![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পরে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌছালো। জ্ঞান ফেরার পর প্রথমেইসে আল্লাহর কাছে প্রান খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়।কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো।এরই মধ্যে সে সমুদ্রতীরে তার জন্যে একটা ছোট ঘর তৈরী করে ফেললো। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার সে বেঁচে থাকলো। এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটিই ছাই হয়ে গিয়েছে এবং তার কালোধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে উঠলো, ‘হায় আল্লাহ,তুমি আমারভাগ্যে এটাও রেখেছিলে!’ পরদিন সকালে একজাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধারকরার জন্যই আসছিলো। সে অবাক হয়ে বললো, ‘তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পরে আছি! জাহাজের ক্যাপ্টেন জানালো, ‘তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে।’ যখন আমরা খুব বিপদে পরি তখন আমরাপ্রায় সবাই হতাশ হয়ে পড়ি। আমরা ভুলে যাই,'তিনিযা করেন তা আমাদের ভালোর জন্যেই করেন।' তাই এরপর যখন আপনার ঘর পুড়তে থাকবে মনে রাখবেন এটা হয়তো সেই ধোঁয়ার সংকেত যা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে।
২| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ২:২১
মাসরুর প্রধান বলেছেন: সুবাহান আল্লাহ
৩| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ২:২৮
খাটাস বলেছেন: সুন্দর গল্প। কিন্তু বিবেচ্য যে, আটকে পড়া বেক্তি রান্নার আগুন জালানোর মত জ্ঞান রাখেন, কিন্তু ধোয়া দিয়ে দুরের জাহাজ কে সঙ্কেত জানানোর জ্ঞান রাখেন না।
যাই হোক, আল্লাহ যা করেন, ভালর জন্যই করেন।
৪| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৬
লিঙ্কনহুসাইন বলেছেন: এটা সত্য কোন ঘটনা নয় , এটা একটি গল্প!! আর প্রতিটি গল্পেরই পজেটিভ এবং নেগেটিভ দুটি দিকই খোলা থাকে, আপনি কোনটি গ্রহণ করবেন সেটাই বিবেচ্য বিষয় ।
৫| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৭
বাংলাদেশী দালাল বলেছেন: আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন।
৬| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৯
বোকামন বলেছেন:
আস সালামু আলাইকুম
৭| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৮
রুপম হাছান বলেছেন: আল্লাহ্ সকলের মঙ্গল করুন প্রতিনিয়ত। আর আমরা সব সময় আল্লাহ্ তায়ালার প্রশংসা করব কারণ তিনি বান্দার ভালোর জন্যই সব কিছু করেন আর আমরা না জেনে সেই আল্লাহ্ দোষ দিয়ে থাকি। গায়েবকি খাবর তিনিই তো ভালো জানেন। আমিন।
৮| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৫
রাজনীতির ভাষা বলেছেন: লেখা ভালো হয়েছে সত্য অসত্য সেটা বিবেচ্য নয়।
কিন্তু সুবিধাবাদীরা সবজায়গাই সুবিধা খোঁজার চেষ্টা করে। তাই সবসময় বিবেককে জাগ্রত রাখতে হবে। নাহলে সুযোগ-সন্ধানীদের কোপানলে পড়তে হবে।
৯| ২৯ শে জুন, ২০১৩ রাত ৯:৩২
আরজু পনি বলেছেন:
অহেতুক কৌতুক - সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের... | Facebook
Click This Link
সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পরে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌছালো। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রান খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়। কিন্তু
সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের... - বাঁশেরকেল্লা ... - Facebook
Click This Link
সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পরে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌছালো। জ্ঞান ফেরার পর প্রথমেইসে আল্লাহর কাছে প্রান খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়।
সমুদ্রের মাঝখানে | হ-য-ব-র-ল....
fedgety.blogspot.com/2013/03/blog-post_22.html
২২ মার্চ, ২০১৩ – সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পরে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌছালো। জ্ঞান ফেরার পর প্রথমেইসে আল্লাহর কাছে প্রান খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই ...
মার্চ | 2013 | রজনী গন্ধা | Page 3
rojonigondha.wordpress.com/2013/03/page/3/
22 মার্চ. সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পরে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌছালো। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রানখুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়।
এমন ঘটনা সবার জানা উচিৎ। - ৈসয়দ আিমন এর বাংলা ব্লগ । bangla blog ...
Click This Link
সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পরে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌছালো। জ্ঞান ফেরার পর প্রথমেইসে আল্লাহর কাছে প্রান খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়।
A true story | True
najmursajib.blogspot.com/2013/06/a-true-story.html
৩ দিন আগে – সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পরে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌছালো। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রান খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই ...
ধর্ম বিষয়ক একটা সুন্দর গল্প। | সনাতন ওয়েব | | ধর্ম প্রচারে আমাদের আগমন
Click This Link
৯ এপ্রিল, ২০১৩ – সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পরে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌছালো। জ্ঞান ফেরার পর প্রথমেই সে ভগবানের কাছে প্রানখুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই ...
একজন সমুদ্রযাত্রীর গল্প (সংগৃহীত) - ''ক্ষণিকের অতিথি'' - khoni...
es.peperonity.com/go/sites/mview/khoniker-0tithi/.../45894110
৪ জানুয়ারী, ২০১৩ – সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পরে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌছালো। জ্ঞান ফেরার পর প্রথমেইসে আল্লাহর কাছে প্রান খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই ...
iqbalbd9'এর বাংলা ব্লগ - বাংলা ফ্যামিলি
http://www.banglafamily.com › ... › iqbalbd9'এর বাংলা ব্লগ
৮ জুন, ২০১৩ – সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পরে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌছালো। জ্ঞান ফেরার পর প্রথমেইসে আল্লাহর কাছে প্রান খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই ...
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৩ দুপুর ২:০৫
বটের ফল বলেছেন: ধন্যবাদ ভাই।
আমাদের সবার উচিৎ সর্বাবস্থায় মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করা।
ভালো থাকবেন।