নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় সাংবাদিক। ‘জল পরীর ডানায় ঝাপটা লাগা বাতাস’ (২০১৩), ‘সাদা হাওয়ায় পর্দাপন’ (২০১৫) দুটি কবিতার বই প্রকাশিত। তার লেখা নাটকের মধ্যে ফেরা, তৎকালীন, আদমের সন্তানেরা উল্লেখযোগ্য। লেখালেখির জন্য ২০১৫ সালে হত্যার হুমকি প্রাপ্ত হন।

সৈয়দ মেহেদী হাসান

আমার পরিচয় খুঁজচ্ছি জন্মের পর থেকেই। কেউ পেলে জানাবেন কিন্তু....

সৈয়দ মেহেদী হাসান › বিস্তারিত পোস্টঃ

ঘুরে আসুন শাপলার রাজ্য সাতলা গ্রাম

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৮



লাল শাপলা। আমাদের জাতীয় ঐতিহ্যের অহংকার। বিস্তৃত এলাকা জুড়ে এই লাল শাপলার সমারোহ দেখতে কার না ভালো লাগে। কিন্ত এই ভালো লাগা-ভালোবাসায় পরিণত হলে-আপনাকে বরিশালের মায়ার জড়াতে হবে।

রুপসী বাংলার এই রুপের খোজে শহর ছাড়িয়ে উজিরপুর উপজেলা-আর সেখানেই সাতলা নামক স্থানে প্রাকৃতিক ভাবে এই শাপলার অবারিত রঙ্গীন রুপ আপনাকে শুধু মুগ্ধ নয় স্থম্ভিত করে দেবে।


বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে ৩০ মিনিট পর পর সাতলার গাড়ী ছাড়ে। ভাড়া নব্বই টাকা। সাতলা জায়গার নাম হলেও এটা একটি বিলের নাম। এক সময়ে বর্ষাকলে এটা সম্পর্ন ডুবে যেতো।

স্বাধীনতার পরে তৎকালীন মন্ত্রী আবদুর রব সেরনিয়াবাত প্রথম সাতলায় বাধ দেয়ার কাজ শুরু করেন। সেই থেকে বিল থেকে বিশাল এলাকা উথ্থিত হয়ে বর্তমানে মনোরম এলাকায় পরিণত হয়েছে। এই বিলে প্রাকৃতিক ভাবে শাপলা ফোটে।


সাথারণত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এই বিলে লাল শাপলা ফুল ফোটে। তখন নৌকা নিয়ে এই বিলে যাওয়া আরেক প্রাপ্তি।

এই বিলে শুধু শাপলাই ফোটে না-শীতের মৌসুমে যখন পানি কমে জায়,তখন সব শাপলা মরে যায়-তখন কৃষকরা এখানে ধান লাগিয়ে দেয়।

একই সাথে ধান ও শাপলার এই সহাবস্থান আর কোথাও আছে কিনা সন্দেহ। সাতলার এই বিল তাই অনন্য।

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১২

বিজন রয় বলেছেন: অপূর্ব!!
++++

সাদা শাপলা আছে?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৫

সৈয়দ মেহেদী হাসান বলেছেন: না। শুধু লাল আর লাল শাপলা

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৭

সুমন কর বলেছেন: সুন্দর !

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৪

ক্লে ডল বলেছেন: ছবি দেখেই স্তম্ভিত হয়ে গেলাম!! সত্যিই অপূর্ব এ বাংলা মায়ের রূপ।

কিভাবে যেতে হয় সে তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৬

সৈয়দ মেহেদী হাসান বলেছেন: আসুন একদিন বেড়িয়ে যান। ভালো লাগবে

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৯

সাহসী সন্তান বলেছেন: প্রথম ছবিটা এত সুন্দর! আমি ডাউনলোড করে রাখলাম ভাই! প্রয়োজনে কি কাজে লাগাতে পারি? এছাড়াও প্রত্যেকটা ছবিই অসাধারণ! সাথে আপনার বর্ননাটাও খুব ভাল হইসে!

শুভ কামনা জানবেন!

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

সৈয়দ মেহেদী হাসান বলেছেন: অবশ্যই ব্যবহার করুন।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই লেখাটি কি আপনার?

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: কোন একদিন যাওয়ার ইচ্ছে রইলো, ছবিগুলো আগে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৭

সৈয়দ মেহেদী হাসান বলেছেন: ছবিগুলো তুলেছেন ডেইলি স্টারের সাংবাদিক আরিফ রহমান

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৬

মোঃ রিজওয়ান সরকার বলেছেন: impressed..

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৮

কামরুন নাহার বীথি বলেছেন: অপূর্ব, এক্ষুনি যেতে মন চাইছে!!! প্রিয়তে রেখে দিলাম।
সময় সুযোগ হলে যাব ইন শা আল্লাহ্‌!!!!

অনেক ধন্যবাদ ভাই!!!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৮

সৈয়দ মেহেদী হাসান বলেছেন: অবশ্যই চলে আসবেন

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩০

মাদিহা মৌ বলেছেন: ইসসস! চমৎকার!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৯

সৈয়দ মেহেদী হাসান বলেছেন: দূরে থেকে নয়..চলে আসুন। ভালো লাগবে

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭

বৃতি বলেছেন: ছবিগুলো চমৎকার !

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৯

সৈয়দ মেহেদী হাসান বলেছেন: জায়গাটিাও চমৎকার

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৫

সাদা মনের মানুষ বলেছেন: প্রয়াত ব্লগার মাহমুদ ভাইয়ের ফেজবুকে বেড়াই বাংলাদেশের কোন পোষ্টে সম্ভবত এই ছবিগুলো দেখেছিলাম।

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১০

জুয়াড়ি বলেছেন: অসাধারণ

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: ও তাই, ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.