নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ৈসয়দ আিমন

তুমি আর নেই.... সেই তুমি........

ৈসয়দ আিমন › বিস্তারিত পোস্টঃ

আর কত দিন নীরব থাকবেন?

১২ ই জুন, ২০১৩ সকাল ১০:২৬

এবার ধর্ষিত হলো ১৭ বছর নয়, ১৭ মাসের শিশু। যুবতী মেয়েদের দেখে না হয় এদের মনে যৌন সুড়সুড়ি জাগে, তাই বলে ১৭ মাসের একটা বাচ্চাকে দেখেও? কি করে সম্ভব? যে এই কাজ করছে, সে কি কোন মানুষের গর্ভজাত সন্তান নাকি কুকুরের?



আমাদের এলাকাতে এক আপু ছিলো যে কিনা আমার থেকে বছর দুই-এক এর বড়, নাম বলতে চাইছি না, আমার ফ্রেন্ডলিষ্টের অনেকেই চিনেন তাকে। ছোট থেকেই দেখেছি সে যখনই বাসা থেকে বেরিয়ে কোথাও যেত, তার বাবা সবসময় তার সাথে যেত- কি স্কুল, কি প্রাইভেট, কি শপিং। সব মানুষই লোকটাকে বিদ্রুপের সুরে বলতো- কী ভাই, মেয়ের পার্মানেন্ট বডিগার্ড হয়ে গেলেন? লোকটা কিছু বলতো না, নীরবে প্রসঙ্গটি এড়িয়ে যেত।



আজ আমি বুঝি, সেই লোকটা আসলে কেন এমন করতো। আমাদের সমাজে মানুষরূপী কিছু কুকুরের বাচ্চা ঘুরে বেড়ায়, যাদের হাত থেকে মহিলা-যুবতী থেকে শুরু করে দুধের বাচ্চারাও নিরাপদ নয়। সেক্ষেত্রে বাবা হিসাবে মেয়েকে রক্ষা করতে হলে মেয়ের বডিগার্ড না হয়ে উপায় থাকে?



ভেবেছিলাম বিবাহিত জীবনে আমি যদি কোন মেয়ের বাবা হই, তাহলে আমার মেয়ের বয়স ছয়-সাত হওয়ার আগেই টাকা পয়সা যা কামানোর, কামিয়ে নিব। এরপর সারা জীবন সেটা খরচ করবো আর উপরে যে বাবার কথা লিখেছি, উনার মত মেয়ের বডিগার্ড হয়ে থাকবো। কিন্তু আশেপাশে যা দেখছি, তাতে মনে হচ্ছে মেয়ের জন্মের পরের মূহুর্ত থেকে মেয়ের বডিগার্ডের দায়িত্ব নিতে হবে। কারণ কখন আমার মেয়ের উপর কোন কুকুরের বাচ্চার কুদৃষ্টি পড়ে, তা তো বলা যায় না!



একবার ভাবুন, আজ যে বাচ্চাটির সাথে এই ঘটনা ঘটেছে, সে আমার-আপনারও মেয়ে হতে পারতো। আর কত দিন নীরব থাকবেন? গর্জে উঠুন এখনই, প্রতিবাদ করুন সবাই নিজ নিজ জায়গা থেকে। আর যেন কোন মেয়েকেই এমন পরিনতির স্বীকার না হতে হয়। আমাদের মা, বোন, মেয়ের জন্য যদি আশেপাশের পরিবেশটা নিরাপদ করতে নাই পারি, তাহলে ঐ ধর্ষকগুলোকে নয়, ওদের ধর্ষণের কারণে আমাদেরই শাস্তি হওয়া উচিত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৩ সকাল ১১:০০

ঢাকাবাসী বলেছেন: এমন একটা জাতি আমরা যে ঘেন্না হয়। সব নপুংসকের দল। সবচাইতে বড় ইচ্ছাকৃত নপুংসক হল গিয়ে সরকার।

২| ১২ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৯

শুভ অঙ্কুর বলেছেন: শুধু বডিগার্ড হলে হবে না, লাইন্সেস সহ পিস্তল নিয়ে একটা একটা করে গুলি করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.