![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহকারি শিক্ষক, সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়। সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। এবং মাস্টার ট্রেইনারঃ টি কিউ আই-সেফ-২, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা, বাংলাদেশ।
তুমি শান্ত, ভদ্র, নীতিবান? তুমিই দেশের সম্পদ।
তোমাকে সবাই ভাল বলে, তুমি ভাল ছাত্র ?
দেশ তোমাকেই চায়।
যে কোন কাজে পিছ পা হও না, কাজে ভয় নেই?
তোমার অপেক্ষায় জাতি।
তোমাকে অনেকেই বলবে, “এত ভাল ভাল নয়”।
তাতে কি আসে যায়, তোমার কাজ চালিয়ে যাও।
তুমি দেশের শ্রেষ্ঠ সন্তান হতে চাও?
অসংখ্য বিপদ এসে বাধা দিবে, অতিক্রম করে যাও।
লাভের আশায়, কিছু পাওয়ার জন্য কাজ করবে না,
দেখবে, একদিন বড় একটা কিছু পেয়ে গেছ নিশ্চয়ই।
উদ্দেশ্য থাকবে একটাই নির্দিষ্ট লক্ষ্যে পৌছাতে হবে।
তোমার সৃষ্টিকর্তা, পিতা-মাতা ও শিক্ষাগুরু কী চায়?
তুমি কি তা জান?
তারা চায় তোমার উন্নতি, তোমার শ্রেষ্ঠত্ব ও সফলতা।
সৃষ্টির সেরা জীব হিসেবে জাগিয়ে তোল তোমার-
সুপ্ত প্রতিভা, নৈতিকতা, মনুষ্যত্ব, মমতা ও গভীর প্রেম।
জন্ম-মৃত্যুর স্রোতে তুমিও একদিন ভেসে যাবে ওপারে,
থাকবে শুধু তোমার সফলতা।
নিজের তরে নয়, অন্যের জন্য কিছু করে যাওয়াই সার্থকতা।
মানব-জনম বারবার আসেনা, এ সুযোগ মাত্র একবার।
ধ্বংস করা যাবে না তাকে অবহেলায়।
তুমি শ্রেষ্ঠ? তুমিই এ ধরণীর শষ্য ক্ষেত্রে বিশুদ্ধ বীজ।
এ থেকেই জন্ম নেবে লক্ষ-কোটি আগামীর ভবিষ্যৎ।
আমরা চাই এ পৃথিবী হবে নির্মল বিশুদ্ধ মানবে পরিপূর্ণ।
তা হলেই সার্থক হবে আপামর সৃষ্টি ও আমার বিধাতা।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩১
সৈয়দ আনোয়ারুল হক বলেছেন: রায়হানুল এফ রাজ, ভাই আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪২
রায়হানুল এফ রাজ বলেছেন: ভালই লিখেছেন।