নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহকারি শিক্ষক, সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়। সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। এবং মাস্টার ট্রেইনারঃ টি কিউ আই-সেফ-২, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা, বাংলাদেশ।

সৈয়দ আনোয়ারুল হক

সহকারি শিক্ষক, সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়। সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। এবং মাস্টার ট্রেইনারঃ টি কিউ আই-সেফ-২, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা, বাংলাদেশ।

সৈয়দ আনোয়ারুল হক › বিস্তারিত পোস্টঃ

আমি গর্বিত

২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩২


আমি গর্বিত-
মহান স্রষ্টার ইচ্ছায় আজ আমি এ ধরণীর শ্রেষ্ঠ জীব।
তাঁর সৃষ্ট অন্য সব আমার সেবায় নিয়োজিত সর্বক্ষণ,
আমার মেধা,বুদ্ধি,শিক্ষা আর জ্ঞান সব বিধাতার দান।
সৃষ্টিতে যা কিছু আছে, তার মধ্যে এ ধরা শ্রেষ্ঠ জানি,
আমি গর্বিত-
মেঘালয়ের বিশাল পাহাড়ের পাশে, গারো পাহাড়ের
পাদদেশে, সুমেশ্বরী, কংস,গোমাই নদীর পললে উর্বর
মাটিতে, গড়ে উঠা ছায়াঘেরা আমার জন্মস্থান সনুড়া।
যেখানে আমার শৈশব কেটেছে, বাল্যে অসংখ্য স্মৃতিঘেরা।
আমি গর্বিত-
শৈশবে পেয়েছি স্বাধীনতার সংগ্রাম ও বিজয়ের পতাকা।
আমি প্রথম শ্লোগান দিতে শিখেছি উনিশ একাত্তর সালে,
“পদ্মা, মেঘনা, যমুনা বাংলা আমার ঠিকানা,
বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর।”
আমি গর্বিত-
আমার আছে প্রীতিলতা, সূর্যসেন, তিতুমীর ও শেখ মুজিব,
আছে মধুসূদন, বঙ্কিম, বিদ্যাসাগর, রবি ঠাকুর ও নজরুল।
আছে অমর একুশ, ছাব্বিশে মার্চ ও ষোলই ডিসেম্বর,
শহীদ মিনার, ৭ই মার্চের রেসকোর্স ময়দান, ও স্মৃতিসৌধ।
আমি গর্বিত-
আমার মা বলতো, “ছেলে আমার অনেক বড় হবে।”
মা-বাবা যখন আমার প্রশংসা করে কিছু বলতো।
কারো জন্য কিছু করতে, কাউকে কিছু দিতে পারলে।
কঠোর পরিশ্রম করে কখনও কোন ভাল ফল পেলে।
আমি গর্বিত-
মাতা-পিতা আমাকে সযত্নে মানুষ হিসেবে গড়েছে।
শিক্ষার আলো ছড়িয়ে দেই আমি হাজার শিশুর মাঝে।
সারাদিন ব্যস্ত থাকি আমি কোন না কোন সৎ কাজে।
সমাজের অসত্য, মিথ্যা ও দুর্নীতিকে করি আমি ঘৃণা।
আমি গর্বিত-
বিধাতার মহিমায় এ ধরায় আসার আগে আমি লালিত।
দশ মাস ছিলাম তাঁর কৌশলে মায়ের গর্ভে পালিত।
একমাত্র প্রভুর ইচ্ছায় এ ধরিত্রীর বুকে আমি পরিচালিত।
মৃত্যুর পরও স্রষ্টাই হবেন আমার পরিচালক, এটাই সত্য।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২৬ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩৭

সৈয়দ আনোয়ারুল হক বলেছেন: বোন ফাতেমা, আপনাকে ধন্যবাদ।

২| ২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:


"মহান স্রষ্টার ইচ্ছায় আজ আমি এ ধরণীর শ্রেষ্ঠ জীব। "

-আপনিই শ্রেষ্ঠ জীব, সন্দেহ নেই

২৬ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৩

সৈয়দ আনোয়ারুল হক বলেছেন: গাজী ভাই, আপনাকে ধন্যবাদ। এত সুন্দর মন্তব্য করার জন্য।

৩| ২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:




আপনি সরকারী চাকুরী করেন, নাকি আওয়ামী লীগের কেহ?

২৬ শে জুলাই, ২০১৬ রাত ৯:০৫

সৈয়দ আনোয়ারুল হক বলেছেন: আমি একজন শিক্ষক। যে ভাল, আমি তাঁর চিরকাল। আমি ভাল হলে, আমি সবার। এ কথাগুলো আমি বিশ্বাস করি। ধন্যবাদ গাজী ভাই।

৪| ২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৮

শুভ্র বিকেল বলেছেন: বেশ ভাল লিখেছেন। ধন্যবাদ।

২৬ শে জুলাই, ২০১৬ রাত ৯:০০

সৈয়দ আনোয়ারুল হক বলেছেন: ভাই, প্রশংসা করার জন্য আপনাকে ধন্যবাদ।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫০

সৈয়দ আনোয়ারুল হক বলেছেন: "মহান স্রষ্টার ইচ্ছায় আজ আমি এ ধরণীর শ্রেষ্ঠ জীব। " এখানে 'আমি' বলতে সমগ্র মানব জাতিকে বোঝানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.