![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক বন্ধুকেই আমি দেখেছি, তারা হোটেল রেস্তোরায় খেয়ে ওয়েটারকে ৫০/১০০ টাকা বকশিশ দেয়। এটা বিরাটপ্রেস্টিজের ব্যাপার!
রেস্টুরেন্ট থেকে বের হবার পর মুহূর্তেই কোন কঙ্কালসার ভিখারিনী ২ টাকা চাইলে, তাদের মুখেই "ভাংতি নাই" বলে ধমক দিতে শুনেছি।
অনেক প্রবাসী ভাই/ বন্ধুকে দেখেছি, তার বাপ মায়ের ঘামের টাকায় বিদেশ যায়। তারপর শালীর জন্য দামী ঘড়ি, মেকাপ বক্স, সেন্ট পাঠায়। কিন্তু নিজ বোনের খোঁজ নেবার সময় তাদের হাতে নেই।
মডার্ন ফ্যামিলির অনেক পিতা মাতাকে দেখেছি, তারা হাজার টাকা খরচ করে তাদের ননীর পুতুল সন্তানের জন্য খেলনা কিনেন। সন্তান যখন এই খেলনা ভাঙ্গে, তারা খুব মজাপান।
অথচ তাদের বাসার ছোট্ট কাজের মেয়েটা যদি অসতর্কতাবশত একটা গ্লাস ভেঙ্গে ফেলে, তার উপর নেমে আসে অত্ত্যাচার।
গত বছর যখন ভার্সিটির হলে থাকতাম, আমার রুমমেট ছিল তার মায়ের একমাত্র সন্তান। তাকে দেখতাম প্রতিদিন গার্লফ্রেন্ডের সাথে ৩-৪ ঘন্টা কথা বলে। অথচ তার মা একবারের বেশি ২ বার ফোন করলেই সে বিরক্তি প্রকাশ করতো।
এ সকল নিচু স্তরের মন মানসিকতা থেকে আমাদের দ্রুত বেরিয়ে আসা উচিত ।
২| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩১
চাঁন মিঞা সরদার বলেছেন: সত্যি কথা বলেছেন।
ধন্যবাদ।
৩| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: কথা সত্যি, বিষয়টা মাথায় রাখার চেষ্টা করবো সব সময়।
৪| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৬
কাউসার রানা বলেছেন: এই রকম সত্যগুলো বলার মানুষ খুব কম এখন। ধন্যবাদ আপনাকে।
৫| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৩
প্লবঙ্গ বলেছেন: vai karo lekha cut,copy marle source ullekh kore diben............na hole manush ke thokano hoi.....................
৬| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৪
প্লবঙ্গ বলেছেন: vai karo lekha cut,copy marle source ullekh kore diben............na hole manush ke thokano hoi.....................
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৯
লাবনী আক্তার বলেছেন: খুব সত্যি কথা বলেছেন। আমরা মানুষ বড়ই অদ্ভুত।