![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুড়িয়ে পাওয়া ৫০ হাজার টাকা ফেরত
সততার দৃষ্টান্ত স্থাপন করলেন একজন কামাল !
টাকার লোভ কার না আছে। সেই টাকা হোক কালো কিংবা সাদা। অহরহ খুনের ঘটনাও ঘটে টাকার জন্য। বিচ্ছিন্ন হয় বহুদিনের সর্ম্পক। কিন্তু লাকড়ি বিক্রেতা কামালের ক্ষেত্রে ঘটেছে উল্টোটা। রাস্তায় কুড়িয়ে ৫০ হাজার টাকা পেয়েও মালিককে খুঁজে বের করে ফেরত দিয়ে নজির স্থাপন করেছেন তিনি।
এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। খবর পেয়ে উৎসুক লোকজন কামালকে এক নজর দেখার জন্য তাঁর বাড়িতে ভীড় জমাচ্ছে। আর এ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল পৌর বাজারে।
জানা যায়, নান্দাইল পৌরবাজারের কণা বস্ত্রালয়ের মালিক মো. সাইদুল ইসলাম ভূঁইয়া গতকাল মঙ্গলবার রাতে তার দোকানের হিসাব-নিকাশ শেষ করে ৫০ হাজার টাকার একটি বাণ্ডেল কোমরে রেখে বাড়ির উদ্দ্যেশে বের হন। বাড়ি গিয়ে দেখেন কোমরে রাখা টাকার বাণ্ডিল নেই। তিনি পাগলের মতো খোঁজ করতে থাকেন। কোথাও না পেয়ে টাকাটি ফিরে পাওয়ার আশা আশা ছেড়েই দেন। এ সময় জানতে পারেন কিছু টাকা পাওয়ার খবর প্রচারের জন্য মাইকের দোকানে গেছেন এক লোক। সাথে সাথে সেখানে গিয়ে প্রমাণ দিয়ে টাকা ফেরত পান সাইদুল।
সাইদুল বলেন, দোকানের মালামাল ক্রয়ের জন্য বাবুরহাট যাওয়ার উদ্দেশ্যে টাকাগুলি জমানো হয়েছিল। হারিয়ে যাওয়া টাকা ফিরে পাবো আশা করিনি। কামালের মতো এ সততা লাখে পাওয়া কঠিন। আমি তার প্রতি কৃতজ্ঞ।
লাকড়ি বিক্রেতা কামাল হোসেনের বাড়ি নান্দাইলের পাঁছপাড়া এলাকায়। তাঁর বাবার নাম মো.আব্দুল গফুর। তিনি জানান, বিদ্যুৎ চলে যাওয়ায় অন্ধকারের মধ্যে পায়ে লাগে কিছু একটা। এ সময় দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে তিনি দেখতে টাকার একটি বাণ্ডিল পড়ে আছে।
এদিক-সেদিক খোঁজে করেও কোনো সাড়া না পেয়ে তিনি এ খবর মাইকে প্রচারের জন্য একটি দোকানে চলে যান। তখনি জানতে পারেন টাকার মালিকের সন্ধান। তিনি আরো বলেন, মালিকের কাছে টাকা ফেরত দিতে পেরে তিনি যে আনন্দ পেয়েছেনে তা টাকার অঙ্কে পরিমাপ করা যায়না।
২| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:০৯
সরদার হারুন বলেছেন: অবস্যই কামাল রাজনীতি করেনা বা হেফাজাতে তালেবান নয় ।
৩| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:১৬
শুটকাভাই বলেছেন: দারিদ্রের কাছে এদের সততা এবং মানবিক মূল্যবোধ হেরে যায়নি।
৪| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:২৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কামাল হোক সকলের জন্য পথ প্রদর্শক,,,,,,,,,,,,এমন লোকই তো চাই বাংলার ঘরে ঘরে,,,,,,,,,,সকল স্তরে,,,,,,,,,,,,,
৫| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৩১
বাংলাদেশী দালাল বলেছেন: শুটকাভাই বলেছেন: দারিদ্রের কাছে এদের সততা এবং মানবিক মূল্যবোধ হেরে যায়নি।
৬| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৩২
চারশবিশ বলেছেন: সত্যি কথা, আমি পাইলে ফেরত দিতাম কিনা সন্দেহ
৭| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৪
খাটাস বলেছেন: অনেকদিন পর মানুষের কথা শুনলাম। মানুষ এখন ও হারিয়ে যায় নি।
৮| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৬
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: এখনো অনেক ভাল মানুষ আছে .....................
৯| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৫
রিয়াজ৩৬ বলেছেন: অনেক শ্রদ্ধা রইল।
১০| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৫:১৬
আতা2010 বলেছেন: সত্যি কথা, আমি পাইলে ফেরত দিতাম কিনা সন্দেহ
১১| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
শিনজন বলেছেন: কামালদের ন্যায় দরিদ্র সৎ মানুষেরা এখনও সমাজকে আলোকিত করছে। তথ্যটি জানানোর জন্য আপনাকে ধন্যবাদ।
১২| ১৯ শে মে, ২০১৩ রাত ৮:০১
বোকামন বলেছেন:
তিনি যে আনন্দ পেয়েছেনে তা টাকার অঙ্কে পরিমাপ করা যায়না
শ্রদ্ধা মন থেকে এসে যায় ...
১৩| ২০ শে মে, ২০১৩ রাত ২:৫৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
সততাই সর্বোৎকৃষ্ট পন্থা!!!
কামালের জন্য স্যালুট।
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:০১
মাহামুদ রোমেল বলেছেন: কামালের জন্য স্যালুট