নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ৈসয়দ আিমন

তুমি আর নেই.... সেই তুমি........

ৈসয়দ আিমন › বিস্তারিত পোস্টঃ

প্রেমিক ভাড়া দেয়া হবে .....................!

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৩৬

বাড়ি, গাড়ি, দোকান, গেরেজসহ অনেক কিছুই ভাড়ায় পাওয়া যায়। তবে কেউ কি শুনেছেন প্রেমিক ভাড়ায় পাওয়া যায়? এবার জেনে রাখুন, যে কেউ চাইলে ভাড়ায় নিতে পারবেন প্রেমিক। তবে এ সুযোগটি কেবল চীনের নারীদের জন্যে। চীনে বয়ফ্রেন্ড খোঁজার জন্যে ‘তাওবাও ডট কম’ নামে সম্প্রতি নতুন একটি ওয়েবসাইট খোলা হয়েছে। জানায় বিবিসি।

ওয়েব সাইটে প্রবেশ করলেই আপনার চোখে পড়বে একটি নোটিশ। সেখানে লেখা ‘বয়ফ্রেন্ড ভাড়া আছে’।

অনলাইনের এ প্রেমিকের সাথে ভাড়ার বিনিময়ে যে কেউ খানাপিনা করতে পারবেন। ঘুরতে পারবেন পছন্দের জায়গায়। সিনেমা দেখতে পারবেন, নাটক দেখতে পারবেন, রেস্টুরেন্টে বসে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতে পারবেন। যদি নতুন এ প্রেমিকের কাছে অন্তরঙ্গ কোনো মুহূর্ত দাবি করেন তাও সম্ভব।

তবে এর জন্যে অর্থ পরিশোধ করতে হবে।চুমু বিক্রি করা হচ্ছে ৮ ডলার এ । প্রতি ঘণ্টায় ভাড়াটিয়া প্রেমিককে দিতে হবে টাকা। বর্তমানে চীনে ১ কোটি ৮০ লাখ ‘সিঙ্গেল ওম্যান’ রয়েছে। এছাড়া চীনা তরুণীরা তো আছেই।

সুত্র বিবিসি

অর্থসূচক লাইফস্টাইল ডেস্ক

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:১৭

কাজী দিদার বলেছেন: ভাল তো , ভালো না ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.