই ঈদ। লাভু কি যেন চিন্তা করে আর হাসে। মা বাবা কিছুই বুঝতে পারে না। ঈদের তিন দিন আগে ব্র্যান্ডমামা আসলো আমেরিকা থেকে লাভুদের বাসায়। লাভুর মনে খুব খুশী মামা রঙ পেন্সিল নিয়ে এসেছে, অনেক মজার ছবি আঁকবে। রঙপেন্সিল এর কথা মামাকে বলতেই, মামা বললো তোর জন্য এমন একটা যন্ত্র এনেছি রঙ পেন্সিল লাগবে না এটার ওপর হাত ঘুরালেই মজার মজার ছবি আঁকা হয়ে যাবে। লাভু এই মজার যন্ত্র পেয়েও খুশী না। সে কান্না শুরু করে দিল। মামা তুমি তোমার যন্ত্র ফিরিয়ে নাও, আমার চাই না এই যন্ত্র। আমার জন্য প্রজাপতি রঙের রঙ পেন্সিল কেন আনলে না মামা। যাও তোমার সঙ্গে আমার আড়ি। কোনদিনই আমি আর তোমাকে মামা ডাকবো না। তুমি কথা দিয়ে কথা রাখো না....... বলে ফুঁফিয়ে ফুঁফিয়ে কান্না করতে লাগলো ......।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাচ্চার মন। রঙ পেন্সিল আনাই উচিত ছিল...

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৩

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: বিচার মানি তালগাছ আমার। ভাই এতদিনে বোধহয় এই গল্পটা আপনার একটু মনে ধরেছে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৫

রাজীব নুর বলেছেন: আহারে ----

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৪

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: রাজীব নুর । ভাই আপনাকে কি বলবো?। আমাকে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.