![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন আমরা আল্লাহ্র দয়াকে উপলব্ধি করার মানসিকতা তৈরি করি। আমাদের ছেলে মেয়েদেরকে শেখাই যে, এই যে আমাদের কম্পিউটারটা, এটা বানানোর জন্য সবকিছু আল্লাহ আমাদেরকে প্রকৃতিতে দিয়ে রেখেছেন। আজকে আমরা যে ভাত, মাছ, ডাল খাচ্ছি, এগুলো সবই আল্লাহ্র তৈরি করা। কালকে যে নতুন জামাটা কিনে দিলাম, সেটা আল্লাহ্র দেওয়া। অসুখ হলে সেটা ভালো করার জন্য ওষুধ বানানোর সব উপাদান আল্লাহই প্রকৃতিতে দিতে রেখেছেন। এভাবে প্রতিদিনের সব ভালো ব্যাপারগুলো যে আল্লাহ্র কৃতিত্ব, সেগুলো আমরা নিজেরা এবং আমাদের ছেলে মেয়েদেরকে বোঝাই। তাহলে তারা বড় হবে আল্লাহ্র সম্পর্কে একটা সুন্দর ধারণা নিয়ে। তাদের জীবনে আল্লাহ্র এতো অনুগ্রহের বিনিময়ে তাঁকে খুশি করার জন্য তারা স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করবে। নামাযে দাঁড়াবে কৃতজ্ঞতা, ভালবাসা নিয়ে। সিজদায় মাথা নত করবে বুক ভরা শ্রদ্ধা নিয়ে। এভাবেই আমরা নিজেদেরকে এবং তাদেরকে আল্লাহ্র আরও কাছে নিয়ে যেতে পারবো, আল্লাহ্র সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে পারবো। সকাল বেলা ঘুম থেকে উঠবো হাঁসি মুখে, "আজকে আল্লাহ আমাকে নতুন কি দিবেন?" - এই আগ্রহ নিয়ে, এবং রাতের বেলা চোখ বন্ধ করবো বুক ভরা শান্তি নিয়ে, আল্লাহ্কে অনেক ধন্যবাদ দিয়ে।
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৭
ইমরান হক সজীব বলেছেন: আল্লাহ্কে কে খুশী কেন করা লাগবে, এটা তো তার দুর্বলতা ।