![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সমবেত হল, কেবল একটি ছেলে ছাতা সহ এলো। —এটাই বিশ্বাস।
২. আপনি যখন কোন শিশুকে শুন্যে ছুঁড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকে কারন সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন। ——এটাই ভরসা।
৩. প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই, কোন নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব। তবুও আমরা পরের দিনের জন্য এলার্ম দিয়ে রাখি। ———এটাই আশা।
কাজেই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস, ভরসা এবং আশা রাখুন।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৪
খইকাঁটা বলেছেন: আপনি কতটা সুন্দর লিখেছেন তা জানিনা, তবে আমার ভীষন ভাল লাগলো।