নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ৈসয়দ আিমন

তুমি আর নেই.... সেই তুমি........

ৈসয়দ আিমন › বিস্তারিত পোস্টঃ

একটি সত্য ঘটনা অবলম্বনে ...........................

৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৫

আমার মার একটি চোখ ছিল । আমি তাকে দেখতেই পারতাম না । সব জায়গাতেই তার জন্য আমার লজ্জা পেতে হত । তার বিদঘুটে চেহারা দেখে সবাই আমাকে উপহাস করত ।

আমি সব সময়ই বলতাম যে তুমি মরতে পারনা ?? তোমার জন্য আর কত হাস্যকর পাত্রে পরিণত হব আমি ??

যাই হোক, এক সময় আমি উচ্চশিক্ষার জন্য বাহিরে পড়তে গেলাম । সেখানে সফল ভাবে প্রতিষ্ঠিত হয়ে আমি বিয়ে করলাম । আমি আমার স্ত্রী আর ২ টি মেয়ে নিয়ে বেশ ভালই সুখে ছিলাম ।

একদিন মা আমার সাথে দেখা করার জন্য আসলেন । এত বছরের মধ্যে আমার বা আমার পরিবারের কারো সাথে মার দেখা হয় নাই । মা যখন দরজার সামনে দাঁড়ালেন, তখন আমার সন্তানেরা মা'কে দেখে হেসে ফেলল । আমি লজ্জায় তখন তাকে ধমক দিয়ে বললাম,"কে আপনি ? এখানে কেন এসেছেন ? আপনার সাহস কত যে আপনি আমার সন্তানদের ভয় দেখাচ্ছেন ? "

মা বুঝতে পেরে বলল, ওহ ! দুঃখিত । আমি ভুল জায়গায় এসেছি ।

কিছুদিন পর আমি এক নিকট প্রতিবেশীর কাছে খবর পেলাম যে আমার মা মারা গেছে । আমার মাঝে তেমন কোন প্রতিক্রিয়া হলনা । আমি গেলাম আমাদের সেই পুরনো বাড়িতে ।

একজন প্রতিবেশী আমাকে একটি চিঠি দিয়ে বলল যে আমার মা আমার কাছে দিতে বলেছেন ।

আমি চিঠিটি পড়া শুরু করলাম। >>>>>

" আমার প্রানপ্রিয় পুত্র ,

আমি সবসময় তোমাকে নিয়েই ভাবি । আমি অতিশয় লজ্জিত যে আমি তোমার সন্তানদের ভয় দেখিয়েছিলাম ।

আমি খুবই দুঃখিত যে আমি সবসময়ই তোমাকে হাসির পাত্রে পরিণত করেছি ।

দেখ, আসলে তুমি ছোটবেলায় খুবই ভয়ংকর এক্সিডেন্ট করেছিলে, যার জন্য তোমার একটি চোখ নষ্ট হয়ে যায়। মা হিসেবে আমি তা মানতে পারিনি । তাই আমি তোমাকে আমার একটি চোখ দিয়ে দিই।

আমি মা হিসেবে খুবই আনন্দিত যে আমার ছেলে এই দুনিয়াকে প্রানভরে দেখছে ।

তোমাকে আমি অনেক ভালবাসি ।

তোমার মা ।"

....আমার কিছুই বলার নেই। একটা কথাই বলবো, মা-বাবার প্রতি বিরূপ না হয়ে তাঁদের প্রতিভালোবাসা দেখান। তাঁদের মনে কষ্ট দিয়েন না।

(collected)

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৩

শুটকাভাই বলেছেন: আগেও পড়েছি, মা ছাড়া এত বড় ত্যাগী আর কে হতে পারে!

২| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৪

শুটকাভাই বলেছেন: আগেও পড়েছি, মা ছাড়া এত বড় ত্যাগী আর কে হতে পারে!

৩| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৫

শুটকাভাই বলেছেন: আগেও পড়েছি, মা ছাড়া এত বড় ত্যাগী আর কে হতে পারে!

৪| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৬

শুটকাভাই বলেছেন: আগেও পড়েছি, মা ছাড়া এত বড় ত্যাগী আর কে হতে পারে!

৫| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৭

নতুন বলেছেন: পড়েছি ... মা ই পারে সন্তানের জন্য এমন ত্যাগ করতে...

কিন্তু এটা মনে হয়না সত্য ঘটনা অবলম্বনে ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.