![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফরমালিন এ চুবানো, কার্বাইড দিয়ে পাকানো আম- এই নিয়ে কত হাউকাউ, অথচ একটা উদ্যেগ নিলেই ফরমালিন/ কার্বাইড এর প্রকোপ কমে যেতে পারে প্রায় পুরোটাই ।
ঢাকা শহরে যত আম আসে তার ৯০ ভাগই আসে বঙ্গবন্ধু সেতু/ যমুনা নদী পার হয়ে , সেতুর যেকোন একপাশে সরকারি লোকজন কেমিক্যাল টেস্টের মেশিন নিয়ে বসে ছাড়পত্র দেয়া শুরু করলে কেমিক্যাল যুক্ত আম ঢাকায় ঢোকার সুযোগ প্রায়ই বন্ধ হয়ে যাবে। প্রতিদিন ঢাকায় টিভি ক্যামেরা সাথে নিয়ে খুচরা ৫-৬টা দোকানিকে ধরে আর জরিমানা করে এই সমস্যার কোন সমাধান হবেনা, আসল কারবারিদের এতে কোন ক্ষতি হয়না । কেমিক্যাল মেশানোই হয় বাগানে সাপ্লাই এর আগে, সো আটকাতে হলে মাঝপথেই আটকাতে হবে ।
২| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৮
শ।মসীর বলেছেন: ভাই আমার ফেবু স্ট্যাটাসটা কোন অনুমতি ছাড়া কপি করে দিলেন ??
৩| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
ঢাকাবাসী বলেছেন: যদি আম ভালই করে ফেলে তাহলে ড. হাজান মাহমুদের পরিবেশের লোকেরা ঘুষ খাবে কেমনে?
৪| ১৭ ই জুন, ২০১৩ রাত ১০:২০
ভালোরনি বলেছেন: ফর্মালিন বা কার্বাইড যারা ইমপোর্ট করে তাগো ধইরা বান্ধন দরকার আগে। তারপর সব হিসাব মিল্লা যাইবো।
৫| ১৭ ই জুন, ২০১৩ রাত ১১:৪৮
আরজু পনি বলেছেন:
আহারে ! লেখাটা সবারই পছন্দ করার কথা ! তাই বলে এভাবে চুরি !
একটু নামটাতো পর্যন্ত উল্লেখ করতে পারতেন না কি?!
শামসীর ভাইইইইইইই .......................!
৬| ১৮ ই জুন, ২০১৩ সকাল ৯:২৩
হেডস্যার বলেছেন:
শ।মসীর বলেছেন: ভাই আমার ফেবু স্ট্যাটাসটা কোন অনুমতি ছাড়া কপি করে দিলেন ??
বলেন কি ??
ছাগলে এর চাইতে ভালো কি পারবে?
৭| ১৮ ই জুন, ২০১৩ সকাল ৯:২৫
প্রত্যাবর্তন@ বলেছেন: ভাই, অন্যের জিনিস টুক্লিফাই কইরা ব্লগে প্রকাশ করলে কত টাকা কইরা পাওন যায় ?
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪০
বটের ফল বলেছেন: একদম খাঁটি কথা। সাগরের মাছ কি পুকুরে ধরা পরে???
তবে জেলে যদি সাগরের মাছ ধরতে না চায় টাকা খেয়ে, তবে পুকুরে জাল ফেলতেই পারে!!!!! কি বলেন??
ভালো থাকবেন ৈসয়দ আিমন।