![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহকারি শিক্ষক, সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়। সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। এবং মাস্টার ট্রেইনারঃ টি কিউ আই-সেফ-২, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা, বাংলাদেশ।
একশত পারসেন্ট হাতের স্পর্শ ছাড়া তৈরি হচ্ছে পাউরুটি।
এভাবেই বেকারিতে তৈরি হয়, পাউরুটি,বিস্কুট,কেক বনরুটি
সকালের টিফিনে, দুপুরের হালকা নাস্তায়, স্কুলে, ফুটপাতে,
না চাইলেও হাতের স্পর্শ ছাড়া তৈরি এইসব খাবার হয় খেতে।
আটা/ময়দা, চিনি,সোডা, আরো কিছু মিশিয়ে পায়ে পারিয়ে-
বানানো মিষ্টি মজার খাবারটি কেউ পারেনা যেতে এড়িয়ে।
মানুষের নেই নীতি আপাদমস্তক আছে শুধু ফাঁকিবাজি,দুর্ণীতি।
আমাদের দেশে এসব দেখার আছে সরকারি কর্মকর্তা-কর্মচারি।
বেতন পাচ্ছে প্রতিমাসে, তাদের নাই কোন তদারকি, খবরদারি।
নিয়ম মত ঘুষ পাচ্ছে প্রতিমাসে, দেখা-দেখির দরকার আছে?
ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট, টিএনও সবাই হল ফিল্ড অফিসার,
ফিল্ডে যাওয়া দুরের কথা, তাদের আছে গদি ওয়ালা চেয়ার।
প্রতিদিন হয় পরিদর্শন কাগজে-কলমে, যেতে হয়না কার্যক্ষেত্রে।
ঘুষের লিস্ট জানা আছে প্রত্যেক কারখানার মালিক-কর্মচারিদের।
এই আমাদের দেশ, জনগণ আছে বেশ, সৎ কাজটি করে না কেউ,
ন্যায়-নীতি, মনুষ্যত্ব, মানবতা, মায়া-মমতা কোনটিই নেই আমাদের।
২| ২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
সৈয়দ আনোয়ারুল হক বলেছেন: ধন্যবাদ, প্রামাণিক ভাই।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২২
প্রামানিক বলেছেন: চমৎকার পাউরুটি কাব্য। ধন্যবাদ