![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় বড় মোবাইল কোম্পানি গুলা এতো বিজ্ঞাপন,এতো এতো অফার,কোটি কোটি টাকার স্পনসর দিতে পারেন,চারিদিকে এতো খরচ করতে পারেন,সাভার এর জন্য কি করলেন আপনারা ?
এত মাগনা এসএমএস দেন আমাদের মোবাইল এ সকাল নাই রাত নাই,কেন সাভার এ আহত মানুষের জন্য কি কি ঔষধ লাগবে এগুলা এসএমএস করে দিতে সবার মোবাইল এ কি খুব বেশি টাকা খরচ হতো ?
পারতেননা আপনারা ঐ মানুষ গুলার পাশে দাঁড়াতে,পারতেননা কিছু আর্থিক সহযোগিতা করে তাদের রক্ষা করতে,আসুন এখনও সময় আছে,মোবাইল রেট কমালে শুধু দেশ ও দেশের মানুষের কল্যাণ সাধন হয় না,এরকম অবস্থায় দেশ ও মানুষের পাঁশে দাঁড়ালে আসল কল্যাণ সাধন হয়,এই মানুষগুলার পাঁশে দাঁড়ালে কোন লস নাই লাভ ছাড়া ।
কোন কিছু চিন্তা না করে,সময় নষ্ট না করে এগিয়ে আসুন........পারলে এখনি ।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৩
ইমাম হাসান রনি বলেছেন: সহমত......বড় মোবাইল কোম্পানি এতো বিজ্ঞাপন,এতো এতো অফার,কোটি কোটি টাকার স্পনসর দিতে পারেন,চারিদিকে এতো খরচ করতে পারেন,সাভার এর জন্য কি করলেন আপনারা ?
এত মাগনা এসএমএস দেন আমাদের মোবাইল এ সকাল নাই রাত নাই,কেন সাভার এ আহত মানুষের জন্য কি কি ঔষধ লাগবে এগুলা এসএমএস করে দিতে সবার মোবাইল এ কি খুব বেশি টাকা খরচ হতো ?