![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই জীবনটা জীবনতো নয় খুচরো জীবন-ঋণ
জীবন ঘষে আশে-শ্বাসে ফুরিয়ে যায় দিন।
ও মাধবী: গুল্মব্যাথা শিরায় শিরায় দ্রোহ
ও মাধবী: বিকেলক্ষণে রণেভনের মোহ।
আমার কোন চমকি নেই দু'হাত ভরা পাপ
আমার কোন অহমি নেই হৃদযন্ত্রে শাপ।
ভরনিনাদে পাটে পাটে বেনারশির গলি
পাঁচতলাতে ঝিমোয় গ্লানি, সাতের ফ্লাট খালি।
রৌদ্রেবিভোর জীপার টেনে অনিচ্ছাদের ঘুড়ি
নাটাইগুলো ছাটাই করে তুমুল ওড়াউড়ি।
খুচরাজীবন খরচা করে বাড়িয়ে চলি ঋণ
আলোর গ্লানি মুছে নিলেম বক্ষে কোয়ারেন্টিন।
২| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:২৯
নেওয়াজ আলি বলেছেন: লেখা পড়ে ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।