নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ৈসয়দ আিমন

তুমি আর নেই.... সেই তুমি........

ৈসয়দ আিমন › বিস্তারিত পোস্টঃ

হতাশার কথা বিদ্বান পাত্র আজকাল কেউ আর চাইছেন না........................

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৫

বর্তমানের এ জরিপে যে বিষয়টি সব থেকে বৈশিষ্ট্যপূর্ণ বলে মনে হয় সেটি হলো কন্যার প্রতি বিশ্বস্ত বর চাইছেন কন্যা এবং অভিভাবক উভয়ই। এ উদ্বেগের বিষয়টি আগের জরিপে পাওয়া যায়নি। এমনকি উচ্চবিত্ত ও মধ্যবিত্ত ঘরের অনেক মেয়েও অর্থবিত্তের পাশাপাশি বরের বিশ্বস্ততা চাইছেন। আর গতবারের সঙ্গে পাত্রের গুণের যে বিষয়টির চাহিদা এবারো অক্ষুন্ন আছে সেটি হলো ব্যক্তিত্ব। পেশার ক্ষেত্রে নির্দিষ্ট পছন্দ এখন আর মেয়েদের নেই। অনেকেরই এক জবাব। পেশা সবগুলোই ভালো লাগে। পেশার ক্ষেত্রে অভিভাবকরা গতবারের মতো এবারো সাংবাদিকতাকে গুরুত্ব দেননি। আর কন্যাদের মধ্যে যারা একটু আগ্রহী তারা আবার সাম্প্রতিক সাংবাদিক নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন। পুলিশ, রাজনীতিবিদ, গতবারের মতো এবারও পছন্দের তালিকায় নেই কন্যা ও অভিভাবকদের। পছন্দ করার পরিবর্তে এ দুক্ষেত্রে বেশিরভাগ কন্যা ও অভিভাবক জরিপকারীদের কাছে অনেক বিতৃষ্ণা প্রকাশ করেছেন।



তবে সব থেকে ইতিবাচক যে বিষয়টি এবার পাওয়া গেছে তা হলো বিয়ের সিদ্ধান্ত বা বর পছন্দের ক্ষেত্রে কন্যারা আরো স্বাধীন হয়েছেন। অভিভাবকরা যেমন কন্যাদের পছন্দে ভরসা রাখছেন, তেমনি নিজের পছন্দকেই চূড়ান্ত হিসেবে রায় দিয়েছেন অনেক কন্যা। এদের সংখ্যা সাপ্তাহিক ২০০০-এর গত জরিপের তুলনায় বেড়েছে। তবে হতাশার কথা বিদ্বান পাত্র আজকাল কেউ আর চাইছেন না। বিশেষত অভিভাবকদের পছন্দের তালিকায় বিদ্বানরা একেবারেই উপেক্ষিত। আরো একটি আশঙ্কার কথা রাজনীতিবিদদের জনপ্রিয়তা আগের মতোই কম। অনেকে ব্যক্তিগতভাবে রাজনীতিবিদদের ব্যাপারে অপছন্দের কথা প্রকাশ করেছেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

নিষ্‌কর্মা বলেছেন: মেয়েদের হুঁশ হৈসে। আগে ভাবত যে অর্থ বিত্তই জীবনের মূল। এখন দেখে যে অর্থ নিয়ে মেতে থাকলে জামাইরা বাইরে ফুড়ুৎ! সেই জন্য বয়ফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে বিবাহ করাটাই বুদ্ধিমানের কাজ বলিয়া ঠাহর করিতেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.