নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ৈসয়দ আিমন

তুমি আর নেই.... সেই তুমি........

ৈসয়দ আিমন › বিস্তারিত পোস্টঃ

THINKING creation of god @ who is creator of the world?

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩০



একদিন রাতে, এক হুজুর নামাজ পড়িয়ে মসজিদ হতে বাসায় ফিরছিলেন, তো পথের মধ্য এক বেধর্মী তাকে জ্ঞিগাসা করল যে, এই পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে, তাহলে কি সৃষ্টিকর্তা ও অসংখ্য?

হুজুর লোকটির কথা শুনে পাশের বাড়ি হতে তিনটা কলস নিলেন, তারপর একটি পুকুর হতে কলস তিনটা পূর্ন করে, চাঁদের দিকে মুখ করে মাটিতে রেখে লোকটির কাছে জ্ঞিগাসা করলেনঃ দেখতো চাঁদ কয়টা....?

লোকটি দেখলো যে প্রতিটি কলসিতে একটি করে চাঁদের প্রতিচ্ছবি আছে। তাই তিনি বল্লেন, হুজুর মোট তিনটা চাঁদ আজে...

হুজুর কলসির সমস্ত পানি পুকুরে ঢেলে দিয়ে বললেন, আসলেই কি আকাশে তিনটা চাঁদ...?

এবার বিশাল এই দীঘিতে তাকিয়ে দেখতো, কয়টা চাঁদ দেখতে পাও...!

লোকটি বলল, মাএ একটা চাঁদ দেখা যাই

হুজুর বলল,

কলসির মতো মানুষ নামের এই প্রানীটির ও চিন্তাশক্তি সীমিত, আর এজন্যই তুমি তিনটা চাঁদ দেখছো, কিন্তু বিশাল এই জলরাশি আর দূরের ঐ সীমাহিন আকাশের দিকে তাকিয়ে দেখতো....!

তুমি কেবল একটিই চাঁদ দেখতে পাবে, আর মনে রাখবে, পৃথিবীতে অসংখ্য ধর্ম থাকলেও অসংখ্য এই মানুষের সৃষ্টিকর্তা কেবল একজন-ই।

পরের দিন ঐ বেধর্মি ব্যাক্তি টি হুজুরের নিকট হতে ইসলাম ধর্ম গ্রহন করলেন.....!

(Collected)



মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২০

ভোরের সূর্য বলেছেন: আপনার শিরোনাম টা THINKING creation of god @ who is creator of the world? বুঝলাম না।

আপনার লেখার বর্ননায় মূল কথা হচ্ছে পৃথিবীতে অসংখ্য সৃষ্টিকর্তা আছে কিনা বিভিন্ন ধর্মের সাথে সাথে এবং আপনি একটি উদাহরন দিয়ে বল্লেন যে একজন। ভাল কথা কিন্তু এর সাথে শিরোনামের মিল খুজে পেলাম না। আপনার ইংরেজিকে বাংলা করলে দাঁড়ায় ''ভাবছি কিভাবে ঈশ্বর সৃষ্টি হয়েছে এবং কে পৃথিবী তৈরি করেছে।"

আর God এর সাথে আমাদের ইসলাম ধর্মের সৃষ্টিকর্তা মানে আল্লাহ্‌র কি সম্পর্ক সেটাও বুঝলাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.