নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ৈসয়দ আিমন

তুমি আর নেই.... সেই তুমি........

ৈসয়দ আিমন › বিস্তারিত পোস্টঃ

গোল্ডফিশের মেমরিওয়ালা জাতি তো পুরা বাগবাকুম

২০ শে মে, ২০১৩ সকাল ১০:৩৬

ঘটনা একটা ঘটছে সেরাম। একটা গল্প শুনছিলাম কোনও এককালে, ভুলে গেছি, তাও মেইন ব্যাপারটা ঠিক রেখে নিজের মত বলিঃ



মন্ত্রী রাজার কাছে এসে জানালো কোকাকোলার দাম বাড়ানো দরকার। ৪টাকা প্রতিলিটার না বাড়ালেই নয়। রাজা বললেন ৮টাকা প্রতিলিটার বাড়িয়ে দাও! মন্ত্রী বলল রাজামশাই, জনগণ তো এমনেই খেপ্পা, এখন এত দাম বাড়াইলে মাইরালাইবো। রাজা বললেন হে নাদান, যা কইছি কর গিয়া, আর আমার জন্যে চিকেন শর্মা পাঠাইতে বল ২ খানা।



মন্ত্রী গিয়ে ঘোষণা দিয়া দিল আজ থেকে কোকাকোলার দাম প্রতিলিটার += ৮। জনগণ তো পুরাই ফেটে পড়ল! এমনেই দেশে এত সমস্যা! ডিজুস পোলাপানরা রাজবাড়ির রাস্তায় বসে পড়লো! তারা পিপাসা লাগলে খাবে কী? এভাবে আন্দোলন চলল ১ সপ্তাহ!



একদিন রাজা বেরিয়ে এলেন রাজবাড়ির ফ্রন্ট ব্যালকনিতে। এসে জাতির উদ্দেশে ভাষণ দিলেন একটা বেশ আপ্লুতময় করে। শেষে বললেন যাও তোমরা, আজ থেকে কোকাকোলার দাম প্রতিলিটার ৪টাকা করে কমিয়ে দিলাম! আর গোল্ডফিশের মেমরিওয়ালা জাতি তো পুরা বাগবাকুম হয়ে পড়ল! রাজার নামে শ্লোগান দিতে দিতে তারা বাড়ি চলে গেল :')

well said...

yes, this is politics...

মন্তব্য ৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৩ সকাল ১০:৫৭

মদন বলেছেন: সেইরাম :)

২| ২০ শে মে, ২০১৩ সকাল ১১:০৬

আিম এক যাযাবর বলেছেন: yes, this is politics...well said. :) :) :)

৩| ২০ শে মে, ২০১৩ সকাল ১১:১১

যোবায়ের বলেছেন: +

৪| ২০ শে মে, ২০১৩ সকাল ১১:১৬

কেএসরথি বলেছেন: এখন তো আরো একডিগ্রী উপরে আছি আমরা।

এখন তো রাজার বিরুদ্ধে কিছু বললে সেই ডিজুস পোলাপাইনরা মিছিল করে "রাজার নামে অপবাদ সইব না, সইব না"

৫| ২০ শে মে, ২০১৩ দুপুর ১২:১৬

ভিটামিন সি বলেছেন: কমেন্টেও মজা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.