![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরান ঢাকার কিছু বিখ্যাত আর জনপ্রিয় খাবারের দোকানের তালিকা দেয়া হলো :
১. বেচারাম দেউরীতে অবস্হিত নান্না বিরিয়ানি এর মোরগ-পোলাও
(প্রতি মাসের ৫ তারিখ আস্ত মোরগের কাচ্চি)
২. মতিঝিলের ঘরোয়া হোটেল এবং হীরাঝীলের ভূনা খিচুড়ী আর মজাদার চা।
৩. হোটেল আল-রাজ্জাকের কাচ্চি, গ্লাসি
৪. নবাবপুর রোডে হোটেল স্টার এর খাসীর লেকুশ, চিংড়ি ,ফালুদা
৫. নারিন্দার ঝুনু বিরিয়ানী
৬. নাজিরা বাজারের হাজীর বিরিয়ানী
৭. নাজিমুদ্দিন রোডের হোটেল নিরবের ব্রেন ফ্রাই আর অনেক ধরনের ভর্তা
৮. নাজিরা বাজারের হাজি বিরিয়ানী এর উল্টা দিকের হানিফের বিরিয়ানী
৯. লালবাগের ভাটের মসজিদের কাবাব বন
১০. বংশালের শমসের আলীর ভূনা খিচুড়ী
১১. হোসনী দালান রোডে রাতের বেলার পরটা আর কলিজা ভাজি
১২. নাজিরা বাজার মোড়ে বিসমিল্লার বটি কাবাব আর গুরদার
১৩. লালবাগ রয়্যালের কাচ্চি, জাফরান-বাদামের শরবত, চিকেন টিক্কা আর লাবান
১৪. চানখারপুলের মামুন হোটেলে'র স্পেশাল(প্রতি মাসের ১ম শুক্রবার) কাচ্চি
১৫. ঠাটারীবাজার স্টার এর কাচ্চি বিরিয়ানি, লেগ রোস্ট আর ফালুদা
১৬. ঠাটারী বাজারের গ্রিন সুইটস এর আমিত্তি
১৭. রায় সাহেব বাজারের গলিতে মাখন মিয়ার বিরিয়ানি
১৮. সুত্রাপুর বাজারের রহিম মিয়ার বিরিয়ানি
১৯. গেন্ডারিয়ার আল্লার দান বিরিয়ানি আর রহমান এর কাবাব
২০. তাতিবাজারের কাশ্মির এর কাচ্চি
২১. নাজিরা বাজারের মিয়াজী বিরিয়ানি
২২. কলতাবাজারের নাসির হোটেলের গরুর মাংশ আর পরাটা
২৩. ভিক্টোরিয়া পার্কের সুলতান ভাইয়ের চা
২৪. দয়াগঞ্জের সিটি বিরিয়ানি
২৫. নারিন্দার সফর বিরিয়ানি
২৬. আরমানিটোলা তারা মসজিদের পাশে চটপটি
২৭. সিদ্দিক বাজারের মাজাহার সুইটস
২৮. সুত্রাপুর ডালপট্টির বুদ্ধুর পুরি
২৯. আবুল হাসনাত রোড এর কলকাতা কাচ্চি ঘর
৩০. রায় সাহেব বাজারের বিউটি লাচ্ছি আর চকবাজারের নুরানী শরবত
২| ২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: প্রিয়তে নিলাম। সব জায়গায় যাওয়া হয়নি। দেশে ফিরে ইনশাল্লাহ যাব।
৩| ২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
ঢাকাবাসী বলেছেন: চমৎকার পোষ্ট।
৪| ২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
দাইমারু বলেছেন: All 90% items are checked and tested 100%.
Because I am old Dhaka.Thank you boss.Old Dhaka is great for delicious and cheapest food.
৫| ২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
গোবর গণেশ বলেছেন: অনেকগুলা টেস্ট করা হয় নাই। করতে হইবো।
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
শিব্বির আহমেদ বলেছেন: +