নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছেঁড়া পাতা

যত দোষ, নন্দ্য ঘোষ !

সাঈদ অমি

সাঈদ অমি › বিস্তারিত পোস্টঃ

চুলকানির বিশেষজ্ঞ

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৪

ভাবসম্প্রসারণঃ
.
ভালবাসা, কাছে থাকলে চুলকায়,
আর দূরে গেলে উৎলায় ।
.
.
সম্প্রসারিত ভাবঃ প্রেম ভালবাসা মানুষের সাঁতে অঙ্গাঙ্গী ভাবে জড়িত । জীবনের চলার পথে অনেকেই ভালবাসায় পরে গিয়ে আছাড় খেয়ে হাঁটু ছিলে ফেলে । কিন্তু অনেক ক্ষেত্রেই এই ভালবাসা পরিস্ফুটিত হওয়ার আগেই চুলকানিতে পরিণত হয় । বিশেষজ্ঞদের মতে এই চুলকানির কারণ হচ্ছে বিশ্বাস এর অভাব, মনের ভ্রান্ত ধারনা কখনও কখনও সন্দেহের দরুন হয়ে থাকে । আবার কোন কোন বিশেষজ্ঞ এটাও মনে করেন যে প্রয়োজনের অতিরিক্ত বিশ্বাস এর দরুন এই চুলকানির উদ্ভব হয় । কোন চর্মরোগের মেডিছিন যেমন টাইগার বাম বা পাগলা মলমে এই চুলকানি শারেনা । ফল স্বরূপ ভালবাসার মধুর সম্পর্কটি চুলকানি থেকে দাউদ এ পরিণত হয়ে খশে খশে পরে । কিন্তু অতি আশ্চর্যের বেপার এই যে, খশে জাওয়া ভালবাসাটি কিছু দিনের ব্যাবধানে হটাতই উক্ত ব্যাক্তির মনে সুনামি আকারে দেখা দেয়, চুলকানি তো দুরের কথা কোন ধরণের দাউদ পোঁচরা তাকে থামিয়ে রাখতে পারেনা, রক্তে তখন যেন বলক ওঠে । উপচে পড়া ভালবাসার তখন বিভিন্ন ধরণের নিদর্শনও চোখে পরে । আর ভাবে, ঈশ ! কি ভুল টাই না করেছি । ও তো আমাকে সত্যিই ভালবাসত । ভুলটা আমারই ছিলও । কেন যে চুলকাইতে গেলাম । তারপর এই ভুল যেন পুনরায় না করে সেই উদ্দেশ্য ঠিক করে নতুন সম্পর্কে জড়ায় । কিন্তু সেখানে গিয়ে উপলব্ধি করে, অ্যায় হাঁয়, এখানে তো চুলকানি না, পুরা বাঁশ ঝার । কিছু কিছু ব্যাক্তি পুনরায় চুলকানির কাছে জেতে ছাইলেও অতি চুলকানিতে ঘা হয়ে যাওয়ার দরুন তা আর সম্ভব হয়না । তাই উতলায়ে পড়া ভালবাসা নিয়ে, শুদ্ধ ভাষায় বললে ছেকা খেয়ে বেকা হয়ে পরে থাকে।
.
তাই আমরা সহজেই বলতে পারি যে, ভালবাসা, কাছে থাকলে চুলকায়, আর দূরে গেলে মাম্মা ...
[N.B: Exception is not an option ]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.