নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ৈসয়দ আিমন

তুমি আর নেই.... সেই তুমি........

ৈসয়দ আিমন › বিস্তারিত পোস্টঃ

জুতা মেরে গরু দান" নয় কি ?

১৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৭

এখন মুক্তিযোদ্ধাদের উচিত নিজেদের কৌটা বাতিল করার জন্য আহ্বান করা । যাদের বিরুদ্ধে উনারা প্রানের বাজী রেখে যুদ্ধ করছেন, তাদের বাচিয়ে রেখে ওনাদের সুবিধা দেয়া মানে " জুতা মেরে গরু দান" নয় কি ?

- মুক্তিযোদ্ধা'রা আপনারা আমাদের অনেকেরই বাবা বা দাদার সমান । আমাদের সাধারন জনগনের আইন করে আপনাদের সাহায্য না করতে পারলেও আমরা আপনাদের কখনও ভুলবনা , যতটুকু পারি সাহায্য করব ।

- এক প্রবাসী ভাইকে ৩-৪ বছর পূর্বে প্রশ্ন করছিলাম , আপনি যেটাকা বিদেশে আয় করেন তার সবটাইতো আপনার খরচে চলে যায় ।তাহলে, দেশে ফিরলেতো এই কাজ করে অনেক টাকা আয় করতে পারতেন এবং অনেক খরচ বাচিয়ে টাকা জমাও থাক ত ।

উনি বলেছিলেন , বড় হও অনেক কিছু বুঝবা ।নিজের দেশে নিজে কষ্ট করে আয় করার পরও অন্য কেউ যখন বিনা কারনে ভাগ বসাইয়া নিয়া যাবে , আবার কোন দরকার হলে যোগ্যতা থাকা সত্তেও তোমার নিচের অযোগ্য লোকদের কাজে গিয়ে পা চাটতে হবে, তখন কেমন লাগবে ?

এর চেয়ে এখানে দিন আনি দিন খাই এটাই অনেক শান্তি ভাই ।

- ইদানিং দেখছি তাই দিন দিন প্রমান হচ্ছে !!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৬

মদন বলেছেন: কৌটা নয়, কোটা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.