নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ৈসয়দ আিমন

তুমি আর নেই.... সেই তুমি........

ৈসয়দ আিমন › বিস্তারিত পোস্টঃ

জি ম্যাডাম , "পুরুষ জাতটাই আসলে খারাপ"

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৯

জি ম্যাডাম , "পুরুষ জাতটাই আসলে খারাপ"

ঠিক যেই মুহূর্তে আপনি কথাটা বললেন ওই মুহূর্তেই কোন এক পুরুষ হয়ত শখ করে আপনার জন্য এক গোছা কাঁচের চুড়ি কিনে ছুটছে লোকাল বাসের পিছে।

আপনি চুড়ির আনন্দে ভাসবেন, দেরি হওয়াতে মুখে অভিমানের চন্দন লাগাবেন, কিন্তু ওই পুরুষের ক্লান্ত, অবসাদে জীর্ণ অন্তর দেখবেন না।

শুধু আপনার জন্য হয়ত কোন বেকার যুবক হন্য হয়ে চাকরি খুঁজে চলেছে। মনে মনে ভাবছে কবে যে অঞ্জন দত্তের মত গাইবে- "চাকরী টা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবেনা "

সে গান কণ্ঠে ধারণ করার আগেই আপনারা ক্যারিয়ার-নিরাপদ ভবিষ্যৎ এর পরিপাটি এক কারণ ঝুলিয়ে দেন সেই যুবকের সামনে, আটকে যায় যুবক। চেয়ে থাকে ফ্যালফ্যাল করে আপনার চেনা মুখের অচেনা রূপের দিকে। আপনি ভবিষ্যৎ এর অনেক কিছুই আগ থেকে দেখতে পেরেছেন কিন্তু ওই যুবকের করুণ দৃষ্টির মানে বুঝতে যাননি।

হ্যাঁ, পুরুষ স্বার্থপর। তাইতো অন্য কারো সাথে আপনাকে সুখী দেখে কোন গায়ক পুরুষ বলে ওঠে-

"যদি বল আড়ি, তোমাকেও ছেড়ে যেতে পারি"

আপনারা শুধু গান টা শোনেন, গানের আড়ালে চোখ কচলাতে কচলাতে যে পুরুষ শুধু আপনার সুখের জন্য সরে দাড়ায় আপনার রাস্তা থেকে, তার খবর কোনদিন নিতে যান না...সম্পর্ক নেই জেনেও পৃথিবীর কোথাও না কোথাও যে পুরুষ আপনার শুভ কামনায় প্রার্থনারত, তার জন্য আর কোন বিশেষণ নেই আপনাদের কাছে।

কী বললেন ? পুরুষ মাত্রই ফুর্তিবাজ ? হুম, ঠিক। এই জন্যই কোন পুরুষ যখন সারা মাসের সঞ্চয় আপনার হাতে তুলে দিয়ে বলে "তোমার সংসার চালাতে খুব কষ্ট হয়, না ?" সে কথার আড়ালের দীর্ঘশ্বাস আপনি আঁচ করতে পারেন না। আপনাকে মনের মত কিছু দিতে না পারার নীল কষ্টে সে কী পরিমাণে দংশিত হয় তা আপনার অগোচরেই থেকে যায়।

জী ঠিকই ধরেছেন, পুরুষের মন পাথর। পাথর মন বলেই হয়ত পুরুষের কান্না চোখ গলে ঝরতে চায় না, গলায় আটকে থাকে।

আপনারা কখনও বুঝবেন না, কাঁদতে পারার চেয়ে কাঁদতে না পারার যন্ত্রণা কতটা তীব্র !!!

(collected)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৮

সোহানী বলেছেন: আপনারা পুরুষের বেদনা দেখছেন কিন্তু একজন নারীর কষ্টটা কি বুঝেন???? আপনার সে কাচেঁর চুড়ি সে কত ভালবাসায় মমতায় বুকে জড়িয়ে রাখে!!!! সংসারের ক'টা টাকায় নিজের থালায় ভাত না রেখে আপনাদের থালা ভরিয়ে দেয়..... তা কি জানেন!!!! হাঁ অবশ্যই জানেন কিন্তু খেয়াল করেন না ... এই যা...

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

অপূর্ণ রায়হান বলেছেন: খারাপ ভালো ; দেশে বিদেশে , নারী পুরুষে , ধনী গরীবে সবখানেই আছে । কাউকেই ঢালাও ভাবে দোষ দেওয়া যায় কি ?


শুভেচ্ছা ।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০১

রক্ত পলাশী বলেছেন: সম্পর্ক নেই জেনেও পৃথিবীর কোথাও না কোথাও যে পুরুষ আপনার শুভ কামনায় প্রার্থনারত!!!-------ভালো লাগলো.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.