![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চার জেলা মুক্তিযোদ্ধা মুক্ত হওয়ার পর এবার শুরু হয়েছে ঢাকা শহর মুক্তকরন। কথাটা ভাল শুনাল না। এরকম বললে মনে হয় আরও ভাল শুনাত চার জেলায় রাজাকারদের জয়ের পর এবার ঢাকা। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এগুলি পবিত্র জিনিস। এগুলো কারও ব্যাক্তিগত সম্পত্তি নয়। লেবু কচলালে যেমন তীতা হয় তেমনি স্বাধীনতা নামক পবিত্র বস্তুটাও আজ অনেকের কাছে এরকম। যে দেশে, কোরআনের ধারক বাহকদের কোরআন পোড়ানোর অভিযোগ দিয়ে কোরআনের মত পবিত্র গ্রন্থ নিয়ে রাজনীতি করা হয়, যে দেশে জীবিত রেশমাকে ১৭ দিন পর আবার পূর্নজন্ম দেওয়া হয় । যে দেশে নাম করা নাস্তিক মারা গেলে “দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ” ঘোষনা করা হয়। যে দেশে আসল মুক্তিযোদ্ধারা না খেয়ে মার যায়, আর তথাকথিত মুক্তিযোদ্ধাদের নাতীরাও চাকুরীর দরবারে দেবতা তুল্য হিসেবে হাজির হয়। সে দেশের নীতি নির্ধারক পবিত্রতারই কি বুঝকে আর তো স্বাধীনতা। ধর্মের জন্য জীবন দিতে পারি কিন্তু রাজনীতির নয়। ব্রিটিশরা দেশ বিভাজন করেছিল দ্বিজাতী তত্বের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে নয়।
২| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুন্দর বিশ্লেষণ। মানুষ এখন অনেক সচেতন।
৩| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৯
নুসরাত আহসান বলেছেন: দেশের মানুষ এখন অনেক অনেক বেশি সচেতন। তারা এখন পরিবর্তন চায়। তাই এইসব ফালতু বিশ্লেষণে মানুষ এখন হাসবে।
৪| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৮
ভ্রমন কারী বলেছেন: ++++++
স্বাধীনতা বা মুক্তিযুদ্ধকে একটি দল বা গোষ্ঠি তাদের ব্যাক্তিগত সম্পদে পরিনত করে চরম অপমানের পথ খুলে দিয়েছে......
স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ দেশের সব মানুষের হলে কেউ কোন দিন অমর্যাদা করতে পারবে না ।
৫| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৮
নুসরাত আহসান বলেছেন: ভ্রমন কারী কথাটা ঠিক বলছেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুন্দর বিশ্লেষণ। মানুষ এখন অনেক সচেতন।