![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
• প্রেসিডেন্ট থাকা অবস্থায় ছেলে মাহাদির বিয়েতে মাত্র ৪৫ জন অতিথিকে (২৫ জন নারী এবং ২০ জন পুরুষ) নিমন্ত্রণ করেন। (তাকে যখন NBC নিউজ চ্যানেলের সাংবাদিক এর কারণ জিজ্ঞাসা করেন তখন তিনি অত্যন্ত হাসি মুখে বিনয়ের সাথে বলেন, এর চাইতে বেশি মানুষকে দাওয়াত দেয়ার সামর্থ্য আমার নেই ।)
• তাও সেই বিয়েতে কোনো ভোজের ব্যবস্থা ছিল না। প্রত্যেক অতিথিকে একটি কমলা, একটি কলা, একটি আপেল আর ছোট্ট এক টুকরো কেক দিয়ে আপ্যায়ন করা হয়েছিল।
• অফিসের কার্পেটের ফ্লোরে বসে তৃপ্তির সাথে সবার সামনে তিনি তার খাবার খান।
• অন্যান্য দেশের মহিলা প্রধান মন্ত্রী কোন বৈঠকে যখন তার সাথে হাত মেলাতে এগিয়ে আসেন, তখন সে খুব বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করে প্রতিত্তরে সালাম জানান ।
• তিনি এত বেশি পরিশ্রম করেন যে, তিনি সারাদিন ৩ ঘণ্টার বেশি ঘুমানোর সময় পান না।
• কখনও নামাজ বাদ দেন না। নামাজের সময় হলে রাস্তায় ছোট্ট কাপড় বিছিয়ে নামাজ আদায় করেন।
• রাষ্ট্রীয় সব বড় বড় নামাজের জামাতে তিনি সব সময় পিছনের সারিতে সাধারণ মানুষের সাথে বসতে ভালোবাসেন।
হাজারো সালাম এই নেতাকে। তার থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি।
২| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:০৪
কোডনেম ৬৬৬ বলেছেন: আপনি শিয়া না সুন্নি? ইরানে সুন্নিদের অবস্থা সম্পর্কে কিছু জানেন?
৩| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:১৩
সাহসী বীরবল বলেছেন: ভাল লাগল
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:০০
শাহ আশরাফ বলেছেন: হাজারো সালাম এই নেতাকে। তার থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি।