নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় সাংবাদিক। ‘জল পরীর ডানায় ঝাপটা লাগা বাতাস’ (২০১৩), ‘সাদা হাওয়ায় পর্দাপন’ (২০১৫) দুটি কবিতার বই প্রকাশিত। তার লেখা নাটকের মধ্যে ফেরা, তৎকালীন, আদমের সন্তানেরা উল্লেখযোগ্য। লেখালেখির জন্য ২০১৫ সালে হত্যার হুমকি প্রাপ্ত হন।

সৈয়দ মেহেদী হাসান

আমার পরিচয় খুঁজচ্ছি জন্মের পর থেকেই। কেউ পেলে জানাবেন কিন্তু....

সৈয়দ মেহেদী হাসান › বিস্তারিত পোস্টঃ

পুরুষের একাঙ্কিকা

১১ ই জুলাই, ২০১৬ রাত ৮:১০



আপনি বসে ছিলেন
যে কোন রাতের ঝুপড়ি জলমগ্ন পেয়ালায় তাকিয়ে-
সম্মুখে সেই মেয়েটি, যাকে কখনো প্রেমিকা ডাকেননি
কিন্তু সন্ধ্যা রাতে লুন্ঠিত চুক্তিতে ঘরে নিয়েছেন- সে ঘুমায়
আপনি সিগারেটে ঠোট ডুবান- যদিও ডুবানোর কথা ছিল
ওই মেয়েটির কাঁধে।
রাত দৌড়ায় সূর্যের দিকে-মেয়েটি ঘুমায়
আপনি বসে থাকেন-মেয়েটির নিম্নাঙ্গে ব্যথা
আপনি কিছু দ্যাখেন না-মেয়েটি স্বপ্ন দ্যাখে
আপনার স্বপ্নেরা বাইরে ঘোরাফেরা করে
আপনি ভিতরে-মেয়েটি আরও ভিতরে...
ইচ্ছা জাগে মেয়েটির সাথে সেক্স করেন

মেয়েটি জাগে না-রাত দৌড়ায়-আপনার সময় শেষ।

কাঁদতে ইচ্ছা করে-হয়তো কেঁদেও ফেলেন
চোখে জল নেই, সেখানে ফোটাফোটা আগুন
চোখ পোড়ার গন্ধ মেয়েরা পায়-বুক পোড়ার নয়
মেয়েটি জেগে ওঠে-ফোটাফোটা আগুন গিলে ফ্যালে
মেয়েটি কান্না খেতে থাকে
আপনি কাঁদতে থাকেন
মেয়েটি খেতে থাকে
আপনি কাঁদতেই থাকেন

তখনই মেয়েদের নাড়ি ভূড়ি দগ্ধ হতে থাকে।
দুজনের বিষক্রিয়ায় পরবর্তী প্রজন্ম মাথাচড়া দেয়
মানুষ আবিষ্কার হতে শুরু করে বেশ্যাদের পেটেও!

আপনি কিন্তু সেই শিশুর মুখে বাবা ডাক শুনতে চান না।
বাবা ডাকে এত নিষেধাজ্ঞা ক্যানো?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১০:০২

আলম দীপ্র বলেছেন: মোটামোটি লাগল !
আরও ভাল লিখে চলুন , শুভকামনা থাকল !

১২ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫৯

সৈয়দ মেহেদী হাসান বলেছেন: শুভকামনা

২| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালোই ছিল।
কয়েকটা লাইন ফিকে করে দিয়েছে। আরেকটু সময় দিলে হয়তো অন্যরকম হতো।

১২ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫৯

সৈয়দ মেহেদী হাসান বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.