নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ৈসয়দ আিমন

তুমি আর নেই.... সেই তুমি........

ৈসয়দ আিমন › বিস্তারিত পোস্টঃ

অবশেষে মালেক পৌঁছে গেল মালয়েশিয়ায় !!!

০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৪



বৃহঃস্পতিবার রাতে আইএসডি কল পেয়ে ধরতে ধরতে ভাবলাম কে আবার ফোন দিল । সালাম দেয়ার সাথে ও প্রান্ত থেকে শোনা গেল ভাইয়া আমি মালেক ।

বিষ্ময়ে আমি জোরে বলে উঠলাম তুমি মালয়েশিয়া পৌঁছে গেছ ?? হাসতে হাসতে সে বলল হ্যাঁ ভাইয়া পনের দিন হল । মানুষ আসলেই তার স্বপ্নের সমান বড়, নানা বাঁধা বিপত্তির পরও, ফল যায়ই হউক না কেন স্বপ্ন পূরনের পথে মানুষ ছুটে চলে, তেমনি ঝড় ঝাপটা সব জয় করে মালেক ও পৌঁছে গেল মালয়েশিয়ায় ।

বিস্তারিত শুনলাম মালেকের মুখেই, দালালরা তাকে জানানোর পর এইবার সে আর বাড়িতে কাউকে কিছু না জানিয়ে চেপে বসে ট্রলারে , বাড়ির লোকজন জানে সে ব্যবসায়িক কাজে চিটাগং গেছে । অবশ্য মালেকের এবারের যাত্রায় রিস্ক কিছুটা কমই ছিল। নানা ঝামেলার কারনে দালাল চক্রও তাদের পন্হা পরিবর্তন করেছে ।আগের মত ট্রলারে করে বিশাল পথ পাড়ি দেবার বদলে তারা সমুদ্রগামী ছোট ছোট জাহাজ জোগাড় করে ফেলেছে। ট্রলারে করে সে জাহাজে উঠতে হয় তাতে মাত্র চার দিনের যাত্রায় থাইল্যান্ড । সেখানে পৌঁছানোর পর পরিবারকে জানানো হয় চুক্তির বাকি টাকা পরিশোধ করার জন্য, টাকা পরিশোধ হলে মাসখানেকের মাঝে তাদেরকে মালয়েশিয়ায় ঢুকিয়ে দেয়া হয়।

মালেক ও এই ভাবে একমাস থাইল্যান্ডে কাটিয়ে এখন মালয়েশিয়ায় !!! ইমারত নির্মান কাজে জোগ দেয়ার চেস্টা চলছে, দুয়েকদিনের মাঝে তাতে যোগ দিবে সে।

মালেক বলে চলে, টাকা জমাতে পারলে সে দেশে চলে আসবে, এসে একটা বড় দোকান দেয়ার খুব ইচ্ছা তার, কে চায় পরিবারকে ছেড়ে এমন বিদেশে পরে থাকতে, আমিও তাকে উতসাহ দেই, হুমমম ভাল ভাবে কাজ কর, কোন ঝামেলায় জড়াইয়োনা, টাকা পয়সা সাবধানে রেখো , তারপর একসময় দেশে চলে আস ।আলফীর খবর নিল, দোয়া করতে বলে মালেক রেখে দিল, ভাল থাকুক মালেক এই কামনা করে আমিও রেখে দিলাম।



ফোনটা রেখে অঞ্জনের কাঞ্চনজংঘা গানটার কথা মনে পড়ল.........



মালেক দেশে কোন কাঞ্চন রেখে গেছে কিনা জানিনা তবে তার কথাই সে সুর আমার কানে বেজে চলল ।



আর কিছু টাকা আমি জমাতে পারলে

যাব , যাব ফিরে...........

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: মানুষ আসলেই তার স্বপ্নের সমান বড়,

না
বরং স্বপ্নের চেয়েও বড় :)

++
মালেকের জন্য শুভ কামনা।

২| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩০

অনির্বান বলেছেন: মালেক, ভালোভাবে বেঁচে থাকো ভাই!

৩| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৬

মহাপাগল বলেছেন: Copy From Click This Link
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx এ্যাই মিয়া কপি পেষ্ট মারলা কিল্লাই

৪| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৯

শ।মসীর বলেছেন: ও ভাই একি ঘটনা ঘটাইলেন, আগে ত লোকজন এমন ভাবে কপি মারত ধরাই পরতোনা , আপনে দেখি সকালের পোস্ট বিকালে কপি মাইরা দিলেন..........

তু সি গ্রেট হো...........।

Click This Link

৫| ১০ ই জুন, ২০১৩ রাত ১:৩২

কষ্টসখা বলেছেন: ভাই আরেক জনের পোষ্ট কোন কৃতঞ্জতা ছাড়া এভাবে কপি করা খুবই অন্যায়।
এতে করে ভাল লেখকেরা লেখার আগ্রহ হারিয়ে ফেলে ফলে ব্লগ হয়ে যায় ডাস্টবিন।
দয়া করে এভাবে কপি করবেন না বরং একান্তই যদি কপি করতে হয় তাহলে অন্তত লিংকটা লেখার নিচে দিয়ে দিয়েন।
আর লেখা চুরি করে প্রশংসা পাওয়ার চেয়ে না লেখায় বেশী সন্মানের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.