নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ৈসয়দ আিমন

তুমি আর নেই.... সেই তুমি........

ৈসয়দ আিমন › বিস্তারিত পোস্টঃ

শেয়ার মার্কেটে আপনাদের স্বাগতম ................................

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৫

অনেক দিন আগে কোন এক গ্রামেবাইরে থেকে এক

লোকএসে ঘোষণা দিল যে সে ১০

টাকা করে একেকটা বানর কিনবে।ওই গ্রাম আর তার

আশেপাশের বনে বানর ছিলপ্রচুর। তাই

গ্রামবাসী বনে গিয়ে বানর ধরে এনেবেচা শুরু করল।

ওই লোক ১০ টাকায় হাজার হাজার বানর কিনল। আর

যখন বনের বানরের সংখ্যা কমে যেতে লাগলো।

গ্রামবাসী বানর ধরা বন্ধ করে দিল।

এরপর ওই লোক আবার ঘোষণা দিলসে ২০

টাকা করে বানর কিনবে।লাভজনক

দেখে গ্রামবাসী আবার বন থেকে বানর

ধরা শুরুকরলো। কিনে আবার বেচতে লাগলো ওই লোকের

কাছে। এরপর যখন আবার বানর দুর্লভ

হয়ে গেলো তারা বন্ধ করে দিল।

এরপর লোকটা ঘোষণা দিল

সে ২৫টাকা করে দিবে একেকটা বানরের জন্য। কিন্তু

এখন বানর এত দুর্লভ হয়ে গেছে যেদেখা পাওয়াই

কষ্ট, ধরা তো দূরের কথা।

এরপর আবার ওই লোক ঘোষণা দিলসে ৫০

টাকা করে বানর কিনবে! এরপর সে তার

সহকারীকে বানর কেনারদায়িত্ব

দিয়ে শহরে চলে গেলো একটা কাজে।

সহকারী তখন গ্রামবাসীদের তাদের কেনা হাজার

হাজার বানরের বিরাট খাঁচা দেখিয়ে বলল “আমি এই

বানরগুলো তোমাদের ৩৫ টাকা করে বেচতে পারি।

যখন উনি শহর থেকে ফিরবে তখন তার কাছে ৫০

টাকাকরে বেচতে পারবে।

গ্রামবাসী তাদের সমস্ত টাকা পয়সা সঞ্চয় দিয়েসব

বানর ৩৫ টাকা করে কিনে নিলোসহকারীর কাছ

থেকে।

এরপর ওই লোক কিংবা তার সহকারীর আর কোনোদিন

দেখা পাওয়া গেলো না। চারদিকে তখনশুধু বানর

আরবানর।

Moral : শেয়ার মার্কেটে আপনাদের স্বাগতম ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২২

এস এইচ খান বলেছেন: ....চারদিকে তখনশুধু বানর আর বানর =p~ =p~ =p~


চমৎকার! +

২| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৩

মশিকুর বলেছেন:
কিছু কিছু গল্প যতবার শুনি ততবারই ভাললাগে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.