নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় সাংবাদিক। ‘জল পরীর ডানায় ঝাপটা লাগা বাতাস’ (২০১৩), ‘সাদা হাওয়ায় পর্দাপন’ (২০১৫) দুটি কবিতার বই প্রকাশিত। তার লেখা নাটকের মধ্যে ফেরা, তৎকালীন, আদমের সন্তানেরা উল্লেখযোগ্য। লেখালেখির জন্য ২০১৫ সালে হত্যার হুমকি প্রাপ্ত হন।

সৈয়দ মেহেদী হাসান

আমার পরিচয় খুঁজচ্ছি জন্মের পর থেকেই। কেউ পেলে জানাবেন কিন্তু....

সৈয়দ মেহেদী হাসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাধর্ম-১

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৩



পোড়া মাংসের জন্মস্মৃতি

পোড়া মাংসের ঘ্রাণ পেয়ে দেখি
কাটা চামচ তরপায়
টেবিলে গোরস্থানে পাকস্থলীতে রক্তের দাগ
কোথাও মৃতদেহ শুয়ে আছে
মানবিক ভনিতায়
সারি সারি দলা পাকনো তাদের ব্যথা
দেখছি বিষন্ন রিরংসায়
খোলা মাঠ পাতাবহরের ভূমি নয়
কত পাতা ঝরে পরে তৃণে কত পাতা উড়ে যায় !
কেবল মনে রাখি আমার জন্ম হয়েছিল
কোন এক বারান্দায়
বিকেলে
সেই ধাত্রীকে আজো দাই মা ডাকি
শুধু ভূমিষ্ঠের তারিখ মনে নেই
কারণ মাও তার জন্ম তারিখ ভুলে গেছে ।


ঢাকার প্রথম কবিতা

নিরাবিলি দেখা করবে
আচল তুলে দেখিয়ে দেবে ভালবাসার থানকাপড়
আমারও কি কম আছে সুতা বোনা সংসার
কাম শরীরে নাস্তার বড়া -ছানাবড়া
খুব শহর ঘেটে এখন শহুরে
ঢাকার অলি-গলি-পথ-ঘাট
এতদিন ধরে অবকাশ খুজে
ব্যস্ত নগরীতে এসে নামলাম !
আমার প্রহরগুলো এভাবে ছিড়ে যায়
যতদূর ভুল বুঝে মানুষ যেতে পারে


মাতৃবালা

কখনো মানুষ হবার প্রস্তাব দাওনি ডোডো
দ্যাখো খরগোশ মা আমার হাওয়া খায়
দ্যাখো গর্ভে বাড়ছে ডাইনোসর
আমাকে প্রসবের সময় পেলো না কেউ
শুধু রমণী দেখলে মনে পরে আমিও মানুষ হতে পারতাম

দূরত্ব

একটি হাত থেকে দৌড়াতে শুরু করে বারোয়ারি নেকড়ে
পুরোপুরি বাঘ নয় তবু ভয় পেয়ে পা তুলে নিলেন সে
যার ফলে বাতাসে ভ্যাবসা মোজার গন্ধ
আড়ালে কারও হাত ধরে দেখছ জীবন মানে মেডিকেলের সামনের ডিসপেনসারী
ঘুমের ঔষধের কাটতি বেশী
তারপর শুরু করো কুশল বিনিময়,
নিঃসঙ্গ বিছানায় আমারই কঙ্কাল পরে আছে
তবু নেকড়ে বিষপান করে
সে বাঘ হতে চায় ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: দূরত্বটা সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৭

সৈয়দ মেহেদী হাসান বলেছেন: কৃতঞ্জতা।মতামতের মাধ্যমে অনুপ্রাণিত করলেন

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩২

সাইন বোর্ড বলেছেন: অনেক ভাল লেগেছে কবিতা ।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: গভীরতা.....
ভালো লাগলো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.